![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
poet-novelist-editor & development researcher.
গতরাতে শুয়ে শুয়ে ভাবছিলাম, এই নাটকের শেষ কোথায়...
সকল বিপদ শেষপর্যন্ত নারী আর শিশুদের জীবনেই নেমে আসে।
সকল অপবাদ, রিরংসা, বঞ্চনা, সামাজিক-ধর্মীয় হিংস্রতা নেমে আসে নারীর ভাগ্যে। 'সকল দোষের দোষী নারী' বলেই চিহ্নিত করে দুষ্ট সমাজ!
কী হবে অর্চনা রাণীর? তাকে তো শ্রেফ ব্যবহার করা হয়েছে!
বাউল সম্প্রদায়ের দীক্ষা তাকে দেয়া হয়েছে শুধুই কি ভোগের জন্য?
বছরের পর বছর তাকে শ্রেফ ভোগের সামগ্রী হয়ে থাকতে হয়েছে ওই মিথ্যে কুহকের আশ্রয়ে!
অর্চনার কোনো স্বীকৃতি নেই, তার নিরাপত্তা ও সম্পদের অধিকার নেই।
এমনকি সে হিন্দু বলে তাকে 'র'-এর চর বানানোর গল্প ফেঁদে এক মহাবিপর্যয়ে ফেলে দেয়াও হতে পারে!
এটি ফরহাদ মজহার সাহেব করতেও পারেন!
আরেকটি গভীর বেদনা আমাকে আচ্ছন্ন করে রেখেছে।
একজন কবি, সাংস্কৃতিক, সামাজিক ব্যক্তিত্ব (ইসলামী উন্মাদনার) হয়ে- অনাচার,
অবিচার এবং ভ্রান্তির এই নির্মম খেলা ফরহাদ মজহার খেলতে পারলেন... ?
একজন কবির কাছেও মানুষ, সমাজ এবং তার রাষ্ট্র নিরাপদ নয়!
২| ১৩ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৪৪
মোঃ মিজানুর রহমা৯৭ বলেছেন: বিস্তারিত লিখলে বুঝাযেত।
৩| ১৩ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:২০
জগতারন বলেছেন:
আমরা বিদেশে থাকি দেশের অনেক খবরই জানি না। আজকের আপনার এ লেখায় তেমন কোন 'ইনফো' নেই। তেমন কিছি বুঝা গেল না। আপনি কী বলতে চেয়েছেন(!) সম্ভব হলে আরও বিস্তারিতভাবে লিখুন। আমাদের বুঝতে সুবিধে হয়।
১৪ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৩
মাহমুদ টোকন বলেছেন: গত ১০ দিনের বাংলাদেশী পত্রিকা পড়লেই জানতে পারবেন ফরহাদ মাজহার এবং তার পরিবার কি কাজ করেছেন।
সেটিই আমি লিখেছি। ফরহাদ মজহার নিখোঁজ হলেন। পরিবার বলেছে অপহরণ। সবাই ঝাঁপিয়ে পড়ল। সরকার অপহরণ করেছে।
র্যাব-পুলিশ তাকে উদ্ধার করলো এবং তিনিও বললছেন এটি অপহরণ। আসলে নিজে একঠট মেয়েকে দীর্ঘদিন থেকে প্রলোভিত করে ভোগ করছিলেন, সে প্রেগনেন্ট হয়ে পড়ে তার জন্য টাকা প্রয়োজন। এর আগেও মেয়েটির একবার গর্ভপাত করেছে ফরহাদ মজহার। এজন্য ফরহাদ পরিারের কাছ থেকে টাকা নেয়ার জন্য এই নাটক সাজায়। পুলিশের তদন্ত, কললিস্ট ধরে ধরে কথার রেকর্ড, সিসি টিভির ক্লিপস সব তার মিথ্যে উন্মোচিত করেছে। এমনকি সেই মেয়েটিকেও পুলিশ ফোনকলের সুত্র ধরে আটক করে সব জানতে পারে।
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৩০
বর্ণিল হিমু বলেছেন: ভন্ড কবি....!