নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

poet-writer and editor. founder of a development organisation, a promotional agency, printers & publications. co-founder of an IT, Web Solutions Service and WEB Training Institute. Obtained masters in english literature & language...

মাহমুদ টোকন

poet-novelist-editor & development researcher.

মাহমুদ টোকন › বিস্তারিত পোস্টঃ

চিরন্তন ম্যাগাজিন-এর শোকসংখ্যা-২০১৭

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৪



চিরন্তন ম্যাগাজিন-এর শোকসংখ্যা-২০১৭ করা ছিল আমাদের জন্য এক বিরাট চ্যালেঞ্জ। বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট হত্যাকাণ্ড নিয়ে একটি গবেষণামূলক তথ্যভিত্তিক সংখ্যা করা বেশ কষ্টসাধ্য যদিও আমরা সকল দিকগুলো এই সংখ্যায় আনতে পারিনি সময়, স্বল্প জনবল ইত্যাদি কারণে। তবে আগামীতে এই কার্যক্রম অব্যাহত থাকবে। এ সংখ্যায় অনেক নতুন এবং অজানা তথ্যের সমাবেশ ঘটেছে। সেইসঙ্গে মুজিবের অবস্থান, তার রাজনৈতিক-দার্শনিক-মানবিক প্রজ্ঞা এবং মহত্ব ইত্যাদি বিষয়গুলোর সন্নিবেশ ঘটেছে। তাঁকে হত্যার পেছনের শক্তি ও কারণের বিষয়টিও চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে। লেখক সাংবাদিকেরা বিবিধ বিশ্লেষন করার চেষ্টা করেছেন।

একই সঙ্গে একজন নেতার সমাজতান্ত্রিক ও মুসলিম বিশ্বে গ্রহণযোগ্যতা বিশ্ব-নেতৃত্বে বিরল ঘটনা। পাশাপাশি জোটনিরপেক্ষ আন্দোলন তাকে সারাবিশ্বে অভাবনীয়রকম জনপ্রিয় করে তোলে। নির্মোহভাবে আমরা এই বিষয়গুলো বিশ্লেষন করার চেষ্টা করেছি। পূঁজিবাদি এবং প্রতিক্রিশীলদের ষড়যন্ত্রের বিষয়গুলো গভীরভাবে দেখা ও চিহ্নিত করার প্রচেষ্টাও ছিলো।

যুক্ত করেছি মুজিবের অ্যালবাম 'রয়েছো হৃদয় জুড়ে' যা মানুষকে বুঝতে সাহায্য করবে কেনো মুজিব সাধারণ উচ্চতা ছাড়িয়ে দীর্ঘতর আকাশছোঁয়া এক উজ্জ্বল নক্ষত্র বাংলাদেশ এবং বৈশ্বিক রাজনৈতিক-সামজিক সংগ্রামের ইতিহাসে।

চিরন্তন শোকসংখ্যা-২০১৭ পাঠকের জন্য ইতিহাসের এক অনবদ্য সংখ্যা হয়ে থাকবে আশাকরি।
ধন্যবাদ।

এ সংখ্যার প্রচ্ছদ করেছেন- সমর মজুমদার
নির্বাহী সম্পাদক- মাহমুদ টোকন

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৮

চাঁদগাজী বলেছেন:



শেখ সাহেব যুদ্ধের ৯ মাসে, সাধারণ মানুষের মনোবল, শক্তি, ইচ্ছা, আশা ও স্নপ্ন থেকে অনেক পেছনে পড়ে গিয়েছিলেন; উনাকে অনেক লেখক নিজেদের মহিমা দিয়ে উপরে নেয়ার চেস্টা করেছেন; আপনাদের প্রচেস্টা ফলাফল কি?

২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১৫

মাহমুদ টোকন বলেছেন: ওঠানো নামানোর বিষয় নয় এটি! আপনার মন্তব্যও অনেকটা ওরকম।
নিমোহভাবে ফ্যাক্টস এন্ড ফাইন্ডিং উপস্থাপন একজন এডিটরের কাজ।

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অভিনন্দন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.