![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
poet-novelist-editor & development researcher.
অভাবনীয়!
আমি যে প্রতিষ্ঠানটির সঙ্গে জড়িত (ICAN- International Campaign to Abolish Nuclear Weapon) সেটি 'নোবেল শান্তি পুরষ্কার ২০১৭' (Nobel Peace Prize 2017) অর্জন করেছে!
ICAN- পেপার ক্রেন (Paper Crane) প্রোজেক্ট নিয়ে আমরা অনেক প্রচার চালিয়েছিলাম গোটা বিশ্বে। তখন বুঝিনি যে এই প্রচারণা এক সময় এতো বিরাট ইম্প্যাক্ট তৈরি করবে!
Congrats ICAN! Congrats TIM!
০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩১
মাহমুদ টোকন বলেছেন: ধন্যবাদ!
আমি পাইনি, ICAN (international campaign to abolish nuclear weapon) প্রতিষ্ঠানটি পেয়েছে।
অবশ্য আমাদের প্রধানমন্ত্রী নিউক্লিয়ার ওয়েপন আবলিশমেন্ট প্রোগ্রামের সিগনেটরি।
২| ০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৯
মামুন ইসলাম বলেছেন: ভালো খবর।
৩| ০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৬
জাহিদ হাসান বলেছেন: আপনার প্রতিষ্ঠান পাওয়া মানেই তো আপনার পাওয়া। আপনার গর্ব।
৪| ০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মারহাবা!!!
৫| ০৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২০
চাঁদগাজী বলেছেন:
আপনি কিভাবে আইক্যানের সাথে যুক্ত?
১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪২
মাহমুদ টোকন বলেছেন: ক্যাম্পেন পার্টনার।
৬| ০৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২৯
নিরাপদ দেশ চাই বলেছেন: আমিতো শুনেছি আইক্যান আপনার প্রতিষ্ঠান। ঐখানে চাকুরিরতরা আপনার কর্মচারি।
১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪১
মাহমুদ টোকন বলেছেন: মাশাল্লাহ! আপনি অনেক বেশি শোনেন তো ভাই!
৭| ০৮ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪০
বার্ণিক বলেছেন: হেগো প্রচারে কি কেউ কান দিছে? তয় প্রচার চালাইয়া কি লাভ অইছে যে হেরা নোবেল শান্তি পুরস্কার পাইল।
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫৪
জাহিদ হাসান বলেছেন: আপনাকে কংগ্রাচুলেশন জানাই। আমাদের প্রধানমন্ত্রী না পেলেও আপনি পেয়েছেন !