| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাইরে বৃষ্টি
মনের ভিতর ঝড়,
ভিজল শরীর
ভিজল তাসের ঘর।
পাশবালিশে
জলের আঁকিবুকি,
মেঘের ফাঁসে
রোদ দেয়না উঁকি।
বুক গুড়গুড়
শরীরে বেদম জ্বর,
আয়না আদল
আড়াই চালের ঘর।
একলা পথিক
গোল্লাছুটে বাড়ী,
জল ভরা পথ
শরীর জুড়োয় নারী।
বেহিসেবী মন
পাড়ানির কানাকড়ি,
ধারেই চলি
তাতেও কড়াকড়ি।
বৃষ্টির জল
ঝড়ুক ঝড়ুক আরো,
নিয়ম ভাঙ্গুক
নিষেধের বাজুক বারো।
২০ শে জুলাই, ২০১৬ রাত ১০:৩৪
একলা শ্রাবণ বলেছেন: ধন্যবাদ।
২|
১৭ ই জুলাই, ২০১৬ রাত ১১:৫২
ইকরাম উল হক বলেছেন: ভালো কবিতা দেখতেও ভালো লাগে
২০ শে জুলাই, ২০১৬ রাত ১০:৩৫
একলা শ্রাবণ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৭ ই জুলাই, ২০১৬ রাত ৯:৫৯
সবুজসবুজ বলেছেন: বেশ ভালো লাগলো। আরো লিখুন।
অনেক শুভেচ্ছা।