নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাইকে স্বাগতম

ভাবতে ভালো লাগে

মো: মাইদুল ইসলাম সা'দ

জীবন থেকে অনেক কিছু শিখেছি। এখনও শিখছি....

মো: মাইদুল ইসলাম সা'দ › বিস্তারিত পোস্টঃ

আমরা বাঙালি আর আমাদের ভারত প্রেম।

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩২

ভারতঃ দিল্লির চলন্ত বাসে গণধর্ষণের শিকার হওয়ার পর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যাওয়া মেডিকেল ছাত্রীর স্মরণে বিভিন্ন পর্যায়ে প্রার্থনা অনুষ্ঠান চলতে থাকায় দেশটিতে এবারের নববর্ষ উদ্যাপন বাতিল করা হয়েছে। রাষ্ট্রপতি প্রণব মুখার্জি নিজেও সব অনুষ্ঠান বর্জন করেছেন এবং তাঁকে নববর্ষের শুভেচ্ছা না জানাতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

নববর্ষের পরিকল্পিত আয়োজন বাতিল করেছে সশস্ত্র বাহিনীও। সূত্রঃ প্রথম আলো ২/১/১৩



বাংলাদেশঃ গণধর্ষণের শিকার দিল্লি মেডিকেল কলেজের ছাত্রী দামিনীর মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়ে ভারতের নাগরিকরা। দিল্লির এ ঘটনাটি উত্তাপ ছড়ায় বাংলাদেশেও। আমাদের দেশের নারীনেত্রীরাও ঘটনার তীব্র প্রতিবাদ জানান। অথচ এই ঘটনার ঠিক ছয় দিন আগেই ১০ ডিসেম্বর বাংলাদেশেও একই ধরনের অমানবিক ঘটনার শিকার হয় টাঙ্গাইলের ময়না নামের এক স্কুলছাত্রী (১৫)। গণধর্ষণের শিকার মেয়েটি ২১ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। মেয়েটির মমতাময়ী মা তার মেয়েকে বাঁচানোর জন্য পাগলের মতো ছোটাছুটি করছেন। স্থানীয়দের অভিযোগ, মানসিক ভারসাম্যহীন ও গুরুতর অসুস্থ মেয়েটির ব্যাপারে খোঁজ রাখেননি দেশের কোনো নারীনেত্রী। এমনকি মানবাধিকার কমিশনও এখন পর্যন্ত একটি শব্দও বলেনি।



অবশ্য প্রতিবাদ করবে কোথা থেকে আমি বেক্তিগতভাবে কয়েকজন নারিনেত্রি কে জানি যারা তাদের গৃহকর্মীদের পিটায় আর সভায় গিয়া বুলি ছাড়ে।

ভারতে প্রতি তিনজন কর্মজীবি নারীর মধ্যে ২ জন তার অফিসের বস অথবা উচ্চপদস্থ কর্মকর্তা দ্বারা রেপ হন। এটা ওদের ট্র্যাডিশন, এসব উচ্চবাচ্য লোক দেখানো । রাজনৈতিক ইস্যু । বিজ্ঞাপনে দেখাইবে বডি স্প্রে ব্যবহার করলে মাইয়া দৌড়াবে !! অমুক কনডম ব্যবহার করলে যেকোন মাইয়া খেলা যাবে, কিন্তু রেপ হইলে আবার বিচার চায়বে !!



আরে, ইন্ডিয়া, তোরা যা শুরু করছস তোদের সাথে আরো খারাপ কিছু হওয়া উচিত ।

যে হারে তোরা মাইয়াদের ব্যবহার করস তোদের মা-বোনরে যে তোরা ভাড়ায় পাঠাস না, তা বিশ্বাস হয় না !!



আর আমাগো দেশের আবালরা তো আছে তোদের তালে তালে নাচার জন্য । শুন আবালরা, যে যেমন তার সাথে তেমনি হবে এটা নিয়ে এত লাফা-লাফি করার কি আছে??



কই, ঢাকায় যে কদিন আগে একজন ডাক্তার আপু রেইপের চেষ্টায় বাধাঁ দেওয়ায় মারা গেল এর জন্য তো তোমরা এভাবে লাফাও নাই !! তোমাদের এত ভারত প্রেম কেন?? শুধু ক্রিকেট খেলার টাইমে তোমাদের কি দেশপ্রেম উতলাই পড়ে???? —



পদটীকাঃ আমরা বোধহয় ময়নার মারা যাবার অপেক্ষায় আছি...

"সাত কোটি সন্তানেরে, হে মুগ্ধ জননী,

রেখেছ বাঙালী করে, মানুষ কর নি।"

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪০

অপূর্ণ রায়হান বলেছেন: নিচের একটি দাবী যেন সবজায়গাতেই স্পেসিফিকভাবে হাইলাইট হয় , প্লীজ ।

'' ধর্ষকদের জন্য একটাই আইন চাই , ৯০ দিনের মধ্যে ফাঁসী চাই । যাবজ্জীবন কিংবা জরিমানা নয় । আর রাষ্ট্রপতির কাছে বিনীত অনুরোধ '' ধর্ষকদের কোন প্রকারেই বিশেষ ক্ষমা করবেন না , প্লীজ । ''


আমরাও প্রতিবাদ করব ভাই । সাথে থাকার জন্য অনুরোধ করছি ।

২| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৯

মাজহারুল হুসাইন বলেছেন: অপূর্ন বলেছেন: নিচের একটি দাবী যেন সবজায়গাতেই স্পেসিফিকভাবে হাইলাইট হয় , প্লীজ ।

'' ধর্ষকদের জন্য একটাই আইন চাই , ৯০ দিনের মধ্যে ফাঁসী চাই । যাবজ্জীবন কিংবা জরিমানা নয় । আর রাষ্ট্রপতির কাছে বিনীত অনুরোধ '' ধর্ষকদের কোন প্রকারেই বিশেষ ক্ষমা করবেন না , প্লীজ । ''

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:১৯

আততায়ী০০৬ বলেছেন: ১৭ কোটি সন্তানেরে, হে মুগ্ধ জননী,
রেখেছ বাঙালী করে, মানুষ কর নি।"
+++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.