![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুপ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়,
সালাম নিবেন,
আমি ব্যাক্তিগত আপনাকে বলছি না... বলছি, ‘মন্ত্রী’ পোস্টটিকে!
বন্ধুপ্রতিম দেশ ভারত হইতে, শাহরুখ খান যখন ঢাকায় আসেন; তখন আপনি, উনার শো দেখিবার তরে একটু দেরিতে ভেন্যুতে পৌঁছেছিলেন এবং জায়গা না পেয়ে মাটিতে বসে পড়েছিলেন। উদারতার এই মহান পরিচয়টুকু ওপার বাংলা, টিটকারি হিসেবেই নিয়েছিল আর সেই সাহসেই বোধকরি ওরা, এখনও বর্ডারে পাখির মত মানুষ মেরে চলছে। গতকালকেও দুইজনকে মেরেছে বিএসএফ!
আজ 'সুনিধি চৌহান' আসছে। আশা করব আপনি, ওদিকটায় ঢুঁ মারার পরিকল্পনা করে থাকলে, সেখানে যেয়ে একটু উচ্চাসনে বসার পরিকল্পনাটা আগে থেকেই করে রাখবেন প্লিজ
আমরা তো আবার বুঝলে, একটু বেশীই বুঝি তাই, আমার পোস্টের ভুল ব্যাখ্যা নিয়ে আবার ষ্টেজের উপ্রে যেয়ে বসিয়া পরিয়েন না!
আপনি, দুদিন আগেও বড়গলায় বলেছেন - "শুধু আত্মরক্ষার্থেই বিএসএফ গুলি করে, নচেৎ নয়"...তেমনি, 'ইজ্জত রক্ষার্থে সুনিধি কিছু করে বসলে', লজ্জার সীমা থাকবে না !
ইতি
দেশের একজন শুভচিন্তক
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩০
তামিম হালদার বলেছেন:
ভাই স্বরাষ্টমন্ত্রী না, স্বরাষ্টপ্রতিমন্ত্রী টুকু শাহরুখ খানের লাইভ কনসার্টে মাটিতে বসেছিলেন।