![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব-চ্যামপিয়ন হবার কিছু দিনের মধ্যেই ভারতীয় ক্রিকেটদলের এমন দুরবস্থার কারণ হচ্ছে সে দেশের তারকাবাহুল্য।
ভারত-দলের এগারো জন ক্রিকেটারের এগারো জনই তারকা, স্ট্যান্ডবাই খেলোয়াড়েরা তারকা, ত্রিশ জনের স্কয়াডের বাকিরাও তারকা, ভারতীয় আম্পায়াররা তারকা, পাঁচ ওয়ানডে আর আড়াই টেস্ট খেলে আসা ভারতীয় ভাষ্যকাররাও তারকা; এমনকি ভারতের চিয়ার্স লিডার, মাঠের ঘাসকর্মী কিংবা গ্যালারির বাঁশকর্মীরাও তারকা। ভারতের প্রতি বর্গমাইলে ১শ জন করে তারকা বাস করে।
অন্য দেশ এবং অন্য দেশের ক্রিকেট ও ক্রিকেটারদের প্রতি তারকার দেশ ভারতের ক্রিকেট তারকাদের দৃষ্টিভঙ্গি ও বক্তব্যের ভাষাও সেই রকমের 'তারকাসুলভ'!
শেহ্বাগ-হরভজন-শ্রিশান্তের মতো বেয়াদবেরা যে দেশে তারকা ক্রিকেটার, সিধুর মতো হামবড়া বাচাল যে দেশের তারকা ভাষ্যকার; অদূর ভবিষ্যতে সে দেশের ক্রিকেটের মুহুর্মুহু পতন অবশ্য-অনিবার্য।
অধিক সন্ন্যাসীতে গাঁজন নষ্ট, অধিক তারকায় ক্রিকেট নষ্ট।
২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৭
নির্ণায়ক বলেছেন: Indiar test status cancel kora hok
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩
নিয়েল ( হিমু ) বলেছেন: ভাবছিলাম হনু ট্যাগ খাইছেন
তাই আসছিলাম পাশে খাড়াইতে ।আমিও খাইছিতো এই ট্যাগটা তাই
৪| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৪
আলতামাশ বলেছেন: indiya jitta gece
৫| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৫
ঠোঁট কাটা বন্ধু বলেছেন: তুমার বড় আব্বা ওয়াসিম আকরাম কি কইসে জান?
"ওরা (বাংলাদেশীরা) ২০ বছরে ক্রিকেট শিখতে পারে নাই। সাকলাইন কিভাবে ওদের ২০ দিনে দুসরা শিখাবে?" -----সাকলাইন এদেশের বোলিং কোচ হিসেবে আসার পর।
তুমার আরেক আব্বা ইউনুস খান কিকইসে জান?
"বাংলাদেশের ওয়ানডে স্ট্যাটাস বাতিল করে আফগানিস্তানকে দিয়ে দেয়া উচিত। আফগানরা ওদের চেয়ে অনেক ভাল খেলে।"-------আফগানিস্তানের সাথে একটি ওয়ানডে ম্যাচ জেতার পর।
৬| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩২
অসামাজিক সাব্বির বলেছেন: পাকিস্তানের আর ভারতের ওয়ানডে স্ট্যাটাস কেড়ে নিয়ে পাপুয়া নিউগিনিকে দিয়ে দেয়া হোক ।
৭| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯
গ্রাম্যবালিকা বলেছেন: এতো ভারত-পাকিস্তান নিয়ে পোষ্ট না দিয়ে বাংলাদেশের ক্রিকেটের উন্নতি নিয়ে কিছু বলতে পারেন।
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৭
নির্ণায়ক বলেছেন: Indiar test status cancel kora hok