নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাইকে স্বাগতম

ভাবতে ভালো লাগে

মো: মাইদুল ইসলাম সা'দ

জীবন থেকে অনেক কিছু শিখেছি। এখনও শিখছি....

মো: মাইদুল ইসলাম সা'দ › বিস্তারিত পোস্টঃ

সংকলিত কিছু কথা সাথে ভাবনা ফ্রি.........

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১১

জয় বাংলা!! জয় বাংলা!! জয় বাংলা!! (কারও বাপের/জামাইর না এইটা আমাদের)



কারও রচনা পরতে মন না চাইলে পড়বেননা।কারন এইটা বড় করে লেখা আর এইটা কারও কাছে রচনা হতে পারে>>

আমার কথাঃ

কথা হইল আমি আমজনতা কোন দলের না।বেজি (বেগম জিয়া) এইটা কি করলেন? প্রথমে বললেন সভা না করতে দিলে ৩দিন হরতাল।সভা করতে দিলো তারপর বলল আলোচনায় না বসলে ৩দিন হরতাল। ম্যাডাম বেজির ঘুম ভাঙ্গেনি তাই CALL দিয়া উনারে পাওয়া যায়নি পরে কথা বলার পরও ৩দিন হরতাল থাকলোই।হরতাল যখন দিবেন বলেই ঠিক করসেন তখন এত নাটকের কি দরকার ছিল? বিরোধীদলে থাকতেই কথার এত নড়নচড়ন ক্ষমতায় গেলে যে সাহারা খাতুনের ৪৮ঘণ্টারে কি করবেন আল্লাহ্‌ জানেন।

হে !!! মুজিব কন্যা আপনার প্রতি একটা অনুরোধ-- "আপনি এক কাজ করতে পারেন ম্যাডাম জিয়ার জন্য ১টা পালকি পাঠিয়ে দেন, উনাকে ওইটা দিয়ে গণভবন/সংসদ এ নিয়ে আসেন, তারপর আপনি কোলে করে উনাকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসিয়ে দেন, তারপর আপনার ১৪ গুষ্টি এই দেশ থেকে বিদেশে চলে যান "

আসলে এ ছাড়া উপায় নাই...শত হোক ম্যাডাম জিয়া এর নানার বাড়ির আবদার !!! আপনাকে রাখতেই হবে।

হাসিনার কাম দেইখা ভাবসিলাম এরশাদ কাকারে ভোট দিমু কিন্তু কাকার কোনখানেই জোর নাই তাই দুই মহিলার আঁচল ধরসে আর এইটা দেইখা ভাবলাম বেজিরে ভোট দিমু কিন্তু না হইলনা।ভাবতাসি নিজেই খারামু।কি কন???



'আজ শনিবার বেলা পৌনে দুইটা থেকে সোয়া দুইটা পর্যন্ত বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার টেলিফোনে ফোন করে কথা বলতে পারেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রীর ‘সাপোর্টিং স্টাফ’রা বিরোধীদলীয় নেতার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করেন। শিমুল বিশ্বাস জানিয়েছেন, রাত নয়টায় তিনি চেয়ারপারসনের কার্যালয়ে থাকবেন। ওই সময় ফোন করতে তিনি অনুরোধ করেছেন।'

মন্তব্যঃ বেক্কল প্রধানমন্ত্রী, এই খবরও রাখেন না দেশনেত্রী ঘুম থেইকা উঠেন কয়টায়!!!



আর হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী,

আপনার আমলে ইন্টারনেটের প্রসার ঘটলো, প্রযুক্তি খাতে উল্লেখযোগ্য উন্নতি ঘটলো।

প্রেমিক পুরুষদের পকেটের বারোটা বাজাইতে ভিডিও কল করার সুবিধাও দিলেন, দিলেন থ্রিজি।

আর সেই আপনিই কি না বিরোধীদলীয় নেত্রীর সাথে যোগাযোগ করার মাধ্যম হিসেবে বেছে নিলেন ভয়েজ কল!

তাইলে থ্রীজি দিয়া লাভটা কি হইলো? আরে বিরোধীদলীয় নেত্রীকে প্রযুক্তিপ্রেমী করার প্রচেষ্টা হিসেবেও তো একটা ভিডিও কল করতে পারতেন। নাকি আপনার স্মার্টফোন নাই? ল্যাপটপও কি নাই? কোনো থ্রিজি মোডেম? নাকি কলচার্জ একটু বেশি বলে কিপটামী করলেন?

হুহ, আপনারে যতোটা স্মার্ট ভাবছিলাম ততোটা স্মার্ট আপনি না।

গানটা আমার অনেক ভালোলাগে। লোম দাঁড়ায় যায়,রক্তের কণা ছুটতে থাকে,রক্ত টগবগ করে ফুটতে থাকেঃঃ

আবারও ভোর আবারও অপেক্ষায়।

আবারও জেগে ওঠ এখনি সময়।

আমার সোনার বাংলাদেশ এগিয়েই যাবে।

আবারও ঝাঁপ দিবেই এ মন নির্ভয়ে।

জানে এই পৃথিবী স্বাধীনতার ছবি আঁকা আমাদেরই হাঁতে।

মেঘের সেই নির্দেশ নতুনের বেশ শত আলো ভরা রাতে।

তাই গর্জে উঠ আবারও পেছনে ফেলে সামনে বারো জয় বাংলা বলে আগে বারো।

সময়ের লাগাম ধরে সামনে বারো।

আমার দেশের মাটির মানুষ পলিমাটির মন।

অনেক আশায় পথও চেয়ে আছে সারাটা জীবন।

দেবনা নিভতে ওদের আশার আলো।

বুকের ভিতর তাই আলোর মশাল জ্বালো!!

তাই গর্জে উঠ আবারও পেছনে ফেলে সামনে বারো জয় বাংলা বলে আগে বারো।

সময়ের লাগাম ধরে সামনে বারো।

জয় বাংলা বলে আগে বারো।

লিঙ্কঃ http://www.youtube.com/watch?v=SKZm_bJgq1U

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৩২

সাজিদ ঢাকা বলেছেন: পোষ্টে +++++++ জয় বাংলা!! (কারও বাপের/জামাইর না এইটা আমাদের)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.