![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ রাত ১২ টা থেকে আগামীকাল বিকাল
৫ টা পর্যন্ত সারাদেশে সকল প্রকার টেলিযোগাযোগ
এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকবে।
নিরাপত্তার স্বার্থে এটি প্রতি নির্বাচনেই করা হয় জনগণের।
তাই কেউ এটাকে ভিন্নভাবে নেবেন না।
-সূত্র বাংলানিউজ ২৪ + বাংলদেশ নির্বাচন কমিশন.....
তাই যার একজন আছে বা যার একাধিক/ততোধিক জান,পরাণ,কলিজা,পাখি আছে সবার সাথে কথা বলে নেন।নাইলে কিন্তু মনের উপোষ থাকা লাগবে।
বিঃদ্রঃ তাই যদি হয় তবে জাতি জানতে চায় এখন ১২টার বেশি বাজে।আমি স্ট্যাটাস দিলাম কেমনে আর মোবাইলে কল+ম্যাসেজই বা দিলাম কেমনে????
ফেবু লিঙ্কঃ Click This Link
২| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৬
খন্দকার আরাফাত বলেছেন: কাইলকা নির্বাচন নাকি ? আমি তো জানিইনা
৩| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৮
জেরিফ বলেছেন:
৪| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১২
হরিপদ কেরাণী বলেছেন: ভালো খবর। খুশির খবর!! ডিজিটাল বাংলাদেশের নমুনা।
৫| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৬
মেনন আহমেদ বলেছেন: আজব খবরের গজবী প্রতিফলন
৬| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৮
ঘাষফুল বলেছেন: কাইলকা নির্বাচন নাকি ? আমি তো জানিইনা :
৭| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৯
এক্স ফ্যাক্টর বলেছেন: dhur eyta ekta nirbachon hylo
৮| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:০০
পথ-হারা এক পথিক বলেছেন: এখন ২.১০মিনিট। এখনো তো সব ফকফকা। বিটিআরসি এই ব্যাপারে কোন নোটিশ দিয়েছে?
৯| ০৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:২৫
আমার জীবন বলেছেন: ভাইজান খবরের লিঙ্ক দ্যান
১০| ০৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:১২
েফরারী এই মনটা আমার বলেছেন: Click This Link
কবি বলেছেন,
পাগলের সুখ মনে মনে ,
রাইত হইলে তারা গুনে ।।
কবি উপরোক্ত কবিতায় একটি বিশেষ শ্রেনীর পাগলের বৈশিষ্ট্য বর্ননা করেছেন।
কি সেই বৈশিষ্ট্য?
এদের কথাবার্তা মোটামুটি স্বাভাবিকই থাকে।শুধু তারা কল্পনার জগতে বাস করে ,আর যা দেখে মুলতঃ সবই তার দাবী করে।ভাবটা এমন গোটা দুনিয়ারই বাদশাহ্ সে।রাস্তায় রাস্তায় ঘুরে বেরায়। রাস্তায় ছদ্মবেশে বেড়াছ্ছে প্রজাদের অবস্হা দেখার জন্যে। এ ভাবের জগতে থাকার কারনে সারাদিন সে খুব সুখে থাকে।ভাবতে থাকে রাতের বেলা সে তার রাজপ্রসাদে ফিরে যাবে।
কিন্তু যখন রাতের বেলা হয় তখন ফুটপাতে শুয়ে আকাশের তারা গুনে।
এই হইলো Mango peaple....। আমরা ৫ বছরে একবার কোন একটা মার্কায় সীল মারার সুযোগ পেয়ে ঐ পাগলের মতো নিজেকে দেশের মালিক মনে করি।বাকি ৫ বছর রাস্তায় রাস্তায় ঘুরি।
১১| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৩৩
নিয়েল হিমু বলেছেন: আবালেরা কোন দেশের নাগরিক ? @ নির্বাচন যারা জানেই না
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪০
নিয়েল হিমু বলেছেন: আপনিই তো পোষ্ট দিলেন ১২:৩৮ এ !!!!!!!!