![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ তার নিজের মানবিক গুন তা হারিয়ে ফেলেছে, মানব সভ্যতাই আর মানুষ বাস করে না।সবাই কি নরপশু হয়ে গেছে!দেশের আবাল জনগণ হয়ে আমি আমরা কদিন বেচে থাকব?আমাদের নেক্সট জেনারেশন কে আমরা কি দিয়ে যাব!এই তনু মত হাজার মেয়ের অত্যাচার,ধর্ষণ,হত্যা। বিবেকের ময়লাটা এবার ঝেড়ে ফেলেন না? নপুংসক হয়ে আর কতদিন?কতদিন আর ব্লগ,ফেবুতে নিজেদের প্রতিবাদি ভাষা লিখব?কত দিন আর প্রতিবাদী মিছিল করব?প্রেসক্লাব সামনে কতদিন আর মানববন্ধন করব?
আজ ধর্ষকেরা একটার পর একতা ধর্ষণ করেই যাচ্ছে, খুনিরা একটার পর একটা হত্যা করে চলছে।৯মাস যুদ্ধ করে এই আমার স্বাধীন দেশ? এই আমার লাল সবুজের পতাকা?
আমি আর বিচার চাই না,বিচার বিভাগ অন্ধ,আমি আর প্রশাসন চাই না,আইন সবার জন্য সমান!আইন,প্রশাসন,বিচার বিভাগ,এই গুলো আমাদের জন্য না,এ গুলো সুশীল সমাজের, ভি আই পি দের,মন্ত্রী মিনিস্টার দের। কি হবে তনু হত্যার বিচার চেয়ে,আমি বিচার চাই না,চাই শুধু নরপশু কে, কুত্তার বাচ্চাকে,আমাদের বাধ্য করছে এই অপরাধ গুলো,, হাতে অস্ত্র ধরতে! [img|
২| ২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১৫
মাইমম সজীব বলেছেন: ভাইরে আর আবেক নিয়ে চলতে পারছি না
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৯
সোজোন বাদিয়া বলেছেন: আপনার ক্ষোভের সাথে একাত্মতা।