![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতা হয়তো খুব সহজে মানুষকে ছুঁতে পারে অত্যন্তপক্ষে আমার ক্ষেত্রে তাই। আমি মোঃ মাইনুল হোসেন, জীবনটাকে সহজভাবে দেখতে পছন্দ করি। বর্তমানে একটি বেসরকারী প্রতিষ্ঠানের মানব সম্পদ বিভাগে কর্মরত আছি।
নাম নাইবা বলি, ছদ্মনামে আদর করে আমি ডাকি দুলি
উজ্জ্বল শ্যামবর্ণের কালো কেশধারী,
সম্মোহনকারী ধূসর চোখের অধিকারী
যেন অলীক কল্পনার প্রণয়ী ।
চোখে যেন কি এক মোহ তার ,
ও চোখে, একবার পড়লে চোখ
শত পথিক বিভ্রমে হারাতে পারে পথ ।
কিছুটা রাগাটে- মেজাজি দেখতে হলেও
বরং এর উল্টোটাই ও,
মিষ্টি হাঁসির বন্ধুসুলভ একটা মেয়ে ।
দেখলেই যেন ইচ্ছে করে ভালোবাসি,
ইচ্ছে করে, জগতের সমস্ত সুখ এনে
পাপোষ করে দেই ওর পায়ের।
ধ্যাণ করি ওর ভালোবাসার ।
ভালোবাসি ।
এ কথাটা বলতে গিয়ে কতটা বার যে আমি পিছপা হয়েছি,
আড়াল করেছি ভালোবাসা কে..
চার বর্ণের এই শব্দটি বলতে
হয়তো একটু বেশিই দেরী করে ফেলেছি ।
©somewhere in net ltd.