![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতা হয়তো খুব সহজে মানুষকে ছুঁতে পারে অত্যন্তপক্ষে আমার ক্ষেত্রে তাই। আমি মোঃ মাইনুল হোসেন, জীবনটাকে সহজভাবে দেখতে পছন্দ করি। বর্তমানে একটি বেসরকারী প্রতিষ্ঠানের মানব সম্পদ বিভাগে কর্মরত আছি।
এ শহরের রাস্তায় নামে বুল্ডোজার, মাথা থেতলে দিয়ে
সৃষ্টি হয় রক্তের নদী, স্রোত ভাসিয়ে নিয়ে যায়
কিশোর মনের বিপ্লব,
সব সত্য হয়ে যায় অসত্য।
এ শহরে হেলমেটধারীরা পায় বীরের খেতাব,
আর ঐ যে কিশোর বাঁচার দাবীতে
যে নেমেছিল রাস্তায়, চোখে গুলি খেয়ে যে বরণ করেছে অন্ধত্ব,
রাষ্ট্রীয় শিলমোহরে সেখানে লাগানো হয় গুঁজবের তকমা।
এ এমন এক শহর, যে শহরে বিনা বিচারে খুন হয়,
গুম, হত্যা, ধর্ষণ যে শহরের নিত্য সঙ্গী, যে শহরে প্রতিবাদ
করা নিষেধ, যে শহরের প্রতিটি ইটে লেগে আছে নিরীহের রক্ত,
যে শহরে কিশোরীর বুকে থাবা দেয় সোনার ছেলেরা, আর
ধর্ষিতারা বিচার চাইলে ধর্ষিত হয় আরও একবার।
এখানে অট্টহাসিতে ফেটে পড়ে আদমখোর, কুৎসিত
চেহারায় খেলতে নামে রক্তের সেই আদিম খেলা।
তবু নীরব থাকে রাষ্ট্রকর্তা, রক্তমাখা হাত নিয়ে অকপটে
বলে উঠে শান্তির বার্তা।
২| ০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:০৫
সাইন বোর্ড বলেছেন: সময়কে তুলে ধরার প্রয়াস, ভাল লাগল ।
৩| ০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:১৪
মোঃ মাইনুল হোসেন তুষার বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা নিবেন।
৪| ০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:১৭
মোঃ মাইনুল হোসেন তুষার বলেছেন: প্রয়াসের চাইতেও সময়টা অনেক কঠিন। শুভেচ্ছা ও ভালোবাসা।
৫| ০৯ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৯
Rubel Pervez বলেছেন: আপনার পোষ্টার ঠিক দুটি পোষ্ট উপরের পোষ্টি পড়ার অনুরোধ করছি, আমার মনে হয় অজানা অনেক কিছু জানতে পারবেন (৷হাসান কালবৈশাখী | ০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩১)
৬| ০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: সত্য বলা মহাপাপ!!!
আজ মিথ্যার জয়জয়কার চারিদিকে!
সভ্যতা আজ মৃত! ধর্ম আজ কোমায়
মাথা নীচু করে মরতে না পারা ভেড়ার পাল
পরবর্তী শিকার হবার অপেক্ষায় বিকারহীন!
কবিতায় ভাল লাগা
+++
৭| ০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লেগেছে। +
২৯ শে মার্চ, ২০২১ বিকাল ৩:০৮
মোঃ মাইনুল হোসেন তুষার বলেছেন: ভালো লেগেছে জানতে পেরে খুশি হলাম। মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভেচ্ছা নিবেন।
৮| ০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩২
মোঃ মাইনুল হোসেন তুষার বলেছেন: প্রয়োজন যেখানে প্রগাড় সত্য সেখানে উপেক্ষিত ।
মিথ্যার প্রয়োজনে সত্য লুকায়, ধর্ম থাকে নিষ্প্রাণ ।
৯| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪২
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
©somewhere in net ltd.
১|
০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:০০
বিজন রয় বলেছেন: খুবই সমসাময়িক কবিতা।
অনেক ভাল হয়েছে।