![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতা হয়তো খুব সহজে মানুষকে ছুঁতে পারে অত্যন্তপক্ষে আমার ক্ষেত্রে তাই। আমি মোঃ মাইনুল হোসেন, জীবনটাকে সহজভাবে দেখতে পছন্দ করি। বর্তমানে একটি বেসরকারী প্রতিষ্ঠানের মানব সম্পদ বিভাগে কর্মরত আছি।
মিথ্যের অস্পষ্ট সত্য অবাস্তব নয়, খুঁজে দেখ।
অন্ধকারের আলোয় নিমগ্ন অতীত পথ খোঁজে
ভয়ে ! না বিশ্বাসে !
তুমি দেখে রেখো, তোমার সংকীর্ণ হৃদয়জুড়ে
বাস করা হানাদের জাতিসংঘের বৈঠকে।
আন্তরাষ্ট্রীয় কন্দল কিংবা মীমাংসার টেবিলে
তোমার কটূনীতি যদি লাগাম টানে বিপ্লবের
ভুলে যাব তোমাকে, ভুলে যাব তুমি আমাদের।
জেনে রেখো শিকারী নই, তবে নেশাটা আছে।
২৪ শে মে, ২০২১ সকাল ১১:৫৮
মোঃ মাইনুল হোসেন তুষার বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৩ শে মে, ২০২১ বিকাল ৫:০৯
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।