![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুখের মধ্যে যে তিল হয়, ওটাকে ইংরেজীতে কি বলে? কেউ দয়া করে বলবেন কি?
বা এই যেমন অভিনেত্রী দিতির মুখে একটা আছে, তবে এটা বড়, এটাকে মাস নাকি কি জানি বলে, আমি আসলে ওটার বাংলাও জানি না মনে হয়। এই দুটোরই ইংরেজী শব্দটা জানা দরকার। কেউ জানলে দয়া করে বলবেন কি?
২| ০৮ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:৫১
বিপরীত স্রোত বলেছেন: mole
■ a small dark blemish on the skin caused by a high concentration of melanin
০৮ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:৫৬
রোকসানা খাতুন লিজা বলেছেন: mole সম্ভবত বড়টাকে বলে , যেটা অভিনেত্রী দিতির মুখে আছে।
আপনাকে ধন্যবাদ।
আর তিলকে (মুখের) কি বলে জানেন?
৩| ০৮ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:০০
রাকিব বলেছেন: মুখের তিল হচ্ছে blackhead. আচিঁল হচ্ছে wart.
০৮ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:০৭
রোকসানা খাতুন লিজা বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৪| ০৮ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:১৩
আবু সাঈদ আহমেদ বলেছেন: নীচের ঠোটের নিচে যে তিল থাকে তাকে বিউটি স্পটও বলে। বিপরীত স্রোত আর রাকিব ভাই যা বলেছেন সেটাই ঠিক।
ভাই হঠাৎ তিল নিয়ে এতো ব্যস্ত হয়ে উঠলেন!! মহাকবি হাফিজ'তো প্রেমিকার মুখের তিলের বদলে একটা প্রদেশ দিয়ে দিতে চেয়েছিলেন। (ভীমরতি আর কাকে বলে!! আপনাকে বলি নাই, মহাকবি হাফিজের উদ্দেশ্যে বললাম)
০৮ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:১৭
রোকসানা খাতুন লিজা বলেছেন: এই এমনিতেই,
প্রেমিকার তিল নিয়ে কি মহাকবি হাফিজ কবিতা লিখেছেন নাকি ওমর খৈয়াম?
ধন্যবাদ
৫| ০৮ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৩৯
ত্রিশোনকু বলেছেন: হাফিজ।
০৮ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৪৬
রোকসানা খাতুন লিজা বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ, হাফিজের ঐ কবিতাটা কোথায় পেতে পারি , দয়া করে বলবেন কি?
০৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:১৫
রোকসানা খাতুন লিজা বলেছেন: আমি পেয়েছি, ধন্যবাদ।
If that Shirazi beauty would take my heart in hand
I would give Samarkand and Bokhara for his black mole
৬| ০৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:১৭
হাসান বৈদ্য বলেছেন: কাল বিন্দুর মত যেটা,। সেটা তিল। তিল যেখানেই হউক না কেন, সেটা -mole
ছবিতে দিতির মুখে যেটা, সেটা মাস ( এক ধরেনর উপমাংস) । সাধারণ অর্থে মাস বলতে মাংস বুঝায়। বিউটি স্পট অর্থে যে মাস, তার ইংরেজী ডাক্তারী ভাষায়- condylomata
প্রিয়ার মুখমণ্ডলের তিলের জন্য, তৈমুর লংএর রাজধানী সমরকন্দ এবং তারই অার একটি রাজ্য বুখারা, বিলিয়ে দিতে চেয়েছিলেন কবি হাফিজ, ওমর খৈয়াম নয়। এ জন্য হাফিজকে তৈমুরের কাছে কইফিয়ত দিতে হয়েছিল।
হাফিজ মাসই বুঝাতে চেয়েছেন। কারণ তিল মুখের সৌন্দর্য বৃদ্ধি করে না, মাস সৌন্দর্য বৃদ্ধি করে।
০৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:২৭
রোকসানা খাতুন লিজা বলেছেন: আরো অনেক কিছু জানলাম, ধন্যবাদ আপনাকে।
৭| ০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:৪৪
তায়েফ আহমাদ বলেছেন: তিল বিশেষজ্ঞদের আনাগোনায় ব্লগ ধন্য।
৮| ২৮ শে আগস্ট, ২০১১ দুপুর ১২:১৮
ফয়সাল খালাসী বলেছেন: খুব উপকার পাইলাম। কারন আমিও এই তিলের ইংরেজী অনেক খুজঁতেছিলাম
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:৪৭
লালসালু বলেছেন: জানি না তবে দেখতে ভালই লাগে