![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন খারাপ হলে, প্রচন্ড রাগ, ক্ষোব বা হতাশা গ্রাস এমনকি টেমপারেচার বেড়ে ফারেন হাইটে গিয়ে ঠেকলে কি করেন? কেউ হয়ত হাতের কাছে যা পায় তাই ছুঁড়ে মারেন, কেউ পানির গ্রাস ভেংগে শান্ত হন, কেউ পেপার ছেড়েন, কেউ নিজের মাথার চুল টেনে ছেড়েন, কেউ বকাবকি করে সারা মহল্লা অস্থির করে তোলেন, কেউ বাসা থেকে বের হয়ে নির্জন জায়গায়ে একেবারে নেটওয়ার্কের বাহিরে চলে যান। কেউ খুব সাজুগুজু করেন (যা আমি করি)। বিবাহিত পুরুষরা অনেকে বউ পিটায়। কেউ আবার হতাহতের মত জঘন্য ঘটনাও ঘটায় এবং আত্ম হত্যা করেন। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তার রাগ ক্ষোব প্রকাশ করেন।
আজ আমার মন খুব খারাপ। এতটাই খারাপ যে সহজাত স্বভাব সাজুগুজুতে কুলাচ্ছেনা। তাই সিদ্ধান্ত নিয়াছি আত্মহত্যা করব। কিন্তু সাহস পাচ্ছিনা। আত্মহত্যার কয়েকটা উপায় নিয়ে ভেবে দেথেছি। কিন্তু সবগুলোতে দম বন্ধ হয়ে আসে। অবশেষে সিদ্ধান্ত নিলাম একজন পেশাদারী খুনী ভাড়া করব, যে আমাকে খুন করে বীরদর্পে পালিয়ে যাবে। এর জন্য দরকার পর্যাপ্ত অর্থ। কিন্তু এতো টাকা আমি কোথায় পাই? যত মুশকিল তত আহ্সান। পরিচিত এক ব্যাংক কর্মকর্তা স্বল্প সুদে ঋণ দিতে চেয়েছেন। কিন্ত তার জন্য দরকার একজন নির্ভর যোগ্য ব্যাংক গ্রান্টার। যিনি আমার অবর্তমানে সুদসমত পুরা ঋণ পরিশোধ করবেন।
২| ০১ লা নভেম্বর, ২০১৬ দুপুর ১:৪৩
মাজুবিবি বলেছেন: ধন্যবাদ! সত্যই আপনি মহান।
©somewhere in net ltd.
১|
০১ লা নভেম্বর, ২০১৬ দুপুর ১:৩৭
মোঃ শরিফুল হাসান সবুজ বলেছেন: আমি ব্যাংক গ্যারান্টি দিব। তার আগে আমারে নমিনি করে একটা ইন্স্যুরেন্স করেন।