নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উল্টা পাল্টা

যত সব উল্টা পাল্টা চিন্তা, ভাবনা, ধ্যান ধারনা

চারশবিশ

চোরের মন পুলিশ পুলিশ

চারশবিশ › বিস্তারিত পোস্টঃ

████ নাম বিভ্রাট ████

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৮

১। পরিচিত এক অফিসে বসে আছি,

সুন্দরি রিসিপসনিষ্টের কাছে বিভিন্ন লোকজন আসতেছে, কথা বলতেছে

এরই মধ্যে একজন লোক আসল ঐ অফিসের এক বিদেশির জন্য কিছু গিফ্ট নিয়ে,



এসে জিজ্ঞাসা করল, জিবরাইল সাহেব আছেন



রিসিপসনিষ্ট চড়ম ভাবে ঘাবরিয়ে গেল, বলল জিবরাইল কে?



আসলে ঐ অফিসের ফরেইনারের নাম ছিল গ্যাবরিয়েল



২।

অফিসের কাজে মাঝে মধ্যে এডওয়ার্ড সাহেবের কাছে যেতে হয়

ওনার কাছে গেলে রিসিপসনে বসে কাজগুলি সারতে হয়।

এরকমই একটি জরুরি কাজ নিয়ে দুইজনে আলাপ করছিলাম

এর মধ্যে কুরিয়ার সার্ভিস থেকে এক লোক এসে বলল ইডিয়ট সাহেব আছেন ওনার জন্য পার্শেল আছে



ঐ সময় এডওয়ার্ড সাহেবের চেহারা দেখার মত হয়ছিল



৩।

দে বাবু কাজের জন্য প্রায়ই আমাদের অফিসে ফোন করতেন,

আমাদের অফিসের সবাই ওনার কন্ঠ ভাল ভাবে চেনেন

একদিন টেবিলে বসে কাজ করছি

হঠাৎ শুনি নতুন পিওন ফোনে কাকে যেন বলছে



কি দিতাম?

...........



কইতাছি তো কি দিতাম?



আমি বুঝতে পেরে তারাতারি ফোনটা ওর হাত থেকে নিয়ে নিলাম



আসলে ওটা ছিল দে বাবুর ফোন উনি সবসময় ফোন করে বলতেন - হ্যালো দে বলছি



৪।

কুলিয়ারচর ফ্যাশনের সাথে বেশ ভাল কাজ হত আমাদের

কাজের খাতিরে প্রায়ই ম্যানেজারের সাথে ফোনে কথা বলতে হত

ওখানে ফোন করে বলতাম হ্যালো এটা কি কুলিয়ারচর ফোনটা ওমুককে দেন



এরকম একদিন ফোন করলাম, বললাম হ্যালো এটা কি কুলিয়ারচর

ফোনটি ক্রস কানেক্শন হওয়াতে



ওপাশ থেকে উত্তর এলো, না এটা ঢাকা



৫।

আমার ফুফাতো ভাইয়ের নাম এরশাদ

সবার কুশলাদি জানার জন্য মাঝে মধ্যে ওকে ফোন করতাম



এরকম একদিন ফোন করলাম, বললাম হ্যালো এরশাদ আছে

ফোনটি ক্রস কানেক্শন হওয়াতে



ওপাশ থেকে উত্তর এলো, না ভাই উনিতো এখন জেলে



আমার আগের পোষ্ট

দেখি স্যানিটারি ন্যাপকিন দিয়ে মুখ মুছতেছে

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪

নীড় ~ বলেছেন: ভালই লাগলো

০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪১

চারশবিশ বলেছেন: ধন্যবাদ

২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৬

s r jony বলেছেন:
হে হে হে
সাত সকালে চরম হাসালে
৩য় ভাললাগা ++++++++

০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪০

চারশবিশ বলেছেন: হাসা স্বাস্থের জন্য ভাল, দেইখেন সারাদিন ভাল যাইব

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৪

সমুদ্রচারী বলেছেন: ভালৈছে +

০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪২

চারশবিশ বলেছেন: আপনিও একটু হাইসা লন

৪| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১১

তারান্নুম বলেছেন: ভাল লাগলো
++

২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৩

চারশবিশ বলেছেন: অনেক ধন্যবাদ

৫| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫৩

কালোপরী বলেছেন: =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.