![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১।
যখন যমুনা নদির উপর ব্রিজ ছিলনা তখন আরিচা ফেরি পারাপারে বিরম্বনায় পরেনি এমন লোক খুব কমই আছে
একটা ফেরিতে প্রায় ২০-২২ বড় বাস নিয়ে চলাচল করত
ফেরিতে সবচেয়ে বেশি সমস্যা হত বাচ্চাদের নিয়ে। তেমনই এক বাচ্চা বাসের ভিতর প্রচন্ড কান্না জুড়ে দিয়েছে বয়স হবে এক কি দের বছর, মা কোন ভাবেই সামলাতে না পেরে বাচ্চাকে তার বাবার কোলে দিয়ে বলল ওকে চর দেখাও তাহলে থেমে যাবে
বাবা তার কথায় অবাক হয়ে গেল, কিন্তু বাচ্চাকে তো থামাতে হবে তাই মা এর কথা মত বাচ্চাকে চর দেখিয়ে বলল থাম্ থাম্
এদিকে মা দিশেহারা হয়ে বাচ্চার বাবাকে থামিয়ে বলল থামো থামো কি কর আমি কি এই চর দেখাতে বলেছি আমিতো বাইরে গিয়ে নদির চর দেখাতে বলেছি
২।
ঈদের আগে দেশে যাওয়া যে কি কষ্টকর একমাত্র ভূক্তভোগিরাই বলতে পারবেন। কোন কোন বাসের ভিতরে এবং ছাদে সমান সমান লোক থাকে।
যাই হোক দেশে যাচ্ছি, প্রচন্ড গরম পরেছে তারমধ্যে বাসের ভিতরে লোকজনের গাদাগাদি, অনেক লোক দাড়িয়ে আছে কিছু লোক বসেছে ইন্জিনের উপর, তাদের মধ্যে একজন বসেছে ড্রাইভারের দিকে পা দিয়ে তাতে ড্রাইভারের গাড়ি চালাতে সমস্যা হচ্ছে, তাই ড্রাইভার তাকে পা সরানোর বলল কিন্ত সে ঠিক মত শুনতে পায়নি ।
ভাপশা গড়ম আর এইরকম পরিস্থিতিতে কে যেন তিব্র গন্ধযুক্ত গ্যাস ছেরেছে, গন্ধে বাসের মধ্যে সবার অবস্থা কাহিল
ওদিকে ঐসময়েই ড্রাইভার ঐ লোককে ধমক দিয়ে বলল,
ঐ মিয়া অন্য দিকে পা দেন
লোকটাও ছিল ঘাড়তেরা বলল, কারে কি কন, এই পাদ কি আমি মারছি, বুইঝা শুইনা কথা কইবেন কইলাম
রিয়েল লাইফ জোকস্ - পর্ব - ১
রিয়েল লাইফ জোকস্ - পর্ব - ২
২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৭
চারশবিশ বলেছেন:
২| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪০
doha057 বলেছেন: ঐ মিয়া অন্য দিকে পা দেন
লোকটাও ছিল ঘাড়তেরা বলল, কারে কি কন, এই পাদ কি আমি মারছি, বুইঝা শুইনা কথা কইবেন কইলাম
হাহাহাহাহাহা
২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৮
চারশবিশ বলেছেন:
৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৯
আহসান২০২০ বলেছেন: হাসি আসিতেছে।
২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৮
চারশবিশ বলেছেন: হাসি আসলে হাইসা লন
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
যাযাবর৮১ বলেছেন:
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৬
মো: আতিকুর রহমান বলেছেন: hahaha onnodike paden a +