নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উল্টা পাল্টা

যত সব উল্টা পাল্টা চিন্তা, ভাবনা, ধ্যান ধারনা

চারশবিশ

চোরের মন পুলিশ পুলিশ

চারশবিশ › বিস্তারিত পোস্টঃ

ξ বাইদানিদের কাছে কিভাবে ধরা খাইলাম ξ

১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১০

দুপুরে ভাত খাইতে বাসায় গেছি,

গেটের বাইরে দাড়িয়ে আছি দড়জা খোলার অপেক্ষায়

দুরে দেখলাম একদল বাইদানি আসতেছে

আমাকে দেখে কয়কজন পিচ্চি বাইদানি দিল দৌড়

দড়জা খুলতে দেরি হওয়ায় আটকিয়ে গেলাম, ততক্ষনে সব বাইদানি এসে পরেছে, ভিতরে ঢুকে দড়জা আটকাতে যাব ওরা সবাই মিলে ধাক্কা শুরু করল, এর মধ্যে একজন দড়জার ফাক দিয়ে সাপের মাথা ঢুকিয়ে দিল, ভয়ে দরজা একটু ফাক করতেই একজন দড়জার ফাকে পা ঢুকিয়ে দিল, দরজা আর লাগাতে পারলাম না



বাইদানি - কিরে ভাই আমাদের দেখে পালাচ্ছিস কেন

আমি - না পালাতে আর পারলাম কই



বাইদানি - তুই কি আমাদের দেখে রাগ করছিস

আমি - না রাগ করি নাই



বাইদানি - ভাই আমাদের এক নেংরা বোনের বিয়ে হবে কিছু টাকা দে

আমি - আচ্ছা দিচ্ছি দরজাটা বন্ধ করে নিই



বাইদানি - আমাদের এত ঘেন্না করিস কেন আমরা কি মানুষ না

আমি - ঘেন্নার কথা না, আমি দড়জা ফাক দিয়ে দিচ্ছি



বাইদানি - আমরা ছোট জাত বলেই এরকম করবি, তোর মাথা অনেক গরম, তোকে একটা গাছ দিব মাথা ঠান্ডা হয়ে যাবে

আমি - না গাছ লাগবেনা



বাইদানি - আচ্ছা ভাই না নিস তোর নেংরা বোনের বিয়ের জন্য কিছু টাকা দে

আমি - ম্যানি ব্যাগ বের করে দেখলাম ২০-৩০ টাকা আছে নাকি, ভাংতি টাকা নাই, ৫০, ১০০ ও ৫০০ টাকা আছে, বললাম ভাংতি টাকা নাই উপরে গিয়ে টাকা আনছি



বাইদানি - তুই কি আমাদের উপর রাগ করছিস

আমি - হাঁ রাগ করছি



বাইদানি - তাহলে তো তোকে গাছ নিতে হবে

আমি - বললামতো গাছ লাগবে না, উপড়ে গিয়ে ভাংতি টাকা আনছি



বাইদানি - আমার কাছে ভাংতি আছে কত টাকা দিবি

আমি - ২০ টাকা দিব, ৫০ টাকা দিচ্ছি ৩০ টাকা ফেরত দেন



বাইদানি - ভাই খুচড়া টাকা অনেক হইছে তুই ৫০০ টাকা দে আমি ৪৮০ টাকা ফেরত দিচ্ছি

আমি - ৫০০ টাকা দিয়ে বললাম ৪৮০ টাকা ফেরত দেন



বাইদানি - ৪৮০ টাকা ও আমার ৫০০ টাকা হাতের ভিতরে রেখে বলল ভাই এই ৫০০ টাকাটা ময়লা তোর ম্যানিব্যাগে নতুন ৫০০ টাকা দেখলাম ওটা দে আর এই ৯৮০ টাকা ফেরত নে

আমি - ম্যানিব্যাগ থেকে নতুন ৫০০ টাকাটা বের করতে যেয়েই ওদের চালাকিটা ধরে ফেললাম, বললাম আমার আগের ৫০০ টাকাটা দেন



বাইদানি - ভাই তুই আমাদের এতই অবিশ্বাস করিস, তোর সামনেই তো টাকাগুলা ধরে আছি তুই নতুন ৫০০ টাকাটা দিলেই আমি এগুলো দিয়ে দিব

আমি - বুঝতে পারলাম ৫০০ টাকা ধরা খাইলাম নতুনটা দিলে ওটাও ধরা খাব বললাম না আগে ওগুলো দেন তারপর নতুন টাকা



বাইদানি - ভাই তুই আমাদের বিশ্বাসের মুল্য রাখলি না তোর সাথে আর কোন কথা নাই, এই বলে সবগুলি হাসতে হাসতে চলে গেল

মন্তব্য ৪১ টি রেটিং +১/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৮

সত্যচারী বলেছেন: B-))

১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৬

চারশবিশ বলেছেন: হাসেন আরও হাসেন

২| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৮

সামুরাই হান বলেছেন: 100 porzonto dhora khaici aki ghotona..

১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৬

চারশবিশ বলেছেন: বুঝবার পারি নাই এমনটা হবে

৩| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৩

স্বাধীন জামিল বলেছেন: আমি ১০০ পর্যন্ত ধরা খাইছি।

১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৭

চারশবিশ বলেছেন: তাইলে আমি একা না

৪| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪২

শিপু ভাই বলেছেন: B-)) B-)) B-)) B-)) B-)) B-))

৫| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৩

শিপু ভাই বলেছেন:
আমারে কয়- তোরে শাহরুক খানের মত লাগতাছে!!!



১০ট্যাকা দে!!! :P

১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৮

চারশবিশ বলেছেন: আমারে কয়, তুই এত সুন্দর তোর মনতো সুন্দর না

৬| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৮

শিব্বির আহমেদ বলেছেন: একটাকাও জিন্দেগিতে ধরা খাই নাই । B-)) B-)) B-))

১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৮

চারশবিশ বলেছেন: বাইচ্যা গেছেন

৭| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৩

শাকিল ১৭০৫ বলেছেন: B:-/ B:-/

১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৯

চারশবিশ বলেছেন: আপনার পালা আইলে বুঝবেন

৮| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৫

মুহসিন বলেছেন: ওরা খুব চালু।

১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১০

চারশবিশ বলেছেন: এমন এমন কথা কয়
বিভ্রান্ত করে ফেলে

৯| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৭

আলো আধাঁর বলেছেন: চারশবিশ ও ধরা খায় B:-)

১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১১

চারশবিশ বলেছেন: সেরের উপড় সোয়াসের থাকতে পারেনা

১০| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৫

মান্ুষ মরণশীল বলেছেন: ami 100tk aivabe dora khaisilam, akhon samnei aste deina

১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৮

চারশবিশ বলেছেন: আমি মনে করছি আমি একাই

১১| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০১

লিন্‌কিন পার্ক বলেছেন:

বাইদানি , হিজড়া আর পাগল থেকে ১০০০ হাত দুরে থাকি !! এর পরও একদিন বাইদানি রাস্তায় আটকায়া মানিব্যাগের সব টাকা নিয়া গেছিল পরে হেঁটে বাসায় আসছি -___-

১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৯

চারশবিশ বলেছেন: আমি মনে করছিলাম আমিই সবচেয়ে বড় বলদ

১২| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৮

ভিটামিন সি বলেছেন: আমিও টাকা দেই নাই কাউকে। একবার এক হিজরাকে মারতে চাইছিলাম। শীতের রোদে ভাইগ্নাকে কোলে নিয়ে বসে আছি, ওরা আসছে শুনে ঘরের ভিতর চলে যাচ্ছি। পিছন পিছন একটা ঘরে ঢুকা শুরু করছে আর বলছে ছেলেকে কোলে দে দোয়া করে দিই। আমি দেই না। তখন ক্লাশ ৮ এ পড়ি। ততক্ষনে আম্মা, আপা পিছনে চলে এসছে। আমি দিতে চাই না, তারা জোর করে নিবে। মাথায় উঠল রাগ। পাশে ছিল বাশের মোটা এক লাঠি। বাচ্চাকে বিছানায় রেখে, দরজা আগলে দাড়িয়ে বাশের লাঠি নিয়ে দাড়িয়ে গেলাম। একটা এগিয়ে এসে বলে মার মার। মারতে যাবো তখনই আম্মা আমাকে ধরে ফেলে।

১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৯

চারশবিশ বলেছেন: হিজরারা সবচেয়ে বেশি বিপদজনক, বড্ড বাচা বাচছেন

১৩| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৪

অর্ধমানব ও অর্ধযন্র বলেছেন: আল্লাহ বাচাইছে সাপের কামড় খান নাই... এখনও নিরাপদ... তবে হিজরা ধরসিলো ৫০ টাকা দিয়া ছাড়া পাইছি... মোবাইল নিয়েছিল কিন্তু ঝারি দিসি আর একজনরে ধরে রাখছিলাম তাই সাথে সাথে ফেরত পাওয়া গেছে...

১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪২

চারশবিশ বলেছেন: আপনার অনেক সাহস, হিজরাদের ঝারি দিছেন

১৪| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৪

পথিক মানিক বলেছেন: B-)

১৫| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৭

পথিক মানিক বলেছেন: B-)

১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৩

চারশবিশ বলেছেন: ফান্দে নিশ্চয় পরেননি

১৬| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫০

েমাঃআব্দুল্লাহ আল-আিমন বলেছেন: ওরা যখন কাওরে ধরে সাপের চাইতেও ওরা বেশি কিলবিল করে।

১৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০০

চারশবিশ বলেছেন: ঠিক কইছেন

১৭| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৪

চুক্কা বাঙ্গী বলেছেন: জীবনে প্রথমবার ডেটে যেয়ে ধরা খাইসিলাম। গর্লফ্রেন্ড নিয়া লেকের পাড়ে বসে আড্ডা দিচ্ছি এমন সময় আইসা বলে- ''শাবনুরের মত =p~ ছুন্দর বোনটিকে লিয়া বসে আছিস। দে ট্যাকা দে!'' মানিব্যাগ খুলে খুচরা না পেয়ে ১০০ টাকার ধাক্কা। কি আর করা!!
আর একবার ধরসিল মিরপুর ১০ এর সামনে। আমার মেজাজ তখন ভয়ানক খারাপ হয়ে ছিল। রাস্তা দিয়ে হেটে যাচ্ছি দেখি দুই হাত বাড়ায় রাস্তা আটকানোর চেষ্টা করছে। টাকা না দিলে যেতে দিবে না। বিভিন্ন কারনে মেজাজ তখন খারপ ছিল। ভয়ানক ঝাড়ি দিলাম। রাস্তা ছেড়ে দিল।

১৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০১

চারশবিশ বলেছেন: তাহলে এই ব্যাপারে আপনিই গুরু

১৮| ১৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

তুষার মানব বলেছেন: B-)) B-)) B-)) B-))

২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৫

চারশবিশ বলেছেন: হাসেন আরও হাসেন

১৯| ১৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

একাকী বালক বলেছেন: একবার শান্তিনগর দিয়া আইতেছি। ভয়াবহ মেজাজ খারাপ। চরম গরমের দিন। কয়েকটা মেয়ে আইসা কয় ট্যাকা দেন। কইলাম ট্যাকা দিমু কেন? কয় যে অভিসাপ দিমু। কইলাম অভিসাপের খেতা পুরি। আমি হেগো মুখের দিকে তাকায় ছিলাম। খেয়ালই করি নাই বাক্স খুইলা সাপ ধরছে আমার পেট বরাবর। সাপ দেইখা ঘুইরা দিলাম জোরে হাটা (দেীড় ও কইতে পারেন) =p~ =p~

২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৬

চারশবিশ বলেছেন: সাপেতো ভয় লাগেনা
তয় কেমুন জানি লাগে

২০| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫১

s r jony বলেছেন: আমার চেহারা এমনই "বদ-খদ" যে আমাকে দেখলেও ওরাই ভয় পায়, তাই কাছে আসে না।

=p~ =p~ =p~ =p~ =p~ =p~

২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৭

চারশবিশ বলেছেন: তাইলে ওদের দেখলে উল্টা আপনিই টাকা চাইবেন

২১| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:০২

মুহিব বলেছেন: তাদের দূর থেকে দেখলে মায়া লাগে। কাছে আসলেই বিরক্ত লাগে।

২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৯

চারশবিশ বলেছেন: ওদের ফান্দে একবার পরলে
দূর থেকে দেখলেও মায়া লাগবে না

২২| ০৮ ই মে, ২০১৩ সকাল ৭:২৫

দেহঘড়ির মিস্তিরি বলেছেন:
আমিও ভুক্তভুগি , তয় আপনার মত এত বড় ধরা খাই নাই
হালকার উপর পার পাইছি :D :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.