নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উল্টা পাল্টা

যত সব উল্টা পাল্টা চিন্তা, ভাবনা, ধ্যান ধারনা

চারশবিশ

চোরের মন পুলিশ পুলিশ

চারশবিশ › বিস্তারিত পোস্টঃ

কে কি চালায়, ছবি সহ বিভিন্ন গাড়ি ও তার চালকের নাম

১৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:০২

আমরা অনেকে অনেক যানবাহন চালাই কিন্তু অন্যান্ন যানবাহন যারা চালায় তাদের কয়জনের নাম আমরা জানি ?



আসুন দেখে নিই বিভিন্ন যানবাহন ও চালকের নাম



মহিশ গাড়ি যে চালায় তাকে বলে - মইশাল





গরু গাড়ি যে চালায় তাকে বলে - গাড়িয়াল







ঠেলা গাড়ি যে চালায় তাকে বলে - ঠেলাওয়ালা







বাস, ট্র্র্রাক, অন্যান্য গাড়ি যে চালায় তাকে বলে - ড্রাইভার









রেল গাড়ি যে চালায় তাকে বলে - ড্রাইভার, ইঞ্জিন মাস্টার





লন্চ যে চালায় তাকে বলে - সারেং







রিক্সা যে চালায় তাকে বলে -রিক্সাওয়ালা





উরোজাহাজ যে চালায় তাকে বলে - পাইলট





জাহাজ যে চালায় তাকে বলে - কাপ্টেন





নৌকা যে চালায় তাকে বলে - মাঝি





হাতি যে চালায় তাকে বলে - মাহুত





ঘোড়া গাড়ি যে চালায় তাকে বলে - কোচোয়ান





পালকী যে চালায় তাকে বলে - বেহাড়া







ভ্যান গাড়ি যে চালায় তাকে বলে - ভ্যানওয়ালা







ঘোড়া যে চালায় তাকে বলে - ঘোড়সওয়ারি, অশ্বারোহী







আর অন্যান্ন যে সব গাড়ি আছে তাদের ওই গাড়ির চালক হিসাবে ডাকা হয়



আমি এটুকুই খুইজা পাইছি

মন্তব্য ৪৮ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:১২

হেডস্যার বলেছেন:
রেলগাড়ি যে চালায় তাকে ড্রাইভারই বলে :)

১৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:২৮

চারশবিশ বলেছেন: ঠিক করে দিয়েছি

২| ১৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:১৯

ভিটামিন সি বলেছেন: রেলগাড়ি যে চালায় তার নাম আপনি দেন। যেমন হতে পারে "রেলার"।

১৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:২৮

চারশবিশ বলেছেন: হা হা হা
সবাই মানলে হয়

৩| ১৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:২২

কান্ডারি অথর্ব বলেছেন:
এই যেমন ধরেন ব্লগ যিনি লেখেন তাকে বলে ব্লগার :D

১৯ শে জুন, ২০১৩ বিকাল ৫:৫৮

চারশবিশ বলেছেন: যিনি ভাল খেলেন = খেলোয়ার,
তাহলে যিনি বেশি জানেন =

৪| ১৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:২৪

ৈতয়ব খান বলেছেন: খুবই সুন্দর পোস্ট। তবে সবগুলো না। যেগুলো নাম দিয়েছেন শুধু সেগুলো। বাকি যেটার নাম দিতে পারেন নাই মানে রেলগাড়ি যে চালায়। শুধু সেই পোস্টটাকে বান্দর পোস্ট বলতে ইচ্ছে করছে। হিহি হি হু হু হু হা হা হা তিন রকমের হাসি দিআ আপনাকে উৎসাহ দেওয়া হলো।

বি: দ্র: আসলেই সবগুলো সুন্দর

১৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩২

চারশবিশ বলেছেন: বহুত উৎসাহ পাইলাম

৫| ১৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:২৫

ৈতয়ব খান বলেছেন: ভাই! পালকির ভিতরে যাইয়া একটু বইসা থাকতে ইচ্ছা করতাছে। কী সুন্দর নতুন বউ..................

১৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩৩

চারশবিশ বলেছেন: উদ্দেশ্য তো ভাল না

৬| ১৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩৬

লিঙ্কনহুসাইন বলেছেন: যারা ভ্যান গাড়ি চালায় তাদের বলা হয় ভ্যান চালক

১৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪৭

চারশবিশ বলেছেন: দিলাম

৭| ১৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫২

লিঙ্কনহুসাইন বলেছেন: ভ্যান চালক হবে না ভ্যানওয়ালা হবে ? ;) ;) ;)

৮| ১৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫৬

পিয়ার আহসান বলেছেন: বোঝা যাচ্ছে, আপনি ঠিকমত পড়া-শূনা না করেই পোস্ট দিয়ে ফেলেছেন। কি আর করা! সাবজেক্ট পছন্দ হয়েছে, তাই লাইক দিলাম। B-)

রেল গাড়ীর চালককে ড্রাইভার বলে, আবার ইঞ্জিন মাস্টার ও বলে।

১৯ শে জুন, ২০১৩ দুপুর ১:১৯

চারশবিশ বলেছেন: কয়েকটা তো পারছি

৯| ১৯ শে জুন, ২০১৩ দুপুর ১:২৭

নিয়নের আলো বলেছেন: ভাল লাগলো।

১৯ শে জুন, ২০১৩ দুপুর ১:৩২

চারশবিশ বলেছেন: ধন্যবাদ

১০| ১৯ শে জুন, ২০১৩ দুপুর ১:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

সংসার নাম বিশাল গাড়ী যে চালায় তাকে কি বলবেন?
উদ্ভট উটের পিঠে চলেছে প্রিয় স্বদেশ।

উট যে চালায় তাকে কি বলে?


পোস্টে ++++++

১৯ শে জুন, ২০১৩ দুপুর ১:৫০

চারশবিশ বলেছেন: জানিনা তবে মনে হয় উষ্ঠারোহী

১১| ১৯ শে জুন, ২০১৩ দুপুর ১:৪৮

রুচি বলেছেন: কনসেপ্ট পছন্দ হয়েছে!!!

১৯ শে জুন, ২০১৩ বিকাল ৫:৫১

চারশবিশ বলেছেন: ধন্যবাদ

১২| ১৯ শে জুন, ২০১৩ দুপুর ১:৫৯

নীল আকাশ আর তারা বলেছেন: যে সংসার চালায় তাকে বলে বউ=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

++++++++++

১৯ শে জুন, ২০১৩ বিকাল ৫:৫১

চারশবিশ বলেছেন: ঠিক হইছে

১৩| ১৯ শে জুন, ২০১৩ দুপুর ২:৫৯

যাযাবর ০১ বলেছেন: Ar samu jara chalai tader bole modarator.:p

১৯ শে জুন, ২০১৩ বিকাল ৫:৫২

চারশবিশ বলেছেন: ঠিক হইছে

১৪| ১৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:২২

মনিরা সুলতানা বলেছেন: :)

১৯ শে জুন, ২০১৩ বিকাল ৫:৫৩

চারশবিশ বলেছেন: :( :(

১৫| ১৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:২৭

নষ্ট ছেলে বলেছেন: রিকসা যে চালায় তাকে বলে পাইলট! (সিলেটে ;) )

১৯ শে জুন, ২০১৩ বিকাল ৫:৫৩

চারশবিশ বলেছেন: জানতাম না

১৬| ১৯ শে জুন, ২০১৩ বিকাল ৫:৪৭

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: আমারে কে চালায়?

১৯ শে জুন, ২০১৩ বিকাল ৫:৫৪

চারশবিশ বলেছেন: বউ বা মেয়ে বন্ধু

১৭| ১৯ শে জুন, ২০১৩ রাত ৯:৩২

অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++++++++++++

২০ শে জুন, ২০১৩ সকাল ৮:৪৬

চারশবিশ বলেছেন: ধন্যবাদ

১৮| ১৯ শে জুন, ২০১৩ রাত ১০:১৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: বহুত জ্ঞানার্জন করিলাম।

২০ শে জুন, ২০১৩ সকাল ৮:৪৭

চারশবিশ বলেছেন: আপনাকে বহুত জ্ঞান দিতে পারায় আমি গর্বিত

১৯| ১৯ শে জুন, ২০১৩ রাত ১০:৪৫

তুন্না বলেছেন: দারুন হয়েছে পোষ্টি।

২০ শে জুন, ২০১৩ সকাল ৮:৪৭

চারশবিশ বলেছেন: ধন্যবাদ

২০| ১৯ শে জুন, ২০১৩ রাত ১০:৫০

তামিম ইবনে আমান বলেছেন: যিনি ভালো লিখেন? লেখোয়াড়। ;)


লেখোয়াড় নামক একজন ব্লগার আছেন। উনার এ নিকটি আমার খুব ভালো লাগে।

২০ শে জুন, ২০১৩ সকাল ৮:৪৯

চারশবিশ বলেছেন: তাইনাকি :-* :-*

২১| ২০ শে জুন, ২০১৩ রাত ১২:৪৬

মামুন হতভাগা বলেছেন: জিনিয়াস পোষ্ট প্রিয়তে :#) :#)

২০ শে জুন, ২০১৩ সকাল ৮:৪৯

চারশবিশ বলেছেন: ধন্যবাদ

২২| ২০ শে জুন, ২০১৩ রাত ২:৩৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: চমতকার একটা পোস্ট !


++++

২০ শে জুন, ২০১৩ সকাল ৮:৫০

চারশবিশ বলেছেন: ধন্যবাদ ++++

২৩| ২০ শে জুন, ২০১৩ রাত ৩:৩৮

বাংলাদেশী দালাল বলেছেন:
কয়েকটা তো পারছি!!!!! =p~ =p~ =p~ =p~
যেগুলা কমন পরে নাই বাদ দিতেন।

গাধা যে চালায়??? কমন পড়লে জানায়েন।

পোস্ট ভালো হইছে + লন।

২০ শে জুন, ২০১৩ সকাল ৮:৫৪

চারশবিশ বলেছেন: গাধোয়ারি হইলেও হইতে পারে

আমার মনে হয় বাংলা ডিকসনারিতে এইরকম আরোও কিছু শব্দ যোগ করতে হবে

২৪| ২০ শে জুন, ২০১৩ সকাল ১০:৫২

খেয়া ঘাট বলেছেন: ভালো লাগলো।

২৫| ২০ শে জুন, ২০১৩ সকাল ১০:৫৫

মাহবু১৫৪ বলেছেন: +++++

২৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৯

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: একটা অনুবাদে আমার দারুন কাজে লেগে গেলো পোষ্টটি। অশেষ ধন্যবাদ উপকারী পোষ্টের জন্যে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.