নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভিজিটর লিস্টে ছাগু চাই... আয় খালি

আমরা ছাগুদের মুখ চেপে ধরতে চাই যেন তারা ম্যাৎকার দিতে না পারে, তাদের পশ্চাদ্দেশে খড় ঠেলে দিতে চাই যেন তারা ল্যাদাতে ও ব্যবহৃত হতে না পারে, তাদেরকে খাসি রূপে দেখতে চাই যেন তারা বংশবিস্তার না করে গায়গতরে বাড়তে পারে।

হাঁড় = ঘাঁড়

আমরা ছাগুদের মুখ চেপে ধরতে চাই যেন তারা ম্যাৎকার দিতে না পারে, তাদের পশ্চাদ্দেশে খড় ঠেলে দিতে চাই যেন তারা ল্যাদাতে ও ব্যবহৃত হতে না পারে, তাদেরকে খাসি রূপে দেখতে চাই যেন তারা বংশবিস্তার না করে গায়গতরে বাড়তে পারে।

হাঁড় = ঘাঁড় › বিস্তারিত পোস্টঃ

গণজাগরণ মঞ্চের উদ্যোক্তার ছেলের লাশ উদ্ধার

০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০১





নারায়ণগঞ্জে গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা রফিউর রাব্বির বড় ছেলে তানভীর মোহাম্মদ তৌকির লাশ আজ শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে উদ্ধার করা হয়েছে। শহরের চারারগোপ এলাকায় শীতলক্ষ্যা নদীসংলগ্ন খাল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। তানভীর গত বুধবার বিকেল থেকে নিখোঁজ ছিল।

তানভীর শহরের চাষাঢ়ায় অবস্থিত ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান এবিসি ইন্টারন্যাশনাল স্কুলের ‘এ’ লেভেলের পরীক্ষার্থী ছিল।

নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সহসভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি ছেলের লাশ শনাক্ত করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তানভীরের মরদেহে কোনো আঘাতের চিহ্ন আছে কি না, তা দেখা হচ্ছে বলেও তিনি জানান।

রফিউর রাব্বি জানান, গত বুধবার বিকেল সাড়ে চারটার দিকে তানভীর শহরের শায়েস্তা খান সড়কের পুরাতন কোর্ট রোডের বাসা থেকে বের হয়। অনেক খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।



(প্রথমআলো)

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৫

নিয়েল ( হিমু ) বলেছেন: লাশের মিছিলে লোক সংখ্যা আর না বাড়ুক ।(মানুষ রুপি শিয়াল কুত্তা বাদে । হেইডি মরুক)

২| ০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৪

মুক্ত আকাশ বলেছেন: জামায়াত শিবির জড়িত?

৩| ০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১১

সালাউদ্দিন আহমেদ বলেছেন: এদেশে জন্ম নেওয়া পাপ, ছোটদের অধিকার থাকতে নেই। মানবাধিকারের বালাই থোড়াই করি কেয়ার।

৪| ০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৬

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: আঠার বছর বয়স আর এমন কি ! সদ্য যৌবনে পা দিচ্ছিল আমদের তানভীর । দিলনা বাঁচতে ছেলেটাকে । গলা টিপে মেরে ফেলেছে ওরা ।লাশটা ভাসিয়ে দিয়েছে শীতলক্ষ্যা নদীতে !! ওদের তো লাশ দরকার । লাশের রাজনীতি শুরু হলো বাংলাদেশে !! তানভীর মাফ করে দিস ভাই আমার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.