![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা ছাগুদের মুখ চেপে ধরতে চাই যেন তারা ম্যাৎকার দিতে না পারে, তাদের পশ্চাদ্দেশে খড় ঠেলে দিতে চাই যেন তারা ল্যাদাতে ও ব্যবহৃত হতে না পারে, তাদেরকে খাসি রূপে দেখতে চাই যেন তারা বংশবিস্তার না করে গায়গতরে বাড়তে পারে।
ইমরান সরকারকে বানানো হয়েছিল রাজাকারের নাতি।
এবার শহীদ রুমী স্কোয়াডের নামে খুনির ছেলের তকমা আটল।
সবাই জানে কারা ৫ ফেব্রুয়ারি শাহবাগ আন্দোলনের বিরুদ্ধে আলাদা আলাদা লেখা দিয়েছিল। হাস্যকরভাবে তারাই আবার হিরো বনে গিয়ে গার্ড নিয়ে বসে ছিল শাহবাগ থেকে।
সেই নীতিহীন মানুষগুলো যে কোনভাবে তোমাদের হেয় করার চেষ্টা করছে এখন, হয়ত পরিস্থিতির মোড় ঘুরলে ২৪ ঘন্টা পর তারাই দাবি করবে, এই আন্দোলনের অংশটুকুও তাদের করা।
কোন কুৎসা তোমাদের কালিমালিপ্ত করতে পারবে না।
তোমরা এগিয়ে যাও।
বলতে থাক-
তোমার আমার ঠিকানা,
পদ্মা মেঘনা যমুনা
---------------------
জানি জানি সবই জানি,
জামাত মানেই পাকিস্তানী
----------------------
জামাতে ইসলাম
মেইড ফর পাকিস্তান
----------------------
মসজিদে আগুন দেয় কে?
এজিদ ছাড়া আর কে?
----------------------
এমন রায় দিল কে?
কসাইটারে ঝুলায় দে।
---------------------
২৮ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৬
হাঁড় = ঘাঁড় বলেছেন: ভাল আছি ব্রো। এতদিন বিভক্তি দেখে আর আসিনি
পোস্টে শুরুতেই পেয়ে মন শক্তি পায়
ঠিক, আমরা নিজের নিজের মতে থেকেও শহীদ রুমী স্কোয়াডের পাশে আছি।
২| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৪
আলতামাশ বলেছেন: হাসি পায় চটি শেয়ালদের কর্মকাণ্ড দেখে।
তারা যুদ্ধপরাধির বিচার চাইতে শাহবাগে আসেনি, এসেছে দালালদের স্বার্থ উদ্ধার করতে
পোস্টে +++++
ধন্যবাদ
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৫
হাঁড় = ঘাঁড় বলেছেন: নীতি খুব দরকার নীতি ছাড়া রাজনীতির শুধু রাজ থাকে। ধন্যবাদ আপনাকে
৩| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৮
বোকামন বলেছেন: জয় বাংলা .....
অনেক দিন পর
কেমন আছেন ?
ব্লগে আইসেন ....
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৬
হাঁড় = ঘাঁড় বলেছেন: জয় বাংলা! সালাম বাংলার সব লড়াকুকে।
ব্লগে আসতেছি
লড়াই করার শক্তি মাউস আমাদের হাতে
৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৫
নিয়েল ( হিমু ) বলেছেন: আপনার অল্প কিছুদিন ব্লগিও বয়সে আপনি আমার পছন্দের তালিকায় আছেন ।
নতুন কোন পোষ্ট কি পাব ?
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫২
দায়িত্ববান নাগরিক বলেছেন: শহীদ রুমী স্কোয়াডের সাথে আছি। তারা আমার ভাই। তারা আমার গর্ব। তাদের কষ্টে আমি কষ্ট পাই।
-----
অনেক দিন পর দেখলাম আপনাকে। আছেন কেমন?