![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন শান্তি বর্ষিত হচ্ছিল সৃষ্টিকুলের উপর, তখন আমার জন্মই হয়নি। যখন শান্তি কি জিনিস বুঝতে পারলাম, তখন আমি শান্তির পথ থেকে অনেক দূরে ... অশান্ত সাগরে একলা মাঝি
আমরা যারা rap ধাচের গান পছন্দ করি তারা এমিনেম, একন, লিংকিন পার্ক ... আরো ম্যালা ম্যালা শিল্পীদের গান শুইনা মাথা দুলাই। ভাব মারি। তাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, বাংলা rap কিন্তু অনেক দূর এগিয়েছে। ইংলিশ rapper দের rap গুলা আমার কাছে গন্ডিবদ্ধ মনে হয়। আমি-তুমির ধারা থেকে খুব বেশি বের হয় নি। আর গালি গালাজের তো অভাব নাই। কি আর করা, যস্মিন দেশে যদাচার। সেই তুলনায় বাংলা rap এর লিরিক্স গুলা অনেক ভালো আর বৈচিত্রময়। তর্ক করব না । এটা নিতান্তই আমার ব্যক্তিগত মত। এমনই কিছু বাংলা rap লিরিক্স সহ দিলাম। যদি ভালো লাগে আরো দেবো ।
ইকটু খানি তেনা পেচাই। প্রথম বাংলা গানে rap শুনছিলাম, আর্কের জন্মভূমি এলবাম এ পঞ্চমের গাওয়া "ও মনা তুই ভাবিস কেন" গানে। ওটাতে আশিকুজ্জামান টুলু, হাসান, আর পঞ্চম ছিলো। তারপর ১২-১৩ বছর এরকম কোনো গান পাই নি। এরপর হাবিব ফিচারিং কায়া "কৃষ্ণ" এলবামে। এখানে হাসান রাজা, শাহ আব্দুল করিমের গান rap ধাচ এ গাওয়া হয়ে ছিল। এরপর ফুয়াদ এর ভেরিয়েশন ২৫, ২৫.২, রিভোলুশন, আর কিছু কিছু অ্যালবামে পাইছি। তবে সেগুলো বাংলার চেয়ে ইংরেজিই বেশি।
বিশুদ্ধ বাংলা rap ধাচের গান (আই মিন গানের বেশির ভাগ টা বাংলা rap আর অল্প কিছু ইংলিশ) শুনি প্রথম, স্টোয়িক ব্লিসের "লাইট ইয়ারস এহেড" দিয়ে । এই এলবামের আবার জিগায়, আসো আমরা নেচে যাই, ব্যাডম্যান, শতাব্দির প্রান্তে, বাংলাদেশ, ফিরে এসেছি , তোমার মায়াবি চোখে বেশ কিছু ওসাম ট্র্যাকস। এরপর কল্পনার বাইরে এলবামে, এসে আবার জিগায়-২, এসিড, পাখি পাকা পেপে খায়, ফায়ার লাইক এ ড্রাগন, শতাব্দির প্রান্তে-২ এগুলোও সুন্দর ট্র্যাকস। কাজি, এসিড এরা খুব ভালো rapper।
লাল মিয়ার গান শুনছেন ???
ইনি বিশুদ্ধ সিলেটি rapper । এন্ড নো ডাউট হি ইজ ওয়ান অব দা বস ইন বাংলা rap। ইনার এলবাম টা শুনে দেখেন "ছয় নম্বর বিপদ সংকেত"। এমিনেম, টেমিনেম আর ভালো লাগব না ।
লাল মিয়া দরকার না পড়লে কখনোই ইংলিশ ঢুকান না rap এ। আস্তে আস্তে সবার টা নিয়াই পোস্ট দিমু যদি আপনাদের ভালো লাগে। না লাগলে আর দিমু না ।
বর্তমানে জ্যাসপার, এডি, এদের rap গুলা সব জোসস হয়। এদের প্রথম এলবাম কাটা তারের বেড়া, দ্বিতীয় এলবাম থিওলজি অব rap। আজকে কাটা তারের বেড়া আর থিওলজি অব rap থেকে কিছু লিরিক্স দেবো ডাউনলোড লিংক সহ।
বাংলা rap এর লিরিক্স পা্ওয়া খুবই কঠিন। সব এলবাম নেটে পাওয়াও কঠিন। নিজে অনেক বার শুনে যেগুলো উদ্ধার করতে পারছি, সেগুলো এখানে দিচ্ছি। ্ও হ্যা rap এর ইংলিশ অংশ যতটুকু বুঝি, ততটুকু দেবো, বাকিটা দিতে পারব না কারণ যেহেতু, এটা আমি শুনে শুনে মুখস্ত করছি এবং এটা দ্রুতলয়ের গান, ঠিকমতো ইংলিশ টা ধরতে পারাটা আমার জন্য আম পাবলিকের কাছে কঠিন
১. কেনো নিলে এই পথ
এলবাম: কাটা তারের বেড়া
ডাউনলোড লিংক: কেনো নিলে এই পথ
প্লে গ্রুপ থেকে, গ্রেইট সেভেন, ভালো ভাবে কাটলো
বন্ধুর পাল্লায় সিগারেট ধরল
ধোয়া বের হতো উইথ এভরি নিঃশ্বাস
আড্ডায় খেতে খেতে হয়ে গেলো অভ্যাস।
এখন ছাড়তেও পারে না , পারলেও ছাড়ে না
অকালে মৃত্যু হয় তাও সে মানে না
দরকারে বাপের পকেট, মায়ের পার্টস
দোকানে বাকি রেখে, মিটিয়েছো থার্সট
মেট্রিক, ও-লেভেল, মাথা ভরা টেনশন
সারাদিনে লেগে যেত এক প্যাক বেনসন
মা যখন বলতো গায়ে কেন গন্ধ
চিল্লিয়ে বলতে মা তুমি অন্ধ।
রাস্তায়, হোটেলে, কোচিং এ, দোকানে,
বিড়ি সিগারেট সবাই খায় সবখানে
মিথ্যের আশ্রয়ে আর কত দিন
মনে হবে একদিন তরুণ ছিল রঙীন।
কেনো নিলে এই রং, কেনো এই পথ, কেনো, এই সূচ কেন (২ বার)
পরীক্ষা শেষে ঘটালে, জীবনের ধ্বংস
কাছ দিয়ে , পোটলা খুলে, করলে খুচরো অংশ।
কেউ বলেছিল দোস্ত একবার খা, মন করেছে বিশ্বাস যেন তুমি রাজা।
গাজা খেয়ে ,ফুটপাতে বসে, বলেছ বুদ্ধি খান
গাড়ি দিয়ে কেড়ে নেবে থার্টি টু ফিফটি ।
বন্ধুর বুকে ছুরি নিয়ে নিলে স্যাটি ট্র্যাটু রিটেলিয়েইট (উচ্চারণ টা এমন)
তুমি দিলে এক থ্রেট
সে দিলো এক ব্লেড
রাস্তা ভরা পোলাপান
হঠাৎ করে পিছ দিয়ে ক্ষুর দিলো টান
.. তুমি রক্তাক্ত মেডিনোভা কেবিন ৭
চোখ খুলে দেখ তোমর পুরো পরিবার।
তাও মন মানল না ভুল আর ভাংলোনা
গ্যাঞ্জাম গাজা চলল কেউ জানলো না
মিথ্যের আশ্রয়ে আর কত দিন
মনে হবে একদিন তরুণ ছিল রঙীন।
কেনো নিলে এই রং, এই ডোজ কেনো, কেনো এই পথ, কেনো, এই সূচ কেন (২ বার)
সকালে উঠে মনে মনে তুমি বলতে
সারাদিন যেন তুমি ভালো ভাবে চলতে
অসুখ হয়নি তাও খেয়েছো পিল
পুড়িয়েছো তুমি অনেক .,লাল-হলুদ-নিল
আজকে কনসার্ট আছে, কিছু টাকা দাও বাবা
এই বলে সঙ্গীর সাথে খেতে যেতে ইয়াবা
করেছো কি চিন্তা কই তুমি যাচ্ছ??
যাস্ট টু বি কুল
কি তুমি খাচ্ছ??
নিজের শরীর নিজে করেছ নষ্ট
এই তোমার মায়ের দশ মাসের কষ্ট ???
কেউ চিন্তাও করেনি এই দিন দেখবে,
রঙ্গীন তরুণ .. কবে তুমি ফিরবে??
মিথ্যের আশ্রয়ে আর কত দিন
মনে হবে একদিন তরুণ ছিল রঙীন।
কেনো নিলে এই রং, এই ডোজ কেনো, কেনো এই পথ, কেনো, এই সূচ কেন (২ বার)
২. মুদ্রার এপিঠ ্ওপিঠ
এলবাম: থিওলজি অব rap
ডাউনলোড লিংকঃ মুদ্রার এপিঠ ওপিঠ
ইন্ট্রোঃ (দেশের হাজারো তরুণ আজ ধ্বংসের পথে, মাদকতার কবলে। তবে দোষ টা যে কার , সেটা বলা মুশকিল। কিন্তু আমাদের কখনোই এই বিপথগামী ভাই-বোন দের ঘৃণা করা উচিত নয়। ঘৃণা করা উচিত মাদকতাকে। আসুন এরকমই কিছু মানুষের কথা শুনি)
গানজা খাইয়া, মাইতা থাকি, মায়ায় চাই না মাতামাতি
ফেন্সি খাইয়া, উল্টাই থাকি, মরণের আর কি রাখছি বাকি ???
চব্বিশ ঘন্টা নেশায় মাথা, পৃথিবী থাকে জুয়ায় ভাসা,
ডিলার থাকে গলির চিপায়, ফেন্সি খাইয়া শরির কাপায়
এইভাবে জীবন কাটাই, টেনশন ছাড়া টাকা উড়াই
মা বাপরে দিলাম কষ্ট, ড্রাগস কইরা হইলাম নষ্ট।
এক টাকায় শেখ দিলে, দুই টাকায় পলমল,
দুই আর তিনের মাঝে গোল্ডলিফ নিয়ে চল
পাচ টাকায় বেনসন, নাই কোনো টেনসন
মার্লবোরো সুখটান, খুজি রিকৃয়েশন।
একটানে গানজা,হয়ে যায় নেশা
দুই টান থেকে নেশা হয়ে যায় পেশা।
তিন টানের জন্য আমি মারি বাপের পকেট
না পাইলে মারে খাই আম্মার লকেট।
ঘরেরছি বোতল থেকে ভরা ফেনসিডিল
বাবা কয় সবুর কর আস্তে আস্তে গিল।
অনেকদিন হয় না পুলিশের সাক্ষাত,
অনেকদিন খাইনা জেলখানার ডালভাত।
এসবের জন্য আমি হন্য হয়ে ঘুরি, নো ওয়ান নোজ মাই এক্স গার্ল ফ্রেন্ড।
গানজা খাইয়া....(২)
ছাদের উপর থেকে নিচে তো রাখছি মদের বোতল ঢিপায়
কাঠের বক্সের ভেতরে কতবার রাখছি গানজার প্যাকেট লুকায়।
বাইরে ফাপড় দেখাতে গিয়াতো শেষে গর্ততে পড়ছি হিন্দায়
এখন জীবন আর মরণের মাঝে নিজেরে রাখছি ঝুলায়।
ড্রাগ হাতে বিষ নিয়ে ঝুলতে তো থাকি
এমন কোনো দিন নাই যেদিন আমার নিজের আর্তনাদ
আমি নিজের কানে শুনিনাই.......কোনোদিন
মাথাতে বস্তি, ভেতরে আমি
সিরাপ নিতে ছুটি
রগ কেটে নিজের রক্তকে দেখে আমি নিজেই আতকে উঠি।
শিরাতে শিরাতে নেশা আমার ভেতরে বাইরে ঠাসা
আমি বুঝিনা, বুঝতে চাইও না আমার জীবনের হতাশা
আমার সকাল থেকে রাতে গাজা
সিরাপ মদ এর সাথে।
আমার ঘুরতেছে মাথাতে , মৃদু নেশারই দাপটে।
আমি রাস্তাতে থাকি পড়ে, ভয়ানক এ নেশার তোড়ে
মনের জ্বরে, আমি ঢেকে তো রাখি সত্য কে অনেক দূরে।
উই গো এহেড,
আমি নেশাতে থাকি তোমাদের শহরে
কেন দেখছ না আমি কিভাবে যাচ্ছি ধ্বংসের দিকে সরে!!!
গানজা খাইয়া .. (২ বার)
দ্বিতীয় ভয়েস (এডি):
নও তুমি বোকা, কই হারিয়ে ফেলেছ সেই একগ্রতা
নেশা করে কত যুবক আজ বাস্তুহারা ,
কেন তোমাদের মাঝে এতো অস্থিরতা??
জলদি ফেল ঝেড়ে হতাশা, আহবান জানাই বদলাও মানষিকতা।
... ভালো কাজ করব, পড়াশোনা করব,
বাবা মায়ের খেয়াল আমি রাখব।
সামাজিক কর্মে লেগে আমি থাকব ।
মানুষের মতো মানুষ হয়ে চলব।
...... কেমন লাগল জানাবেন। সবার ভালো লাগার কথা না। আমি বাংলা rap এর পোকা তো । তাই পোস্টাইলাম। তারপরও জানাবেন কেমন লাগল গান দুটা।
০৯ ই আগস্ট, ২০১০ রাত ১২:১০
নূর-ই-আল-মামুন বলেছেন: নতুন অ্যালবাম টি এখনো দরিদ্র.কম এ পাবেন।
আর লাল মিয়ার টা শুনে দেখেন। এখন বোধহয় বাংলা rap অাগের চেয়ে অনেক আগাইছে। এটা নিয়ে আর একটা পোস্ট দেবার ইচ্ছা আছে। সবগুলার লিংক খুজে বের করি আগে
ধন্যবাদ ভাইয়া ।
২| ০৯ ই আগস্ট, ২০১০ রাত ১২:০১
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: হুম, স্টোয়িক ব্লিসের পরে আর পরের র্্যাপ গুলা শোনা হয় নি, একই রকম এক ঘেয়ে লাগত।
০৯ ই আগস্ট, ২০১০ রাত ১২:১২
নূর-ই-আল-মামুন বলেছেন: কাটাতারের বেড়া (ক্লাব সখিনা, তরুণ, গ্যাঞ্জাম এই তিনটা ট্র্যাক), ছয় নম্বর বিপদ সংকেত এর সবগুলা।
আর হিপ হপ জাতি - থিওলজি অব rap এর দু তিনটা বাদে সব ট্র্যাক গুলাই জোসসস।
জাস্ট rap শোনার জন্য ইকটু বেশি মনোযোগ লাগে এই যা।
৩| ০৯ ই আগস্ট, ২০১০ রাত ১২:০৪
শুভ্র নামের ছেলে বলেছেন: Skibkhan আর আরো দুটা ছেলে প্রফেশনালী র্যাপ শুরু করে আজ থেকে ৪-৫ বছর আগে, আমার যতদুর মনে পরে। প্রথমজন এখন বেশ বড় স্টার। এছাড়া রুপম আর কাজী তো বেশী জোস কাজ করে। Ac1D, Moe, B1shop, এরাও বেশ ভালো গায়।
০৯ ই আগস্ট, ২০১০ রাত ১২:১৬
নূর-ই-আল-মামুন বলেছেন: হ্যা ভাইয়া।
জ্যাসপার, অ্যাডি, বাউলা (ইমপ্যাক্ট ব্যান্ড) এরাও জোসসস rapper। আমি অবশ্য সব টাইপের বাংলা rap এর ভক্ত। মাথা জ্যাম হয়ে গেলে আমি এই গান গুলা শুনি। মুখস্ত হলে এটা জিহবার জন্য খুব ভালো ব্যয়াম কি বলেন
৪| ০৯ ই আগস্ট, ২০১০ রাত ১২:১৭
হাদী নয়ন বলেছেন: ১মটা ভালো লাগছে। আমার কাছে এ্যালবাম গুলো আছে তবে শুনি নি কখনো।শুনে দেখবো।
০৯ ই আগস্ট, ২০১০ রাত ১২:২১
নূর-ই-আল-মামুন বলেছেন: শুনে দেখবেন ভাই । তারপর জানাবেন কেমন লাগল বাকিগুলো
৫| ০৯ ই আগস্ট, ২০১০ রাত ১২:২৮
শুভ্র নামের ছেলে বলেছেন: র্যাপ বলতে যা প্রোমো করা হচ্ছে দেশে তার বেশীরভাগই হিপহপ
০৯ ই আগস্ট, ২০১০ রাত ১২:৩৩
নূর-ই-আল-মামুন বলেছেন: হুমমম । আমি র্যাপ আর হিপহপের পার্থক্যটা ঠিকমতো জানি না। দুটার মধ্যে মৌলিক পার্থক্য টা কি ভাইয়া??
৬| ০৯ ই আগস্ট, ২০১০ রাত ১২:৩৬
কামরূজ্জামান বলেছেন: ভাই ভুয়া লিংক দিলেন নাকি...লিংক তো কাজ করেনা....
০৯ ই আগস্ট, ২০১০ রাত ১২:৪২
নূর-ই-আল-মামুন বলেছেন: না তো ভাইয়া। এটা ফাইল টিউবের লিংক। ওখানে ডাউনলোড নাউ - নো ভাইরাস ডিটেক্টেড (নিল ট্যাব) ক্লিক দিলে আপনাকে ২০ সেকেন্ড ওয়েট করতে হবে। তারপর ডাউনলোড ফাইল নাউ তে ক্লিক দেন (কমলা ট্যাব) । দেখেন ডাউনলোড হবে। লিংক তো চেক করলাম। ঠিক ই আছে।
৭| ০৯ ই আগস্ট, ২০১০ রাত ১২:৫২
টেকিবাবা বলেছেন: সেইরকম
এইরকম র্যাপ বা হিপহপ ভালা পাই
০৯ ই আগস্ট, ২০১০ রাত ১:০৪
নূর-ই-আল-মামুন বলেছেন: আপনারে ধইন্যা, শোনার জন্য।
৮| ০৯ ই আগস্ট, ২০১০ রাত ১:৫২
কাঙাল মামা বলেছেন: সুন্দর পোস্ট। আরো লিখেন। আমার এই পোস্ট টা দেখেন(স্বরলিপি : "আবার জিগায়")
Click This Link
আর পারলে যারা যারা ভালো বাংলা র্যাপ গায় তাদের নাম বলেন। (স্টইক ব্লিস, দেশী এমসি, লালমিয়া বাদে)
০৯ ই আগস্ট, ২০১০ সকাল ৯:০৬
নূর-ই-আল-মামুন বলেছেন: ইমপ্যাক্ট এর বাউলা।
০৯ ই আগস্ট, ২০১০ সকাল ৯:১১
নূর-ই-আল-মামুন বলেছেন: পিলাচ দিয়ে এসেছি।
৯| ০৯ ই আগস্ট, ২০১০ ভোর ৬:১৪
হাসান মাহবুব বলেছেন: বাংলা র্যাপ ভালা পাই। স্টয়িক ব্লিস এর কোন গান মিস নাই। লালমিয়া তো ফাটাইতাসে। দেশী এমসি'র গানও ভালো লাগে। আপনেরে ধইন্যা। এই সিরিজটা চালায়া যান। পিলিজ!
০৯ ই আগস্ট, ২০১০ সকাল ৯:১০
নূর-ই-আল-মামুন বলেছেন: ধন্যবাদ হাসান ভাই। চালায়ে যামু। সবাই তো বাংলা র্যাপ শোনে না । পোস্ট টা দেয়ার সময় খানিক টা হতাশ ই হইছিলাম । যে কেউ হয়ত পরবো না।
এখন খুব উৎসাহ পাচ্ছি। সিরিজ টা চালিয়ে যাবো।
১০| ০৯ ই আগস্ট, ২০১০ ভোর ৬:৫৪
মএসএইসভূইয়া বলেছেন: total list link soho den
০৯ ই আগস্ট, ২০১০ সকাল ৯:০৭
নূর-ই-আল-মামুন বলেছেন: দ্বিতীয় পোস্ট টাতে দিমু। ধন্যবাদ ভাই পড়ার জন্য। সবগুলার লিঙ্কু খুজে দ্বিতীয় পোস্ট টা পাবেন।
১১| ০৯ ই আগস্ট, ২০১০ রাত ১১:১৩
মনজুর আহােমদ সুমন বলেছেন: ধন্যবাদ ভাইয়া, আপনাকে প্লাসাইলাম।
তবে আপনার কাছে কি আরো পুরোনো মানে আমাদের দেশে র্যাপ গান শুরুর সময়টা অর্থাৎ " আশরাফ বাবু - চারু, পার্থ " যে গান গুলো করত সে গান গুলো বজারে এখনও সিডি আকারে বের হয়নি। সে গান গুলোর কোন ডাউনলোড লিংক বা ওয়েব লিংক জানা আছে কি? বিশেষ করে ত্রী রত্নের ক্ষেপা, বায়ুচড়া.................... ইত্যাদি ওই এলবামের গান গুলো আজও খুব মিস্ করি। কোন ধরনের লিংক পাইলে আওয়াজ দিয়েন।
০৯ ই আগস্ট, ২০১০ রাত ১১:২৭
নূর-ই-আল-মামুন বলেছেন: অবশ্যই খুজে দেখব সুমন ভাই। আর পাওয়া মাত্র জানিয়ে দেবো আপনাকে।
১২| ১৮ ই আগস্ট, ২০১০ রাত ১২:০০
স্নিগ বলেছেন: @মনজুর আহােমদ সুমন,নেটে একটু খুজলেই পাবেন।আর ইউটিউবে আমি নিজেই শুনেছি।
@লেখক,ভালো লাগলো।আরো আসুক।অপেক্ষায় রইলাম+
১৮ ই আগস্ট, ২০১০ রাত ৮:০৭
নূর-ই-আল-মামুন বলেছেন: জ্বি ভাই। কিছুদিনের মধ্যেই দেবো।
১৩| ৩০ শে আগস্ট, ২০১০ দুপুর ২:৫৯
মাহী ফ্লোরা বলেছেন:
৩১ শে আগস্ট, ২০১০ সকাল ১০:৩৮
নূর-ই-আল-মামুন বলেছেন: আপনে বাংলা র্যাপ শোনেন???
১৪| ৩১ শে আগস্ট, ২০১০ সকাল ১১:১০
সুপ্ত সবুজ বলেছেন: এখনকার পুলাপাইনরা তো রএ্যাপ গান ছাইড়া দিছে। rap গানের যুগ ছিল আমাদের সময়। আমরা তো ওইটা নিয়াই পইড়া থাকতাম। সারাদিন শুনতাম। আপনার মাদক নির্ভর লিরিক্স দেইকা অনেক দিনের হারানো একটা লিরিক্স মনে পড়ে গেল। সেইটা এখানে লিখে দিচ্ছি।
দম মারো দম মারো মারো দম
কল্কিতে জোরে জোরে দাও টান
দম মারো দম মারো মারো দম
জীবনটা এভাবেই করে বদনাম।
কারো জন্য মদ কারো জন্য অমৃত
কারো কাছে বোতলেতে সুখ নিহিত
মদ খেয়ে কারো স্বামী রাতে ফিরে বাড়ি
কেউ বা হয়তো পড়ে থাকে নিয়ে অন্য নারী
মদের পিছে লুটিয়ে দেয় জীবনের সব টাকা
মাতাল হয়ে বেঁচে থেকে মরে বেঁচে থাকা
সাধের বোতল করে কতল সোনার মতন সংসার
পরিণামে শুধুই মরন লিভারেতে ক্যান্সার।
বাবার পকেটের টাকা নিয়ে
হয়তো নিজেরই পয়সা দিয়ে
পড়ে থাক কেন ফেন্সী খেয়ে
জীবনের ঘড়ি বন্ধ হয়ে
ভালবাসা তুমি চাওনা পেতে?
তাহলে তুমি নেশা করো না।
কল্কির নেশাতে বেসামাল
হাতে ধরে হিরোইনে দাও টান
কল্কির েনশাতে বেসামাল
জীবনটা এভাবেই করে বদনাম।
আর মনে নাই।
৩১ শে আগস্ট, ২০১০ দুপুর ১:৪৫
নূর-ই-আল-মামুন বলেছেন: ভাই লিঙ্কু দেয়া যাবে???? আমি বাংলা rap এর কানা ভক্ত।
আমার তো মনে হয় পোলাপান ওহন rap শোনে । কি জানি কি হইল । rap রে ভালা পাই
১৫| ০৯ ই অক্টোবর, ২০১০ রাত ১২:০২
যেমন ইকোনোমিক্স বলেছেন: জটিল র্যাপ মারছে
০৯ ই অক্টোবর, ২০১০ সকাল ১০:১৩
নূর-ই-আল-মামুন বলেছেন: হুমমমমমমমমমমমমমম
১৬| ১১ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:১৯
মোঃ মোতাহার হোসেন বলেছেন: কেউ চিন্তাও করেনি এই দিন দেখবে,
রঙ্গীন তরুণ .. কবে তুমি ফিরবে??
ফিরে যেতে চাও ? সম্ভব সত্য
পরিস্কার কর তোমার বিষাক্ত রক্ত।
১৩ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৩৫
নূর-ই-আল-মামুন বলেছেন: র্যাপ গান সবাই শুনতে চায় না। এই ভয়ে আর নতুন কোনো পোস্ট দেয়ারো সাহস পাচ্ছি না
১৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:৫৯
শাহেদ৬৯ বলেছেন: রেপে রেপে সয়লাব
..... নামাইতাছি .....
১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:৫৮
নূর-ই-আল-মামুন বলেছেন:
ডুসটো ষেলে
১৮| ২১ শে এপ্রিল, ২০১১ রাত ১:৩৬
shapnobilash_cu বলেছেন: এই প্রথম শুনলাম। ভালা লাগল। যদিও আমার আগ্রহ ফোক গানে....
২২ শে এপ্রিল, ২০১১ সকাল ৯:৪১
নূর-ই-আল-মামুন বলেছেন: দাদা, তুই তো বস ।। আমারে কিছু ফোক গানের লিংকু দে
১৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১১ ভোর ৪:২৫
ধূসরধ্রুব বলেছেন: লাল মিয়া ও কাজির শোন ওগো সুন্দরীটা শুনিছিলাম । তাও গার্লফ্রেন্ডের চাপাচাপিতে । কিন্তু শোনার পর আমিও বুঝলাম চরম । কিছু লিঙ্ক দিয়েন
©somewhere in net ltd.
১|
০৯ ই আগস্ট, ২০১০ রাত ১২:০০
শুভ্র নামের ছেলে বলেছেন: চমতকার পোস্ট, যদিও আমার কাছে এখনো মনে হয় না বাংলা র্যাপ লিরিক ভালো কোন পর্যায়ে গেছে। একদিন যাবে, ১ বছর আগে তো মনে হত বাংলা ভাষা র্যাপের জন্য সুইটেবল না।
স্টোইক ব্লিসের লাইট ইয়ারস এহেড আর ডিসাইপলসের হারানো পদচ্ছাপ - দুটা অ্যালবামই আমার কাছে বেশী জোস লেগেছে। এইদুটা অবশ্য ১০০% র্যাপ না, বরং হিপ হপ বেশী আছে। এছাড়া ফুয়াদের বেশ কিছু গানেই র্যাপ আর হিপ হপ দেয়া হয়েছে, ব্ল্যাকের একটা গানেও (প্রাকৃতিক) র্যাপ ছিল।
নতুন অ্যালবামগুলা অবশ্য শুনা হয় নাই।