নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ পড়তে ভাল্লাগে, লিখতে নয়।আর বন্ধুত্ব করতে ভালবাসি।[email protected]

সাহিত্য প্রেমিক

আমি নই কোন অগ্নিপুরুষ!মর্তভূমিতে বাস্তবতার কষাঘাতে জর্জরিত জীবসদৃশ অঙ্গার।পুড়িয়া পুড়িয়া হয়েছি তাই, হে মৃত্যু _ ভয় নেই আর তোমায়।সকল জরা,মৃত্যু,ভয় এখন লুটায়িত মোর পায়ের তলায়।তবু সূখ সে তো মরিচিকা। জীবিকার তাগিদেই পরাভূত আমি। চেয়েছিলুম হতে ঝান্ডাধারী বিদ্রোহী কবি।হায় অখণ্ডনীয় ভাগ্যলিখন!!শেষমেষ অভাগা তুই টেক্সটাইল ইন্জিয়ারিং পড়ুয়া কাঠখোট্টা ছাত্র!তবুও ইচ্ছাপুরন চেষ্টা থেমে নেই।

সাহিত্য প্রেমিক › বিস্তারিত পোস্টঃ

:#> :#> :#>ভালবাসার মানুষের মন জয় করার উপায় (১৮+) :!> :!> :!>

০৭ ই আগস্ট, ২০১২ দুপুর ১:১৫

এই পোষ্টের এক মাত্র উদ্দেশ্য সেই সব তরুণদের সাহায্য করা যারা বিশেষ বিশেষ দিনে একা থাকে,মনের মধ্যে হতাশা নিয়ে বলে আমারে কেউ পাত্তা দেয় না,আমার সাথে কারো হবে না ইত্যাদি ইত্যাদি।তাছাড়া ও এটা রিলেশনশিপে আছে তাদের কেউ হেল্প করবে তাদের ভালবাসাকে আরও মজবুত করতে।



এই লেখটা পুরোটাই লেখা হয়েছে বাস্তব অভিজ্ঞতা হতে,আশে পাশের কেস অ্যানালাইসিস করে,ইন্টারনেট ঘেঁটে ঘুটে।তবে এই লেখার বদ ফায়দা কেউ উঠবেন না প্লিজ(অপ্রাপ্ত বয়স্ক ও ইভটিজারা)।

করণীয় বিষয়াদি



প্রথমে বলে রাখি, আপনার বুঝতে হবে আপনি যাকে পছন্দ করেন মনে মনে সে কেমন মন মানসিকতার।কারণ প্রত্যেকটি মানুষই পৃথিবীতে এক ও অনন্য,কারো সাথে কারো মিল নেই।আর তাই আপনার পছন্দের মানুষ টি কেমন তা বুঝতে পারা অনেক বড় একটি ব্যাপার।যদিও কথার কথা মেয়েদের মন নাকি ঈশ্বর ও বুঝতে পারেন না।ঈশ্বর বুঝুক আর না বুঝুক আপনাকে বুঝতে হবেই,এই বুঝাকে একটু সহজ করতে,একটা গোপন কথা বলি,যে কোন মেয়েই হোক না কেন(হোক সে ডিজুস মেয়ে আর হোক সে সাদাসিধে বাঙ্গালি মেয়ে)সব মেয়েই চায় একটা আশ্রয়।আশ্রয় মানে,তাকে আপনি কি ভাবে নিচ্ছেন…হোক সেটা বন্ধু হিসেবে,হোক সেটা কলিগ হিসেবে,হোক সেটা লাইফ পার্টনার হিসেবে।আর সেই টাকে পুঁজি করে আপনই আপনার ভালোবাসার বীজ বুনবেন।



হুমমম,টাকায় সবই হয়,সবাই বলে।টাকা হলে নাকি কানা ও বিশ্ব-সুন্দরী পায়।পেতে পারে,আপনার হয়তো তেমন নেই,তাতে কি একটু কৌশলী হোন এ ব্যাপারে।কৌশলী মানে চাপাবাজি না কিন্তু,এর মানে নিজেকে আপনি স্মার্ট ভাবে প্রজেক্ট করুন আপনার ভালোলাগার মানুষের সামনে।স্মার্ট মানে আপনার কথাবলা,বাচনভঙ্গি,চোখের দৃষ্টি,হাতের মুভমেন্ট,পোশাক পরিচ্ছেদ ইত্যাদি।এখানে কথা হল,আপনি কথা বললে একটু স্পষ্ট করে কথা বলবেন,দৃষ্টি যেন ভালো থাকে।সর্বোপরি নিজেকে কখনো পরিবর্তন করবেন না,কারণ ভালোবাসাতে পরিবর্তনটা আমি নিজে পছন্দ করি না।যা করবেন তা হল নিজেকে পরিশীলিত ও মার্জিত করা।ইয়ো ইয়ো টাইপের ছোকরা দের হয়তো ভালো লাগতে পারে খানিক সময়ের জন্য,কিন্তু দীর্ঘ সময়ের জন্য উপরোক্ত বিষয় প্রাধান্য।



সম্মান করতে শিখুন মানুষকে এবং ঐ মানুষটাকেও যাকে আপনি ভালোবাসেন।কারণ প্রায়ই আমরা বলে উঠি সব মেয়েই এক,সুতরাং অসম্মান করে কখনো কিছু বলবেন না।

খেয়াল রাখবেন কথা বলার সময় কখনোই আপনি হাত-পা ছুঁড়ে কথা যেন না বলেন,মুখ ও শরীর থেকে যেন বাজে গন্ধ না আসে,নাকে হাত দিবেন না,তোতলাবেন না,কথার রিপিটেশন করবেন না,মিথ্যে তথ্য কিংবা চাপা মারবেন এই বলে যে আমার এই-ঐ আছে,জোরাজুরি করবেন না,রিক্সায় উঠিয়ে দিলে নিজে হুট উঠিয়ে দিবেন –যাদের গাড়ি আছে তারা দরজা খুলে দিবেন ইত্যাদি।



ভালোবাসার মানুষটির কোন বিষয়ে আগ্রহ সেটি বুঝার চেষ্টা করুন,তার আগ্রহের বিষয়কে প্রাধান্য দিন।নিজের ব্যক্তি দর্শন কে ভালোবাসার মানুষের আগ্রহের বিষয়ের সাথে কেন্দ্রীভূত করে ঐ বিষয়ে জানার পরিধি বাড়ান।



মেয়েদের বান্ধবীরা অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে,সব সময় এটা সম্ভব হয় না,যদি সম্ভব হয় তাদের কে আপনি ইমপ্রেস করে আপনার এডভোকেট বানিয়ে ফেলবেন,এর জন্য আহামরি কিছু করতে হবেনা শুধু যেই জায়গায়ই পরিচয় হোক না কেন,আইসক্রিম,কিংবা ফুচকা,ক্ষেত্র বিশেষ এ প্রাণ এর আচার,জাল কিছু খাওয়াতে পারেন।একটা কথা এখানে ওদের প্রতি আপনার চোখের দৃষ্টি যেন স্বাভাবিক ও মার্জিত থাকে।



কয়েকটি একস্যাপসনাল বিষয়াদি:



১.কিছু বদ রাগী অথবা জেদি,অথবা দেমাগি মেয়ে আছে এদের সাথে এদের অহংকার ভেঙ্গে দেওয়ার চেষ্টা করেন যুক্তি তর্ক দিয়ে মার্জিত উপায়ে।



২.আপনার সেন্স অব হিউমারের প্রয়োগ করবেন কথা বলার সময়,তাছাড়াও হাস্যরস্তাক কিছু জিনিস ও যোগ করতে পারেন।



৩.ইনডায়ক্টলি বোঝার চেষ্টা করবেন আপনার সম্পর্কে সে কি ভাবে।



৪.অবার নিজেকে হেল্প করার নামে একেবারেই সহজলভ্য করে ফেলবেন না তার কাছে।সহজলভ্য হলে আপনাকে বলদের মত ইউজই করবে শুধু।



৫.মোটরসাইকেল চালাতে পারলে ভালো,যদিও আমি পারি না।যদি না পারেন তাহলে রিক্সায় করে বেরোতে পারেন।



৬.রিলেশন হওয়ার পর কখনই তড়িঘড়ি করে সেক্সুয়াল ইন্ডিকেশনে যাবেন না,চেষ্টা করবেন তার মনোভাব বুঝতে,জোরজবরদস্তি করবেন না।



৭.দুইবার যদি ইন্টারেস্ট করে ব্যর্থ হন,তাহলে তৃতীয়বার চেষ্টা করে বিরক্ত করবেন না।



৮.ভালোবাসার মানুষটিকে পঁচাবেন না অন্য কারো সামনে।



৯.ফানি হতে গিয়ে নিজেকে জোকার বানাবেন না।



১০.যেই বিষয়ে আপনার জ্ঞান বা ধারনা নেই তা নিয়ে কখনো তর্কে যাবেন না।



সবশেষে বলব হাজারো উপায় হয়তো আছে কাউকে আপনার দিকে নিয়ে আসার এগুলো হচ্ছে শুধু কিছু বেসিক অ্যাপ্রোচ।এ ম্যানর গুলো হয়তো আমরা সবাই জানি কিন্তু মানি না।সুতরাং আপনার কথা বলা,আচরণ,দৃষ্টি,বিশ্বাস আপনাকে আলাদা করতে পারে আরেকজনের কাছে।যদি আপনার ভালোবাসার মানুষের কাছে অপশন ও থাকে তাহলে আপনার পজিটিভ অ্যপ্রোচ আপনাকে জয়ী করে দিতে পারে সহজেই।কারণ,সব মেয়েই চায় ডিফারেন্ট কোন কিছু।আর ভালবাসা হওয়ার পর,তাকে আগের মতই ট্রিট করবেন,সম্মান দিবেন,ভালোবাসার রূপ বদলাবেন যেন ভালোবাসা পুরনো ও একঘেয়ে না হয়ে যায় কখনো,আর একটা স্বপ্ন বুনে দেওয়ার চেষ্টা করবেন,যেই স্বপ্ন কে সাথী করে আপনার সাথে থাকবে সর্বদা আপনার ভালোবাসার মানুষটি।

মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১২ দুপুর ১:২৪

লোকালহোস্ট বলেছেন: ভালোই লিখছেন। B-))

০৭ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:০৯

সাহিত্য প্রেমিক বলেছেন: ধন্যবাদ

২| ০৭ ই আগস্ট, ২০১২ দুপুর ১:৩০

মাহবু১৫৪ বলেছেন: আপাতত প্রিয়তে রাখলাম। পরে পড়বো।

০৭ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:১১

সাহিত্য প্রেমিক বলেছেন: হুম যখনই পড়েন একটু মন দিয়ে পইরেন। কাজে লাগবো। থ্যাঙ্কু প্রিয়তে রাখার জইন্য।

৩| ০৭ ই আগস্ট, ২০১২ দুপুর ১:৩৬

রিমন রনবীর বলেছেন: ভালুবাসতে এত কিছু লাগে না।খালি লুলামিটা একটু জানতে হয় :P :P

০৭ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:১৪

সাহিত্য প্রেমিক বলেছেন: নারে ভাই লাগে। লুলামি কইরা যেই প্রেম হয় ওইডা প্রেম না, একটা সর্বনাশা গেম।

৪| ০৭ ই আগস্ট, ২০১২ দুপুর ১:৩৮

লেখাজোকা শামীম বলেছেন: প্রেমের ম্যানুয়াল । তবে অনেক সময় ম্যানুয়াল ফেইল করে। অনেক সময় ম্যানুয়াল না জেনেও সাফল্য আসে।

বড়ই রঙের দুনিয়া রে .......

০৭ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:১৮

সাহিত্য প্রেমিক বলেছেন: আপনার দার্শনিক মন্তব্যের জন্য ধন্যবাদ এবং সহমত প্রকাশ করলাম।

৫| ০৭ ই আগস্ট, ২০১২ দুপুর ১:৪০

ট্রু৬৭২ বলেছেন: ভাই এটাতো ভালবাসার মানুষের মন জয় করার উপায় না মনে হয় সেক্স করার উপায় বলে দিচ্ছেন। ্ভাই এই ধরনের পোষ্ট না দেয়াই ভালো /:)

০৭ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:২১

সাহিত্য প্রেমিক বলেছেন: দুঃখিত। আপনার মতামতের পিছনে যুক্তি দেখান। আমি তো কোন অসুবিধা দেখছিনা।

৬| ০৭ ই আগস্ট, ২০১২ দুপুর ২:০৬

নিরাবেগ বলেছেন: ১৮+ দেবার কারণ কি? ব্লগে হিট বেশি পাবার আশায়?
:p :p :p

০৭ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:২৭

সাহিত্য প্রেমিক বলেছেন: ভাই এটা তো ১৮+ হওয়াটাই ঠিক। ১৮+ বলতে কি শুধু সেক্সুয়ালী বিষয়কেই বুঝায়? তাছাড়া প্রেম ভালবাসা অল্পবয়সীদের জন্য শারীরীক ও মানসিক উভয় ক্ষেত্রেই ক্ষতিকর। তাই ১৮ + দিয়েছি।

৭| ০৭ ই আগস্ট, ২০১২ দুপুর ২:১৫

ফুরব বলেছেন: বুদ্দিজীবি হইবার মন চায়?

০৭ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:২৯

সাহিত্য প্রেমিক বলেছেন: না ভাইয়া। তা কেন হবে?? একটু দেখলাম লেখাটা কারো উপকারে আসে কিনা।

৮| ০৭ ই আগস্ট, ২০১২ বিকাল ৫:২৭

সাদাসিধা মানুষ বলেছেন: ভাল কথাবার্তা, তয় দেখানোর লোক কই :( :(

০৭ ই আগস্ট, ২০১২ বিকাল ৫:৩৬

সাহিত্য প্রেমিক বলেছেন: এই যে আপনি!!!!

৯| ০৭ ই আগস্ট, ২০১২ বিকাল ৫:৩৯

অন্য হিমু বলেছেন: আগে মানুষকে ভালোবাসতো শিখুন তবেইতো একটা মেয়েকে ভালোবাসতো পারবেন ।

এই টা বুজলাম না..
.ভালোবাসার মানুষটিকে পঁচাবেন না অন্য কারো সামনে।

০৭ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:১৩

সাহিত্য প্রেমিক বলেছেন: আমি নিজেই এখন টেনশনের মধ্যে আছি। আপনারে কি বুঝামু ?

১০| ০৭ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:২৭

বিভ্রান্তকারি বলেছেন: আমার কেও নাই :( :( :( :((

০৭ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:২৩

সাহিত্য প্রেমিক বলেছেন: তাইলে আসেন কুলাকুলি করি।

১১| ০৭ ই আগস্ট, ২০১২ রাত ৮:১৯

সূর্য বলেছেন: মেয়েদের ব্যাপারে একটা জিনিস খেয়াল রাখবেন যে ওরা মুখে বলে এক, ভাবে আরেক, আর কাজ করে সম্পূর্ণ ভিন্ন। কাজেই বুইঝা শুইনা যা করার করেন।

০৭ ই আগস্ট, ২০১২ রাত ৮:৪৮

সাহিত্য প্রেমিক বলেছেন: :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.