![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সাধারণ মানুষ অসাধারণ কিছু করার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছি।
এক মাস হয়ে গেল এরমধ্যে একবারও ছেলেটাকে ছাদে দেখলাম না। এমন তো হয়না। যতক্ষণ জেগে থাকতাম ছেলেটা ছাদে পায়চারি করত। আমি বেলকনীতে গেলে এদিকটার কার্নিস ঘেঁষে দাঁড়িয়ে অপলক চেয়ে থাকত আমার দিকে। কিছু বলতনা। পড়া শেষ করে বাতি নিভিয়ে আমি ঘুমাতে গেলে তবেই সে ঘুমাতো। রোজকার রুটিন ছিল তার। মাঝে মধ্যে এমনিই লাইট অফ করে আড়ালে থেকে দেখতাম সে ঘুমাতে যায় কিনা। কিন্তু কিকরে যেন সে বুঝে ফেলত আমার চালাকি। ঠোটের কোনের মুচকি হাসি আবছা আলোয়ও আমার ঘর থেকে ঠিকই দেখতে পেতাম।
: এই কোথায় আপনি? নামটাও তো জানা হলোনা। প্লিজ আর একবার এসে দাঁড়াবেন ছাদের কার্নিসে? সামনে আমার পরীক্ষা।
২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৩
মামুনুর রহমান খাঁন বলেছেন: ধন্যবাদ
২| ২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: পরীক্ষা সামনে নিয়ে এসব কী?
২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৩
মামুনুর রহমান খাঁন বলেছেন:
৩| ২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৯
আখেনাটেন বলেছেন: ফেসবুকের জামানায় মনে হয় ১০০ শব্দ, ৫০ শব্দ, ৭৩ শব্দ, ৩৭ শব্দ ইত্যাদি ক্যাটেগরির গল্পের প্রচলন পাঠকেরা হাপুস হুপুস করে খাচ্ছে।
ভালো। ন্যানো গল্প হিসেবে মন্দ না।
২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৪
মামুনুর রহমান খাঁন বলেছেন: ধন্যবাদ
৪| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নতুন ভা্বনা !
মন্দনা
২৮ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৬
মামুনুর রহমান খাঁন বলেছেন: ধন্যবাদ
৫| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪২
তারেক_মাহমুদ বলেছেন: এরপর সামনাসামনি দেখা হবে তারপর ডেটিং, কিছুদিন পর অন্যজনের সাথে বিয়ে হয়ে যাবে। ব্যাস গল্প শেষ।
২৮ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪৬
মামুনুর রহমান খাঁন বলেছেন:
৬| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১২:১৯
সুমন কর বলেছেন: হুম, খারাপ না।
২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:১১
মামুনুর রহমান খাঁন বলেছেন: ধন্যবাদ
৭| ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫৭
ক্স বলেছেন: আপনি কি সমকামী?
২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:১১
মামুনুর রহমান খাঁন বলেছেন: কেন আপনার এমন মনে হলো?
৮| ২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:২১
ক্স বলেছেন: না মানে একটা ছেলেকে না দেখতে পেয়ে আপনি অস্থির.......... আপনার নাম মামুন.............. প্রোফাইল পিকে পুরুষের ছবি।
২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১৫
মামুনুর রহমান খাঁন বলেছেন: “একটা ছেলেকে না দেখতে পেয়ে আপনি অস্থির” - আপনি গল্পটি হয় বুঝতে পারেননি কিংবা ভুল বুঝেছেন। অস্থির আমি না, গল্পের চরিত্র। যিনি তার আকুলতার কথা আমাদের বলছেন। গল্পের চরিত্রটি যে লেখকই হবেন এমন কোন নিয়ম আছে কি?
বাই দ্যা ওয়ে- আপনার কমেন্টটি আমি নিছক ফান হিসেবেই বিবেচনা করছি।
৯| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:১০
আকতার আর হোসাইন বলেছেন: ভালোই...
তবে এসব গল্প বেশি দূর আগায় না। কয়েকদিন পরে অন্য একজনের সাথে ঘর বাঁদবে। অতঃপর গল্পের সমাপ্তি..
২৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:১৯
মামুনুর রহমান খাঁন বলেছেন: হ্যাঁ বাস্তবতা হয়তো এমনই। কিন্তু তবুও মানুষের আবেগ/অনুভূতি/ভালোবাসা প্রকাশ পায়। সরবে কিংবা নিরবে। ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭
নাঈম মুছা বলেছেন: সামনে আমারও পরীক্ষা! হাহাহা! ভালো লিখেছেন।