নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জয় হবে সত্যের , জয় হবে মানবতার , জয় হবে মানুষের

মামুন হিমু

মামুন হিমু › বিস্তারিত পোস্টঃ

সবকিছু নষ্টদের অধিকারে যাবে

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৪

কিছু একটা লিখবো বলে মাঝে মাঝেই কলম ধরি ,কিন্তু কি লিখবো লিখবো করে প্রতিবারই থেমে যাই,কলম সাবলীল চলে না



বর্তমানে দেশে অনেক ইস্যু,মানুষ পুড়ে মরে,হরতালে গাড়ি পোড়ে,আর বিশ্বজিতেরা লাশ হয়ে পড়ে থাকে আর রাজাকারেরা জেলখানায় মুক্তির দিন গোনে।হুমায়ন আজাদ বলেছিলেন -সবকিছু নষ্টদের অধিকারে যাবে। আজ স্যারের কথা সত্যি করে সবকিছু নষ্টদের অধিকারে চলে গেছে



গার্মেন্টসে ১২৪ জন শ্রমিক পুড়ে কয়লা হলো,আমরা কিন্তু এখন সব ভুলে গেছি দুইটা মিছিল দুইটা মিটিং ব্যাস সব শেষ! সরকার অনেক অনেক আশ্বাস ই দিলো,কিন্তু এখন পর্যন্ত আশুলিয়াই ৩০০ এর বেশি ফ্যাক্টরীতে ঝুকি ব্যাবস্থাপনা পর্যবেক্ষনে কোন সরকারী টিমের দেখা পেলাম না।১২৪ জনের ক্ষতিপূরনের আশ্বাস দিয়েই সরকার ক্ষান্ত কিন্তু আরো যে ৪ লাখের ওপর শ্রমিক এই অষ্ণলে কাজ করে তাদের কথা ভাবার মত সময় সরকারের কোন কর্তাব্যাক্তির হাতে নেই।আবারো ১০০ জন পুড়ে মরবে তারপর আরো তারপর আরো এভাবেই বাড়তে থাকবে শ্রমিকের লাশের মিছিল।



১০ তারিখে বিশ্বজিত্‍ যখন কিরিচের আঘানে ক্ষতবিক্ষত হচ্ছিল সেই হরর শো টিভিতে আমরা অনেকেই দেখেছি।কিছু জোম্বি যখন তাকে কোপাচ্ছিল,আমি আশপাশে কোন মানুষ দেখি নি ওগুলোকে আমার তখন হরর ফিল্মের জোম্বি মনে হচ্ছিল। বিশ্বজিতের জায়গায় ওইদিন আমি আপনি যে কেউই প্রতিস্থাপিত হতে পারতাম। আশাকরি ২ দিন পর আমরা বিশ্বজিত্‍ কে ও ভুলে যাবো,তারপর নতুন ইস্যু পেয়ে আমরা আবার লাফাবো আর জোম্বিরা কিরিচ হাতে আমাদের তাড়া করে বেড়াবে।



এই সময়ের সবচেয়ে বড় ক্ষত জামাত শিবির। একাত্তরে যে জড় আমরা গোড়া থেকে ওপড়াতে পারিনি তাই আজ বীষবৃক্ষ হয়ে এই দেশটাকে গিলে খেতে আসছে,আর আমাদের রাজনীতিকরা এখনো ভোটের হিসেবের যোগ বিয়োগে ব্যাস্ত। শিক্ষকরা তাদের ন্যায্য বেতনের দাবীতে আন্দোলন করলে তাদের ওপর গরম পানি ছোড়া হয় অথচ শিবিরের শূয়োর গুলো পুলিশ মেরে হাসপাতালে পাঠালেও সরকার তা সতর্ক দৃষ্টিতে পর্যবেক্ষন করে আর ভোটের খাতায় হিসেব মেলায়। জামাতের মত একটা প্রতিক্রিয়াশীল ধর্মান্ধ গোষ্ঠি এদেশে রাজনীতি করার অনূমতি পাই কেমনে?



আমরা আমজনতা সবকিছু দেখে যাওয়ায় আমাদের নিয়তি।এই দেশে বাচতে হলে বিন্পী আওয়ামী লেজুড় ধরা লাগে,এখানে মানুষ হয়ে বাচা বড় কষ্টকর।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৬

আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন: সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হবে একদিন

২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৭

মামুন হিমু বলেছেন: হুমম সেই পরিবর্তনের অপেক্ষায় আর কত জন্ম যে অপেক্ষা করা লাগবে:-(

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯

আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন: বৃটিশ তাড়াতে লাগছে ৩০০ বছর, পাকিস্তানিদের তাড়াতে লাগছে ২৪ বছর, এদের দিনও শেষ হবে তাড়াতাড়ি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.