![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আল্লাহ বানাইসে ইসলাম আর শয়তানে বানাইসে জামাতে ইসলাম এই কথা টা যে সমস্ত মুমিন ভাইয়েরা বুজতে পারছেন না বা বোঝার চেষ্টাও করছেন না, যেনে রাখুন পরকাল বলে সত্যিই যদি কিছু থেকে থাকে তবে এই একটা দল কে সমর্থন এর জন্য আপনার ঠিকানা কিন্তু হতে যাচ্ছে নিশ্চিত জাহান্নাম। জামাতে ইসলাম যে একটা মোনাফেক দল এইটা বুজতে বড় আলেম হওয়া লাগে না ধর্ম সম্পর্কে সামান্য জানা থাকলেও আপনি বলে দিতে পারবেন এরা মোনাফেক। আচ্ছা হাদিসে মোনাফেকের কয়টা গুনাবলির কথা বলা হইছে? আমি বলব না আপনি নিজেই পড়ে আসুন আর তারপর মিলিয়ে দেখুন তো জামাতে ইসলাম নামক দল ও তার নেতাগনের সাথে তার কত গুলো মিলে যায়?
কি মিল পাচ্ছেন? ঠিক আছে শেষ জামানা সম্পর্কিত আরও কিছু হাদিস আছে একটু কষ্ট করে খুজে পড়ুন , আমি কোন লিঙ্ক দিবনা কারন আমি তো নাস্তিক আমার কথা আপনাদের বিশ্বাস হবে না , তাই বলছি একটু কষ্ট করে খুজুন না,দেখুন শেষ জামানাই ফাতনা ফাসাদ সৃষ্টিকারী দলটির সাথে জামাতে ইসলাম নামক দল ও তার নেতাগনের সাথে কোন মিল পাচ্ছেন কি?
আচ্ছা কোরানের এই আয়াত খানা দেখুন তো “আর যখন তাদের কে বলা হয় দুনিয়ার বুকে দাঙ্গাহাঙ্গামা সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো মীমাংসার পথ অবলম্বন করেছি
মনে রেখো তারাই হাঙ্গামা সৃষ্টিকারী, কিন্তু তারা তা উপলব্ধি করে না”
সূরা আল বাক্কারাহ
আয়াতঃ১১-১২
কি বুজলেন? চিনতে পারলেন সেই দল টাকে, আজকের জামাত শিবির কিন্তু আপনার মত সাধারণ মুসলিম এর আবেগ কে পুজি করে রাজনীতি করছে,আপনি তাদের কাছে দাবার গুটি । আজ দেখেন দেশের মুল মিডিয়ার কিছু হলুদ পত্রিকা একজন মরা মানুষ থাবা বাবা(রাজিব হায়দার) এর নাস্তিকতার কাহিনী খুব ফলাউ করে প্রচার করছে, রাজিব হায়দার কিন্তু ২০০৭ সাল থেকে অনলাইন এ অনেক রকম লেখা লিখে আসছে, তার ব্লগ বলে যে ব্লগ টার প্রচার করা হচ্ছে তা ২০১২ সালের এতদিন এইসব তারা দেখেও চুপ থাকল ক্যান? আর এতদিন পর তাদের ইমানি জোশ ই বা উঠল ক্যান? চিন্তা করে দেখুন তো সাধারণ মুসলিম ভাইয়েরা। খুব কৌশলে আপনাদের আবেগ টা কে কাজে লাগিয়ে জামাত বিরোধী আন্দোলন থামিয়ে দেওয়াই তাদের লক্ষ্য, আমরা যারা অনলাইনে দীর্ঘ দিন যাবত বিচরণ করছি তারা অনেকেই দেখে থাকবেন ধর্ম কে কটাক্ষ করে অনেক সিরিয়াস লেখা কিন্তু অনেকদিন ধরে অনলাইনে প্রচার হয়ে আসছে, এত দিন নয়াদিগন্ত,আমার দেশ পত্রিকার হলুদ সাংবাদিক গুলো এ লেখা দ্যাখে নাই নাকি এখন বিশেষ কোন মহল কে বাঁচানোর জন্য তারা প্রগাপান্ডা ছড়াচ্ছে? মুসলিম ভাইয়েরা মনে রাখুন একজন নাস্তিক আপনার ধর্মের যত টুকু না ক্ষতি করতে পারবে তাঁর চেয়ে কিন্তু অনেক বেশি ক্ষতি করে ধার্মিক সেজে বসে থাকা মোনাফেকের দল। সাবধান হন আপনার ধর্ম কে রক্ষার জন্য একজন নাস্তিক কে গালি না দিয়ে ওই মোনাফেক দের বয়কট করুন, তাদের লেখা বয়কট করুন। নিজের ধর্ম কে নিজে চিনুন , কোন ভণ্ড জামাত শিবিরের পেইড ব্লগারের লেখা পড়ে নিজের ঈমাণ ধ্বংস করবেন না। আসুন নিজেকে চিনি জামাত শিবির ছাগুর খোয়ার বর্জন করি।
আজকের আমার দেশ পত্রিকার রিপোর্ট যারা দেখছেন, একটু খেয়াল করে দেখুন এইরকম একটা উস্কানি মূলক লেখা দেওয়ার কারন কি? তারা আপনাদের ধর্মের আবেগ কে পুজি করে আপনাদের পথে নামাতে চাঁচ্ছে, সতর্ক হন ওইসব বকধার্মিক দের থেকে। আপনারা অনেকেই জানেন আজ প্রায় ১৪/১৫ বছর ধরে বাংলা ব্লগে ধর্ম কে নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা মূলক লেখা আসছে, তাঁর প্রতি উত্তর ও বিভিন্ন ইসলামি ব্লগার রা দিয়ে আসছে, কিন্তু এতদিন এই সব নাস্তিক ঠেকাতে জামাত শিবির মাঠে নামল না মূল মিডিয়া ও চুপ থাকলো এমন কি আজ অধুনা ইসলামের ধজা ধারি আমার দেশ পত্রিকা ও কোন কথা বলল না, হটাত করে এই পত্রিকার ইসলাম রক্ষার ডাক দেয়া খুবই সন্দেহজনক। এমন কি কাবার গিলাফ পরানো অনুষ্ঠান কে এরা জামাতি নেতাদের মুক্তির দাবিতে আলেম সমাবেশ বলে মিথ্যাচার করে ছবি ছাপছিল সে কথা নিশ্চয় আপনারা ভুলে যান নাই। তারমানে এরা নিজেদের স্বার্থে কাবা শারিফ কে নিয়ে মিথ্যাচার করতেও ছাড়ে না। এমন কি তারা এই মিথ্যাচারের জন্য এখনও ভুল পর্যন্ত স্বীকার করে নি। তাহলে এই মুনাফিক দের মিষ্টি কথাই কেন ভুলবেন আপনি? নেটে ধর্ম নিয়ে খুব সুন্দর সুন্দর লেখা আছে, সেগুলো পড়ুন নিজে ধর্ম শিখুন, কিন্তু ধর্মের নাম শূনেই শিবির নামক কিছু মোনাফেকের কথাই নাচবেন না। একজন নাস্তিকে কখনই আপনাকে মসজিদে যেতে বাধা দেবেনা এমন ইচ্ছা ও তাঁর নাই, নাস্তিক হয়ত কি বোর্ড কে তাঁর অস্ত্র বানিয়ে লিখবে, আপনি ইচ্ছা করলেই সে লেখা এড়িয়ে যেতে পারেন, কেউ আপনাকে তা পড়তে জোর করবেনা। কিন্তু একজন মুসলমানবেসি মোনাফেক আপনার মসজিদে ঢুকে আপনাকে জাহান্নামের পথে ডাকবে মধু মাখা সূরে, আপনি নিজের আজান্তেই শয়তানের আনুসারি হয়ে যাবেন। তাই বলছি সাবধান হউন, জামাত শিবিরের মোনাফেক দের থেকে দূরে থাকুন। নাস্তিক কে ঘেন্না করুন সমস্যা নেই, কিন্তু মানুষ কে ঘেন্না করবেন না। আর বিভেদ তৈরি কারীদের থেকে দূরে থাকুন। মানুষের আবেগ নিয়ে, মানুষের ধর্ম নিয়ে রাজনীতি করা জানোয়ারদের বয়কট করুন,শাহবাগে আসুন জানোয়ার রাজাকার দের বিচার দাবি করুন, এ দেশ আমার, এ দেশ আপনার, এ দেশ সবার। আমাদের মাঝে কোন বিভেদ নেই, আমি আস্তিক নাস্তিক চিনি না, আমি বাঙালি চিনী। আর যে লোক গুলো এ দেশ টাকেই চাইনি তাদের মিষ্টি কথাই বিভ্রান্ত না হয়ে তাদের প্রতিরোধ করি। আসুন শাহাবাগ প্রজন্ম চত্বর এক গলায় স্লোগান তুলি “জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়” “ বীর শহিদের বাংলায় রাজাকারের ঠাই নাই”।
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
সজল৯৫ বলেছেন: বাহ! ভাল না!! ভাল তো ইসলাম এখন বাংলালিংক দামে পাওয়া যাচ্ছে!!!
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
ডাইনোসর বলেছেন:
এই দেশে ইসলাম রক্ষার জন্য বিএনপি, কি যথেষ্ট নয়। জামাতের কি দরকার? বিএনপির আমলে কি ইসলাম নষ্ট হয়ে গিয়েছিল। এরশাদের আমলে কি ইসলাম ধ্বংস হয়েছিল। এই চার বছরে কি ইসলাম ক্ষতিগ্রস্থ হয়েছে। তাহলে জামাতকে কেন ইসলামের জন্য রাখতে হবে।
৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
মামুন হিমু বলেছেন: শারদ শিশির সহমত ভাই
৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
বিপ্লবী পথিক বলেছেন: লেখক বলেছেন: আল্লাহ বানাইসে ইসলাম আর শয়তানে বানাইসে জামাতে ইসলাম....
.........................
আমি বলছি: ঠেলার নাম বাবাজী, নাস্তিকেরা এখন মুখে লাগাম দিয়েছে !!!
৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
বিপ্লবী পথিক বলেছেন: জামাত শিবির সত্যিকার অর্থেই মুনাফিক। এদের নিষিদ্ধ করা হোক
৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
মামুন হিমু বলেছেন: বিপ্লবী পথিক বলেছেন: জামাত শিবির সত্যিকারঅর্থেই মুনাফিক। এদের নিষিদ্ধ করা হোক
সহমত
৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
মাহির কাবির বলেছেন: sob dosh nondo ghoser...
bhai jamayat shibir kharap ami mani,ste ste ami etao mani j bnp r hambao dhormo bebosayi..amar kotha tw apnar blv hbe na,ek2 khbr nen na,kisu dn age hasina afa ki koisilo pujai jaiya.hasina khaledar haj kra dakhle lozza lage.r shahbagh basi o to dhormo nia bebsa korlo Sas porjonto.amar desh kharap,kintu KALER KONTHOr kotha kisu bllen na keno jei FARABIr ekta mosa marar khomota nai tare oporadhi banai dilo.apne nastik vala kotha,islam re nia galigalaz koren kn?ekn tw blbn ami sagu
৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
JINDA SAHJALAL বলেছেন: জামাত-শিবির মুনাফিকি করে তা আমরাও বলি।কিন্তু নাস্তিক তোদের সমস্যা কি??? মুনাফিকদের কে আমরা বয়কট করবো যেভাবে হোক।কিন্তু জানোয়ার নাস্তিক? তোরে মাদবারি করতে বলছে কে??
১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
গাজী সালাহউদ্দিন বলেছেন: মহানবী (সাঃ) কে নিয়ে যারাই গালাগালি করছে আগে তাদের বিচার চাই । নাস্তিকতার নামে ইসলামকে নিয়ে কটুক্তি সহ্য করা হবে না ।
কেন জামাতের সাথে ইসলামকে জড়ানো হয় ? কেন নিজামীর সাথে সাথে মহানবী (সাঃ) কে গালি দেয়া হয় ?
আওয়ামী লীগে কি কোন রাজাকার নাই ? রাজাকার কি খালি জামাতে আছে ?
যে কোন নাস্তিককে চ্যালেন্জ জানাই - যদি সৎ হয় - দেখি যুক্তিতে পারে কিনা ? নাস্তিকতরা অসারতা প্রমাণ করে দিব । মদ খাইয়ে আর নারী নিয়ে পড়ে থেকে পবিত্র কুরআন ও নবী (সাঃ) গালাগালি করা হয় ? নিজেরা একেকটা চরিত্রহীন - লম্পট আবার ইসলামে গালাগালি করে ।
নাস্তিক ও রাজাকার - এই দুটোকেই বাংলার মাটি থেকে বিতাড়িত করতে হবে । প্রত্যেকটা নাস্তিকের ব্লগে ইসলামকে নিয়ে কেন কটুক্তি ? কারণ - প্রত্যেকটা ভারতের - এজেন্ট হিসেবে কাজ করতেছে । সরকারের উপর 'র' এর ভর করছে ।
১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
মামুন হিমু বলেছেন: বাহ এরই মধ্যে কিছু সোনা ব্লগার চলে আসছে দেখছি, চোরায় কি আর ধর্মের কাহিনি শোনে? ল্যাদায়ে দূর্গন্ধ কইরেন না ভাই। ছাগু চোনার গন্ধে আমার বমি আসে >মাহির কাবির,JINDA SAHJALAL এবং গাজী সালাহউদ্দিন
১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
গাজী সালাহউদ্দিন বলেছেন: কথায় না পারলে ছাগু ট্যাগ লাগাও । এই তো তোমাদের কাজ । ইসলামের পক্ষ নিলেই রাজাকার আবার কও আসুন মুসলিম ভাইয়েরা । গত বার নৈাকায় ভোট দিছিলাম - আর না ।
আমার ব্লগে গিয়ে দেখ - রাজাকারীর কোন নমুনা পাও কিনা ?
তোমরা যে দ্বিমূখী - চরিত্রহীন - এটা প্রমাণিত ।
১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
মামুন হিমু বলেছেন: হাসাইয়েন সালাউদ্দিন এই মূহুর্তে হাসার মুডে নাই
১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১০
ওমেগা পয়েন্ট বলেছেন: আমি একজন নাস্তিক বলছি
এ্রত কুরআন হাদীস জেনেও নাস্তিক হইলেন কেমনে?
১৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪২
ব্লগার ইমরান৪৭ বলেছেন: যে অপরাধ করেছে সে শাস্তি যোগ্য । তার বিচার করতে হবে। বিচারে তাকে যে শাস্তি দেবে তা মানতে হবে। বিচার না হলে আন্দোলন করা যাবে। তাই কোন ধর্ম কে কেন জড়ানো হবে? কেন কোন দলের নেতার সাথে কোন ধর্মের মহাপুরুষকে জড়ানে হবে? বাংলাদেশের প্রতিটা ধর্মের মানুষ সব রাজনৈতিক দলে আছে । তবে কেন ইসলাম কে নিয়ে বিদ্রুপ করা হবে?????? তারা কি ইসলাম দরদি??? নাকি মুসলমানদের ইসলাম কি তা শিখাতে চায়??? যদি ইসলাম কি , তা শিখাতে চায়??? তাহলে সে ধর্ম না মেনে কেন নাস্তিক হল????
১৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭
টয় বয় বলেছেন: -
জামাতী ও নাস্তিক সব গুলারে নিষিদ্ব করা দরকার......!!
১৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৫
ওমেগা পয়েন্ট বলেছেন: কেন কোন দলের নেতার সাথে কোন ধর্মের মহাপুরুষকে জড়ানে হবে? বাংলাদেশের প্রতিটা ধর্মের মানুষ সব রাজনৈতিক দলে আছে । তবে কেন ইসলাম কে নিয়ে বিদ্রুপ করা হবে??????
১৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১৩
মামুন হিমু বলেছেন: ধর্মের যৌক্তিক ভূল তুলে ধরা অন্যায় কিছু নয়,অনেক ভন্ড ওয়াজকারী ও কিন্তু অনান্য ধর্মের ভুল তুলে ধরে হাস্যরস করে তারা যদি অন্যায় না করে থাকে তবে ইসলামেরও ভূল ধরা কেন যাবে না,দুনিয়ার কোন মতবাদই ভূলের উর্দ্ধে না,আবার সব মতবাদেই অনেক অনেক ভালো ভালো কথা আছে।আমিই একমাত্র সঠিক আর সব ভুল এই ধারনা পাল্টানোর সময় এসেছে ভাই
১৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪২
ওমেগা পয়েন্ট বলেছেন: @ মামুন হিমু , ইসলাম নিয়ে আরেকটু তুলনামূলক স্টাডি করা দরকার মনে হয়। তাহলে বুঝতে পারবেন যে এই জীবন ব্যবস্থা আসলেই ভুলের উর্দ্ধে।
২০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৫
আমরা তোমাদের ভুলব না বলেছেন: গাজী সালাহউদ্দিন বলেছেন: মহানবী (সাঃ) কে নিয়ে যারাই গালাগালি করছে আগে তাদের বিচার চাই । নাস্তিকতার নামে ইসলামকে নিয়ে কটুক্তি সহ্য করা হবে না ।
কেন জামাতের সাথে ইসলামকে জড়ানো হয় ? কেন নিজামীর সাথে সাথে মহানবী (সাঃ) কে গালি দেয়া হয় ?
আওয়ামী লীগে কি কোন রাজাকার নাই ? রাজাকার কি খালি জামাতে আছে ?
যে কোন নাস্তিককে চ্যালেন্জ জানাই - যদি সৎ হয় - দেখি যুক্তিতে পারে কিনা ? নাস্তিকতরা অসারতা প্রমাণ করে দিব । মদ খাইয়ে আর নারী নিয়ে পড়ে থেকে পবিত্র কুরআন ও নবী (সাঃ) গালাগালি করা হয় ? নিজেরা একেকটা চরিত্রহীন - লম্পট আবার ইসলামে গালাগালি করে ।
নাস্তিক ও রাজাকার - এই দুটোকেই বাংলার মাটি থেকে বিতাড়িত করতে হবে । প্রত্যেকটা নাস্তিকের ব্লগে ইসলামকে নিয়ে কেন কটুক্তি ? কারণ - প্রত্যেকটা ভারতের - এজেন্ট হিসেবে কাজ করতেছে । সরকারের উপর 'র' এর ভর করছে ।
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
শারদ শিশির (এ.বাংলাদেশী) বলেছেন: নাস্তিকেরা মন্দির মসজিদ গির্জা এর কোনটাই পোড়ায়না।যারা এ সব করে তারা কোন না কোন ধর্মেরই.....ডঃ হুমায়ুন আজাদ।
যারা নিজে ধর্ম মানেনা কিন্তু অন্যের বিশ্বাসে আঘাত হানে তারা উগ্রপন্থি বই আর কিছুনা।আমি নাস্তিক শতভাগই নাস্তিক।আমি আমার লেখায় কারো ধর্মকেই বর্ম পরাইনা।আবার সত্য বলতে কোন ধর্মের মহাপুরুষদের ভক্তগণকেই ছেড়ে দেইনা।রাজাকারের ফাসি চাইতে আবার আস্তিকতা নাস্তিকতা আসে কেন! আস্তিক হোক আর নাস্তিকই হোক দেশের শত্রুর ফাসি চাইবে জনগণ এটাই স্বাভাবিক।আর যারা শাহবাগ যায়নি তারা যেন শাহবাগের মাটিতে চলার স্বপ্ন না দ্যাখে।তারা আ্যাবোটাবাদ চলে যাক।ওটা তাদের পূণ্যভূমি।