নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জয় হবে সত্যের , জয় হবে মানবতার , জয় হবে মানুষের

মামুন হিমু

মামুন হিমু › বিস্তারিত পোস্টঃ

মহামান্য সরকার খেয়াল কইরা

১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

মহামান্য সরকার মহোদয়ের প্রতি আকুল আবেদন



জনাব আমি এক অল্প ঞ্জানী নাস্তিক মানুষ ধর্ম মানিনা তাই যাই বলিনা কেন তাহা কোন না কোনভাবে ধর্ম সমালোচনাই হয়ে যায়,কিন্তু ইদানিং শুনিতে পাইতেছি মুসলমানগো ধর্মানূভুতিতে আঘাত দিলে সরকার তাহার বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করিবে কিন্তু মহোদয় আমি এক নাদান মানুষ কোন কোন কথায় তাহাগো অনূভূতি খাড়াইয়া যাইবো তাহা আমি বুঝিতে অক্ষম,কোন কোন জায়গায় এমনো হইয়াছে যে শুধু আমি নাস্তিক এই কথাটুকু বলিতেই অনেকের অনূভূতী লিঙ্গ দন্ডের ন্যায় খাড়াইয়া গিয়াছে অতএব মহোদয় আপনারা যেমন মুঠোফোনে বার্তা প্রদান করিয়া আমাদিগকে সতর্ক করিতেছেন ঠিক তেমনি অনূভূতি খাড়া হইবার সবিস্তার অনূলিপি যদি আমাদিগকে প্রদান করিতেন তাহা হইলে এই নাদানের পক্ষে বুঝিতে সুবিধা হইতো অথবা অনূভূতি নামা নামে কোন পুস্তক রচনা করিয়া যদি আমাদিগকে প্রদান করিতেন তাহা হইলো এই নাদান বুঝিতে পারিতো ।

মহামান্য সরকার মহোদয় আমি আরো আনন্দের সহিত বলিতে চাই যে এই একবিংশ শতাব্দীতে আমরা গর্বিত যে আমরা আবারো স্বচক্ষে আদিম যুগ দেখিতে পারিবো,আমরা বিঞ্জান ছাড়িয়া কোরান ধরিবো আমাদের এরোপ্লেন জাহাজ প্রয়োজন হইবে না আমরা দোয়া পড়িয়া ফু দিয়া সত্যযুগের বুজুর্গান দের ন্যায় মাদুরে ভর করিয়া আকাশে উড়িব পানিতে ভাসিব, ইহা ভাবিতেই আনন্দে আমার চক্ষু সজল হইয়া উঠিতেছে,সত্যযুগের ন্যায় আমরা গননাযন্ত্র,মুঠোফোন,অন্তর্জাল এইসব ইহুদি নাসারা গো পন্য বর্জন করিয়া গুহাতে বসিয়া ধ্যান করিবো আর জগতের সকল অদেখা রহস্য উন্মোচিত হইয়া যাইবে,চারিদিকে শুধু সুখ আর সুখ বিরাজ করিবে আর আপনারাও নিশ্চিন্ত মনে সুইস দেশীয় অর্থসংরক্ষনাগারে দেশের সমূদয় অর্থ নিজ নিজ নামে সংরক্ষন করিবেন। মাননীয় সরকার মহোদয় এই নাদানের কথায় আপনারা আবার দন্ড খাড়া করিয়েন না ,পুরুষ দন্ড খাড়া হইলে নারীর সুখ কিন্তু ইমান দন্ড খাড়া হইলে মরে নিরীহ মানুষ।



মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০১

এম আর সুমন বলেছেন: ব্যান মোবারক!!

২| ১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

গেস্টাপো বলেছেন: আপ্নে তো নেস্টিক

ইহুদি-নাসারা রা পণ্য বানাইলে আপনার প্রব্লেম কি :|

৩| ১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১১

আশিকুর রহমান ১ বলেছেন: ক্যান সরকারের ঘোষনা শুইনা আপনাদের নাস্তিক্যবাদের লিঙ্গ রগাঢিলা হইয়া গেছে নাকি?

৪| ১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২০

হিমু ঘাসফড়িং বলেছেন: "তাই যাই বলিনা কেন তাহা কোন না কোনভাবে ধর্ম সমালোচনাই হয়ে যায়,"

এই কথাটা ঠিক না। তোমার মত নাদান নাস্তিকদের নাদানিপনা কথা বলার জন্যই নাস্তিকদের সবাই এখন ঘ্রনা করে। খারাপ ভাষা ব্যবহার বাদ দাও। নিজে যেভাবে ইচ্ছা সেভাবে থাকো। আর অন্যের সমালচনা একটু কম কম কইরো।

৫| ১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

গেস্টাপো বলেছেন: ইচ্ছা আছে বেঙ্গেলি নেস্টিকদের ভাষার ব্যাবহার নিয় একটা পুস্টু দিমু

আর আই বুঝি ন ৩০ কোটি বাঙ্গালির মাঝে ১৫ কুটি বাঙালি বিশেষ একটা ধর্মের হইলেও সেই ধর্মের সমালোচনা করে না নেস্টিকরা


তার মানে কি ৯০% বেঙ্গেলি নেস্টিক হি* :P

৬| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৭

িনষ্ঠুর বলেছেন: বোকা** পোষ্ট X(( X(( X((

৭| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৭

মামুন হিমু বলেছেন: মন্তব্য কারী মুমিন গন এত অল্পতেই খাড়াইয়া গেলে কি চলে? মুঠোফোনে থাকার দরুন আপনাগো সব মন্তব্যে সময় মত জবাব দিতে পারলাম না বলে দুঃখিত

৮| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫১

bappyalmamun বলেছেন: দোস্ত, তুমরা যারা নাস্তিক! তুমরা কিছু পারো আর না পারো। আউল ফাউল প্রকৃতির পোষ্ট দিয়া গাল শুনবার ভাল পারোস।

৯| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:১২

মামুন হিমু বলেছেন: আহা বাপ্পি দোস্ত চেতো ক্যান তোমাগো জ্বালায় কি স্যাটায়ার লিখবার ও পারুম না

১০| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:২২

গ্রাম্যবালিকা বলেছেন: ছ্যা

১১| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫০

গেস্টাপো বলেছেন: ইয়ে মুহামান্নু নেস্টিক
মুবাইল তেকে বের ওলে পিচিতে আচলে উইকির এই লিকাটা দেকবেন দুয়া কুরে :|


http://en.wikipedia.org/wiki/Atheism_in_Hinduism

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.