![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাজমুল আহসান রাজু নামক এক ছাগ শিশু সংগ্রাম পত্রিকাই একখান আর্টিকেল প্রসব করিয়াছেন '"হিন্দু হয়েও মুসলিম নাম ধারণ, ধৃষ্টতা ও ঔদ্ধত্যকে ছাড়িয়ে যাচ্ছে ওরা
এপার-ওপারের নাস্তিকদের টার্গেট ইসলাম আখড়া নবযুগ ব্লগ ও ইসলাম ওয়াচ" নামে। এখানে নবযুগ ব্লগ কে আক্রমণ করে এবং বিভিন্ন ব্লগার কে হিন্দু ট্যাগ করে আক্রমণাত্মক লেখা লিখিয়াছেন ঐ ছাগ শিশু, এই ছাগ শিশু আরো লিখিয়াছেন " শাহবাগের আন্দোলনের উদ্যোক্তা ব¬গার আসিফ মহিউদ্দিনের আসল নাম বিদ্যুৎ কুমার ভৌমিক, ব¬গার আরিফুর রহমানের হিন্দু নাম নিতাই ভট্টাচার্য এবং চিন্তিত সৈকতও একজন হিন্দু। মুসলামান নাম ধারণ করে এরা পবিত্র কুরআন ও হাদীসের বিরচদ্ধে বিষোদগার, সমালোচনা চালিয়ে বিভ্রান্তির বিষবাষ্প ছড়িয়ে দিচ্ছে। " আসিফ মহিউদ্দিন কে অনেকেই চিনে কিন্তু তিনি যে হিন্দু ঘরের সন্তান তা তো জানতাম না কিন্তু লেখক ছাগশিশু কী সুন্দর মিথ্যাচার করে গেলো,
তিনি বলেছেন "কলকাতার নবযুগ ব¬গের ব্যবস্থাপনা কমিটি তথা পরিচালনা সঙ্গে জড়িত চার পান্ডা আবুল কাশেম, সৈয়দ কামরান মির্জা, ভবঘুরে ও মহসিনা খাতুন। ব¬গটির শ্লোগান হলো বাঙালী প্রগতিশীলতার প্রতীক। ব¬গটিতে যে কেউ গেলে দেখতে পাবেন ছত্রে ছত্রে মহান আল্লাহ, মহানবী মুহাম্মদ (সাঃ) ও ইসলামের বিরচদ্ধে কুৎসিত ও অশ¬xল নিবন্ধ ও প্রবন্ধ। মনে হবে যেন নাস্তিক রাজ্য। প্রশ্ন ওঠতে পারে প্রগতিশীলতা মানে কি মহান আল্লহ, মহানবী মুহাম্মদ (সাঃ) ও ইসলামের সমালোচনা ও কুৎসা রটানোই কি প্রগতিশীলতা? সেখানের স্টিকি করা প্রবন্ধ নিবন্ধ নাস্তিকতা ও বিকৃত মানসিকতাকে উসকে দিচ্ছে। এর নিয়মিত ব¬গার হলেন- আবদ আল আইনস্টাইন, শাহরিয়ার, শামীম আহমেদ, ইমন রেজা, আফরোজা আলম, মামুন হিমু, শোভন, অ আ ক খ, বিদ্রোহী সোম, সুমিত দেবনাথ ও রঞ্জনসহ আরো অনেকে।"
- ওহে ছাগলের তিন নম্বর বাচ্চা ঐ ব্লগ এ লেখা গূলো কিন্তু যুক্তি এবং প্রমাণ দিয়ে লেখা হয়েছে , ওখানে যেয়ে ওগূলোকে ভূল প্রমাণ করো তোমাকে ও আমরা মাথাই নিয়ে নাচবো, কিন্তু সে ক্ষমতা তো তোমাদের নাই পার খালি বাইরে আইসা ল্যাজ নাড়াইতে।
দেশের মূল মিডিয়ার অন্তর্ভুক্ত একটা পত্রিকা এই ধরনের লেখা ছাপিয়ে সাম্প্রদায়িকতার বিষ ছড়াবে , আর আমদের মহামান্য সরকার খালি ব্লগ এর দোষ ধরে বেরাবে, ব্লগ যারা পড়ে তারা দেশের শিক্ষিত অল্প কিছু জনগোষ্ঠী কিন্তু পত্রিকা একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর হাতেও পৌঁছে যাই,সবার আগে এই সংগ্রাম , আমার দেশ এর মত চুতিয়া পত্রিকা গুলো কে নজরদারিতে রাখা উচিত সরকারের।
২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০০
মামুন হিমু বলেছেন: হে হে .........................
২| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৮
সবুজ ভীমরুল বলেছেন: ব্যাপারটা কি? আপনি দেখি পা চাটা সারমেয়র মতন নবযূগ ব্লগের দালালি শুরু করসেন!! আপনি কি ঐখানেই থাকেন। এখান থেকে দূর হন!!
২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০১
মামুন হিমু বলেছেন: এখানে দালালি টা কোথায় দেখলেন ীমরুল সাহেব..................।।
৩| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১১
দায়িত্ববান নাগরিক বলেছেন: মূলধারার সংবাদপত্রগুলোতে এসব ছাপানোর উদ্দেশ্য হলো সাম্প্রদায়িক উস্কানি দেয়া। জামাতি তিনটি পত্রিকা মেইনলি এইকাজটা খুব ভালোভাবে পালন করছে। সরকারও দেখি কঠোর না এ ব্যাপারে। দু:খজনক। মাহমুদুর রহমান ছাগুটাকে আগে ধরা উচিৎ, খুব বাজে একটা ট্রাডিশন তৈরি করেছে ছাগুটা। ছাগু পত্রিকা তিনটি কোনো দায়বদ্ধতার ধার ধারছে না।
২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২১
মামুন হিমু বলেছেন: সেইটাই তো দেখতাচি ভাই ,
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৩
বোকা_ছেলে বলেছেন: মত + চুতিয়া = মতি** ****
একটু মজা করলাম
:p :p