নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জয় হবে সত্যের , জয় হবে মানবতার , জয় হবে মানুষের

মামুন হিমু

মামুন হিমু › বিস্তারিত পোস্টঃ

জয় হবে সত্যের , জয় হবে মানবতার , জয় হবে মানুষের

২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৯

তাহলে এই আমার বাংলাদেশ ? এই বাংলাদেশ কে নিয়েই আমাদের গর্ব করতে হবে ? আজ সত্যি কথা সত্যি করে বলা যাবেনা, ধর্মের জুজু দেখে আমাকে পালাতে হবে , হাস্যকর আর ভণ্ড ধর্ম গুলো নিয়ে কিছু বলা যাবেনা, কিছু বললেই ধার্মিকের অনুভূতি খাড়া হয়ে যাবে , আর ধার্মিকেরা বিজ্ঞান নিয়ে হাস্যকর কথা বলে আমার বিজ্ঞানুভুতিতে আঘাত করলেও আমার চুপচাপ মেনে নিতে হবে। আহ কি মামুর বাড়ির আবদার।



ধর্মের বিষ আমাদের আত্মায় বহন করে প্রজন্ম থেকে প্রজন্ম আমরা শুধু অন্ধকারের পথেই হেটে যাব। এই আফিম আমাদের নেশাই ডুবিয়ে শুধু বাকির লোভ দেখিয়ে নগদে ক্ষমতাশালির ক্ষমতা টিকিয়ে রাখবে, আর দরিদ্র জনগোষ্ঠী পরকালে কোরমা পুলাউ খাবার লোভে এই জগতে ভুখা থাকবে। মসজিদ মন্দিরের চকচকে বারান্দাই ভুখা নাঙ্গা লোক পরকালে যাওয়ার টিকেট নিবে, আর সুদখোর ঘুষখোর ভুরিমুটা বাঙ্গালী পেটে হাত বুলিয়ে পরকালে আরও দুইটা হুর বেশী পাওয়া যাবে কিনা সেই চিন্তাই মোগ্ণো হবে।



আজ যদি আমরা ধর্মের সমালোচনা বন্ধ করে দেই, এই দেশ আর কোনো বিজ্ঞানী জন্মাবে না, আর কোণো আরজ আলি জন্মাবেনা, আর একজন হুমায়ান আজাদ জন্মাবে না, আর একজন জাফর ইকবাল জন্মাবে না , এ দেশে তখন জন্ম হবে জাকির নায়েকের মত ভণ্ড যুক্তিবাদী । আমাদের অন্ধকারে যাত্রা আরও তরান্বিত হবে। জ্ঞানের কথা বলার কেউ থাকবে না, বিজ্ঞানের কথা বলার কেউ থাকবে না। মুসলিম বলবে কোরান সব বিজ্ঞানের উৎস তাই কোরান পরলেই মুক্তি, ক্রিস্তান বলবে বাবেলেই মুক্তি , হিন্দু বলবে গিতাই মুক্তি , কিন্তু হায় কেউ আর বলবে না “সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য জ্ঞানে পাবিরে অমূল্য নিধি বর্তমানে” ।



আমাদের দেশ নিয়ে গর্ব করতে চাইলে এই অন্ধকারের ফিরে যাবার রাস্তা বন্ধ করতে হবে আমাদেরি, আজ আমি একজন বিজ্ঞানের আলো হাতে আমার পাশের লোকটাকে যদি আলোকিত করতে পারি , তাহলেই এ দেশ আগাবে ধিরে ধিরে হলেও , আমি একা কিছুই করতে পারিনা এ কথা বললে আমার বাংলাদেশ এ কথা বলার অধিকার আমরা হারিয়ে ফেলবো । শুধু অনলাইনেই নয় আপনার পাশের মানুষটি আপনার পাড়ার আপনার মহল্লার মানুষ কে বিজ্ঞান আর যুক্তির আলো ধরিয়ে দেয়ার কাজ আপনাকেই নিতে হবে। হ্যাঁ আপনি একমাত্র আপনিই পারেন এই দেশ টাকে অন্ধকারের হাত থেকে বাঁচাতে। আলোর মশাল হাতে বেরিয়ে পড়ুন না। জয় হবে সত্যের , জয় হবে মানবতার , জয় হবে মানুষের।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১১

দেখি তাই বলি বলেছেন: ঠিক আছে- তবে আপনার মত একচোখা নাস্তিক দিয়ে হবে না। এজন্য দরকার সত্যিকারের যুক্তিবাদী। ধর্মান্ধরা যেমন ধর্ম নিয়ে অন্ধ, আপনারাও তেমন নাস্তিকতা নিয়ে অন্ধ। এক অন্ধ আর এক অন্ধকে পথ দেখাবে কীভাবে? আসিফরা কীভাবে পালাচ্ছে দেখছেন না?

২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২০

মামুন হিমু বলেছেন: াস্তিকতা কখনও এক চোখা হয়না , সব চোখ খুলে তবেই তাকে নাস্তিক বলা যায়

২| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

দেখি তাই বলি বলেছেন: সরি এখন পর্যন্ত তার কোন প্রমাণ দেখিনি।

২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

মামুন হিমু বলেছেন: চোখ খুলেন দেখতে পাবেন

৩| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

দেখি তাই বলি বলেছেন: ভাইরে আপনার গুরুদের সাথে তর্ক তো কম হয়নি। কেউ তো এখন পর্যন্ত প্রমাণই করতে পারলেন না, যে ঈশ্বর বলে কিছু নেই।

বিজ্ঞান ও তো পারলো না। দেখবেন এই সত্যিটা শুনে আবার আপনার বিজ্ঞাননুভূতি আবার আহত না হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.