নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জয় হবে সত্যের , জয় হবে মানবতার , জয় হবে মানুষের

মামুন হিমু

মামুন হিমু › বিস্তারিত পোস্টঃ

এই দেশ মুসলিমের, এই দেশ নাস্তিকের্‌ ,এই দেশ হিন্দুর্‌ ,এই দেশ সবার । আমার কথা বলার অধিকার যারা কেড়ে নিতে চায় ওরা পাকিস্তানের ভুত , ওদের যদি আজ মোকাবেলা না করতে পারেন আগামি প্রজন্ম আপনাকে ধিক্কার দেবে।

০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:২২

৮৪ জন ব্লগারের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে জমা দেয়া হয়েছে, এখন সরকার নাস্তিক বিচারে বসবে, বাহ এই না হলে বাংলাস্তানের সরকার, আরও একধাপ এগিয়ে গেলো বাংলাদেশ বাংলাস্তানের পথে, যে ৮৪ জনের তালিকা দেখলাম তাদের কয়েকজন বাদে প্রায় সবাই ব্লগ এবং ফেসবুকের পরিচিত মুখ, আর কয়েকজন কে কখনই ধর্ম নিয়ে পোস্ট দিতে দেখিনি, শুধু জামাত বিরোধিতার জন্য তারাও আজ নাস্তিক , আর আমাদের ইমানদার সরকার হোগার কাপড় খুলে দৌড় দিবে এখন নাস্তিক ধরতে। গতকাল আল্লামা শয়তান (বিপ্লব দা) কে ডিবি পুলিশ ডেকে নিয়ে গেছে , পরে রাত্রে নাকি তাকে হাতকড়া পরা অবস্থায় তাঁর বাসা থেকে ল্যাপটপ মডেম ইত্যাদি জব্দ করে নিয়ে গেছে, সাথে রাসেল ভাই কে নাকি দেখা গেছে ডিবির গাড়িতে হাতকড়া পড়া অবস্থায় । সুব্রত শুভ কে ও কালথেকে খুজে পাওয়া যাচ্ছে না, তাঁর ফোন বন্ধ তাঁর বন্ধুরা জানাচ্ছে কাল তাকে ডিবি পরিচয় এ কিছু লোক গাড়িতে তুলে নিয়ে গেছে, আমরা শঙ্কিত রিতিমত আন্তংকিত বলা যাই, এই লোকগুলোর অপরাধ তারা ধর্ম মুক্ত একটা সমাজ চায়, তারা ধর্মের মুখোশ খুলে দিতে চায়, মন্দির ভাঙলে, মসজিদে বোমা নিয়ে ঢুকলে বিচার হয় না, আর ফেসবুকে দুই লাইন সত্য কথা বললে ধর্ম অনুভুতি এক্কেরে খাড়াই যাই , তাদের ধরে ধরে সরকার নিজেকে মুমিন সরকার হিসেবে পরিচয় দিতে চায়। এ যেন এক নতুন বাংলাস্তান , এই ধর্ম উন্মাদ ছাগভুমি আমার দেশ না, পাকিস্তানের ভুত এখনও তারা করছে আর আমরা এখনও বসে বসে আঙ্গুল চুষছি, মঞ্চে মঞ্চে বেলুন উরাচ্ছি , আমাদের ভাই আজ অনশন করে মরতে বসে আর আমরা অহিংস আন্দোলন করে যাই, আমাদের গলার টুটি চেপে ধরে আজ রাষ্ট্র যন্ত্র তারপর ও আমরা এই অথর্ব পঙ্গু সরকারের দিকে তাকিয়ে থাকি, আর কত হাম্বা লিগ? বিএনপি তো পচে গেছে , আর যে দল টার দিকে আমরা আকুল নয়নে তাকিয়ে ছিলাম তারা আজ আমাদের পিঠে ছুরি চালাতে দ্বিধা করছে না, আর জামাত শিবির এখনও নির্বিঘ্নে তাদের হত্যা যজ্ঞ চালিয়ে যাচ্ছে , হায় রে দেশ এই দেশ নিয়ে আমি কার চুল ফালাব ? স্বাগতম হে বাঙালি নতুন বাংলাস্তান এর পথে সবাই কে স্বাগতম , মুখে টেপ পেঁচিয়ে কি বোর্ড ভেঙ্গে ফেলে আজ যুদ্ধে যাবার দিন, এই দেশ কে ফেরাতে হবে বাংলাস্তানের পথ থেকে অথবা জীবন দিতে হবে , আমাদের আর ফিরে তাকানোর পথ নেই, আজ আমি অন্ধ সেজে থাকলেই প্রলয় কিন্তু বন্ধ হবে না, নেমে আসুন বন্ধু, নেমে আসুন বাঙালি্‌ , নিজের মাকে বাঁচাতে হাতে হাত রাখুন, এই দেশ মুসলিমের, এই দেশ নাস্তিকের্‌ ,এই দেশ হিন্দুর্‌ ,এই দেশ সবার । আমার কথা বলার অধিকার যারা কেড়ে নিতে চায় ওরা পাকিস্তানের ভুত , ওদের যদি আজ মোকাবেলা না করতে পারেন আগামি প্রজন্ম আপনাকে ধিক্কার দেবে।

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৪

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: আজ সত্যি আরেকটা যুদ্ধের প্রয়োজন মনে হচ্ছে। কেননা সব কিছু খুব দ্রুত চলে যাচ্ছে নষ্টদের অধিকারে।

০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩০

মামুন হিমু বলেছেন: সহমত

২| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৬

দিশার বলেছেন: ভালো কথা বলে লাভ নাই ভাই , যতদিন মাদ্রাসার ভোট, সাহাবাগ এর জনসংখ্যার চেয়ে বেশি তো দিন , BAL , আর দল দুইটাই জামাত, হেপাজত,কওমী আকড়ে ধরে থাকবে। জামাত এর মত ৫০লাখ রেজিস্তার্দ কর্মী দেন, আপনার পিসে ধরনা দিবে দুই দল . বা কওমী মাদ্রাসার মত অন্ধ কয়েক লক্ষ্য হাফ শিক্ষিত তেলেবুল আলেম দেন দেখেন BAL , দল কি করে .

সব ভোটের হিসাব ভাই . বাকি সব আই ওয়াশ .

০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৩

মামুন হিমু বলেছেন: তাইতো বলি আসেন শাহাবাগ আমাদের শক্তি আরেকবার দেখাই

৩| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৪

সারোয়ার হাবিব বলেছেন: ১৯৫২ =২০১৩ ভাষা আন্দোলন
http://www.youtube.com/watch?v=W50ttUuFsCU

৪| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৮

মূর্খ রুমেল বলেছেন: sahabage boisa thakle kaj hobe na. lathi bas nia protirodh korte hobe jamat sibirderke

৫| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫২

ধুলোময়বৃষ্টি বলেছেন: ১৯৭৪ সালে যখন মাত্র ৪টি পত্রিকা রেখে অন্যগুলো বন্ধ করে দেয়া হয়েছিলো, তখনই এই দেশে একটা সম্মিলিত প্রতিরোধ গড়ে ওঠা উচিত ছিলো; ওঠেনি। এর কারণ হচ্ছে, এই দেশে যারা নিজেদের 'প্রগতিশীল', 'মুক্তচিন্তক', 'সুশীল'... বলে দাবী করেন, তাদের আনুগত্যের রশিটা অবধারিতভাবে একটি নির্দিষ্ট দল ও তাদের বলয়ের রাজনৈতিক মিত্রদের খুঁটিতে বাঁধা। সেই কারণেই এরশাদের আমলে 'যায় যায় দিন', 'বিচিন্তা' বন্ধ করে দেয়া বা বিএনপি আমলে 'একুশে টিভি' বন্ধ করে দেবার প্রতিবাদ করতে গিয়ে যাদের সাথে পেয়েছি, সেই তাদেরই দেখেছি 'চ্যানেল ওয়ান' বন্ধ করায় সন্তোষ প্রকাশ করতে, 'আমার দেশ' বন্ধ করে তার সম্পাদককে জেলে দেয়ায় উল্লাস প্রকাশ করতে, 'শীর্ষ নিউজ' বন্ধ করে দিয়ে তার সম্পাদককে জেলে পুরে দেবার বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করতে।

শুনতে খারাপ লাগলেও এটাই সত্য যে, আজ যারা 'আমার ব্লগ' বন্ধ হবার কারণে প্রতিবাদ করছেন তাদের অনেকেই 'মঙ্গলধ্বনি' বন্ধ করার কারিগর ছিলেন, 'সোনার বাংলা' বন্ধের কুশীলব ছিলেন এবং কয়েক'শ ফেসবুক পেজ বন্ধ করার তালিকা প্রস্তুতকারী ছিলেন। এমন কী অতি সম্প্রতি এইসব প্রতিক্রিয়াশীলরাই মাহামুদুর রহমানকে গ্রেফতার করে আমার দেশ বন্ধ করার জন্য আল্টিমেটাম দিয়েছিলেন। নিজে যখন অন্যের মুখ বন্ধ করার সমর্থক, তখন আপনার মুখ বন্ধ করায় ব্যথিত হবেন কেন? এটাই তো অবধারিত ছিলো, তাই নয় কী? আশা করি এখন বুঝতে পেরেছেন যে, 'মুক্তচিন্তা'র গলায় কী ভাবে রশি এঁটে বসছে?

আমি আপনাদের মত সেলিব্রেটি প্রগতিশীল (না কী প্রতিক্রিয়াশীল?) নই, আমার দুই চোখ খোলা, দুই কান দিয়েই শুনতে পাই। তাই 'একুশে টিভি' বন্ধ হওয়াতে যতটুকু কষ্ট পাই, 'চ্যানেল ওয়ান', 'আমার দেশ' বা 'শীর্ষ নিউজ' বন্ধ করাতেও ততটুকুই কষ্ট পাই। 'সোনার বাংলা' বা 'আমার ব্লগ' কখনোই আমার প্রিয় ব্লগ তালিকায় ছিলো না, এখনো নেই। ইনফ্যাক্ট আমি 'উম্মোচন', 'আমার বর্নমালা' এবং 'সামহোয়ার ইন ব্লগ' এ টেনেটুনে গোটা কয়েক ব্লগ লিখেছি মাত্র। ব্লগিং এ আমি স্বাচ্ছন্দ নই।

তারপরও আমি এইভাবে ব্লগগুলোর ওপর নেমে আসা সরকারী খড়গ ঠেকাতে সম্মিলিত প্রতিরোধের আহবান জানাচ্ছি। 'ধর্ম-বিদ্বেষী সাম্প্রদায়িকতা' এবং 'ধর্মীয় মৌলবাদী সাম্প্রদায়িকতা' প্রতিরোধের জন্য ব্লগারদের প্রতিরোধ ও গ্রহন/বর্জন রুচিই যথেষ্ট। কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা বোঝার ক্ষমতা জনগণের আছে। মাননীয় সরকার বাহাদুর, কেবলমাত্র ভোটের জন্য জনগণের ওপর আস্থা না রেখে সত্য/মিথ্যা যাচাই করার ক্ষমতার জন্যও জনগণের ওপর আস্থা রাখুন। তথাকথিত 'প্রগতিশীল' নামধারী 'প্রতিক্রিয়াশীল'গণ, আপনারাও নিজেদেরকে 'বিশেষ জ্ঞানী' ও 'বিজ্ঞ' না ভেবে সাধারণ ভাবতে শুরু করুন। মনে রাখবেন আপনাদের প্রেসক্রিপশনে মিডিয়া চললেও জনগণ চলে না। সময়মত তারা সঠিক তথ্য থেকে সঠিক সিদ্ধান্ত নিতে জানে।

০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৪

মামুন হিমু বলেছেন: সহমত

৬| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০০

বিডি আমিনুর বলেছেন: @ধুলোময়বৃষ্টি কমেন্টে +++

৭| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০১

দায়িত্ববান নাগরিক বলেছেন: এই দেশ মুসলিমের, এই দেশ নাস্তিকের্‌ ,এই দেশ হিন্দুর্‌ ,এই দেশ সবার ।

ও ! তাই নাকি, আমি তো জানি এই দেশ শুধু মোল্লাদের !

০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৫

মামুন হিমু বলেছেন: এটাই চিন্তার বিষয়

৮| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৬

আফজালনবীনগর বলেছেন: এদের কারনেই মানুষ সব ব্লগারদের নাস্তিক ভাবে । দোষ করেছিল এই সকল নাস্তিকেরা আর দায় পড়ল সকল ব্লগারদের উপর । মুলত এদের গ্রেপ্তারে ব্লগারদের প্রতি মানুষের বিরুপ মনোভাব পরিবর্তন হবে ।তাই সকল নাস্তিক ব্লগারকে গ্রেপতারের জোর দাবী জানাই ।

৯| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১১

আহমেদ জী এস বলেছেন: মামুন হিমু,
অনেক কষ্ট মেখে ক্রোধ নিয়ে লেখাটি দিয়েছেন ।ধন্যবাদ ।

উপরে ব্লগার প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: "আজ সত্যি আরেকটা যুদ্ধের প্রয়োজন মনে হচ্ছে। ....."

আর এক মন্তব্যে ব্লগার দিশার বলেছেন - "সব ভোটের হিসাব ভাই . বাকি সব আই ওয়াশ ...." ।

আমাদের একটাই যুদ্ধ আছে করার । দেশ স্বাধীন করার পূর্ব লগ্নে শেখ মুজিবের কথা ছিলো _ - "তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো....." । দীর্ঘ ৪২ বছরে আমাদের হাতের সবকিছু চলে গেছে নষ্টদের অধিকারে । শুধু একটি জিনিষই আছে বাকী । আগামীতে হয়তো তাও কেড়ে নেয়া হবে ।
ক্ষমতার মসনদে যাবার জন্যে সন্ত্রাস আর রক্ত ঝরিয়ে দলগুলো যা চাইছেন তা হলো _- "ভোট" । ভোট তাদের চাই..ই । সেই "ভোটটি" আমরা সরিয়ে নিতে পারিনা ?

সকলের সুবিধার্থে একটি লিংক দিচ্ছি -
ভোট : ইফ দ্য কান্ট্রি ইজ দ্য আনসার, হোয়াট ইজ দ্য কোয়েশ্চেন ?http://www.somewhereinblog.net/blog/GSA1953happy/29695606

০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৭

মামুন হিমু বলেছেন: + + +

১০| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১২

আহমেদ জী এস বলেছেন: Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.