নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জয় হবে সত্যের , জয় হবে মানবতার , জয় হবে মানুষের

মামুন হিমু

মামুন হিমু › বিস্তারিত পোস্টঃ

উদ্ভট উটের পিঠে চড়ে চলেছে স্বদেশ

০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৯

উদ্ভট উটের পিঠে চড়ে চলেছে স্বদেশ কোন এক অন্ধকারের দিকে, এই যাত্রার শেষ কোথাই কেউ জানিনা আমরা, ৪ জন ব্লগার শুধু লেখার অপরাধে আজ কারাগারে অন্তরিন , তাদের বিরুদ্ধে অভিযোগ তারা নাকি ধর্ম অনুভূতিতে আঘাত করেছে , আচ্ছা ধর্ম অনুভূতির সঠিক সংজ্ঞা কি সরকার এখনও প্রকাশ করেছে ? বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মতবাদ থাকতে পারে , আমি এখন যদি বলি কালি, দুর্গা এইগুলা সব ভুয়া, একজন মুসলিম হিসেবে আপনি আমার সাথে একমত হবেন কিন্তু একজন হিন্দু প্রচণ্ড মনে আঘাত পাবে , ইসলাম নিজেকে এক এবং একমাত্র ধর্ম দাবি করে অন্য সব ধর্ম কে বাতিল করে দিচ্ছে , এখন অন্য ধর্মের অনুসারিরা যদি ইসলাম কে দোষী করে মামলা করে তখন কেমন হবে ? আসলে মুসলিম এবং নাস্তিকের মাঝে পার্থক্য কি জানেন ? আপনি বলছেন ইসলাম ছাড়া আর সব ধর্ম ভুয়া আর নাস্তিক বলছে ইসলাম সহ সব ধর্ম ভুয়া। এখন নাস্তিক যদি একজন মুসলিমের ধর্ম অনুভূতিতে আঘাত দিয়ে থাকে তাহলে একজন মুসলিম ও ঠিক একই কাজ করে কেন সমান সাজা পাবে না ।



হ্যাঁ এখন আপনি বলতে পারেন আপনি একজন ধর্ম বিদ্বেষী ইসলাম ধর্ম কে কটাক্ষ করাই আপনার লক্ষ্য। জি আপনি ঠিক ধরেছেন এই দেশের ৮০ ভাগ লোক জেনে বা না জেনে মুসলিম আর আমি মনে করি একটা দেশে যেই জিনিশ গুলো জাতির উন্নতির জন্য ক্ষতিকর তাঁর মধ্যে ধর্ম একটা , অতিরিক্ত ধর্ম উন্মাদনা একটা জাতিকে ধ্বংস করার জন্য যথেষ্ট , আপনার ধর্ম আপনি বাক্তিগত ভাবে আপনার কাছে রাখেন কিন্তু যখনি আপনি ওই ধর্ম কে ব্যবহার করে সমাজ এবং রাষ্ট্রে ছড়াতে চেষ্টা করবেন তখন আপনাকে থামানোর জন্য কলম তো আমাকে ধরতেই হবে, ধর্ম যার যার দেশ টা সবার , কিন্তু আপনি যদি দাবি করেন এই দেশ টা মুসলিম তালুক তখন তো আর মানব না ভাই ,গতকাল এক জন কইল- ইসলামের জন্য আমি জীবন দিতে পারি তো তারে জিগাইলাম ভাইজান মাগরিবের নামাজ টা পরছেন? সে কই –না সময় পাই নাই । তো ভাইজান সর্বশেষ নামাজ টা কবে পরছেন? আমি নিশ্চিত গত ঈদের নামাজের পর সে আর নামাজ ই পরে নাই কিন্তু আইছে ব্যাটাই ইসলামের জন্য জীবন দিতে।

ধর্ম এমনি এক আফিম যা ছোট কালে আমাদের জোর করে গিলিয়ে দেওয়া হয়, আর তারপরে সারাজীবনেও শত যুক্তি বোধ শত বৈজ্ঞানিক প্রমান দিয়েও মাথা থেকে ওই আফিমের নেশা দূর করা সম্ভব না । আর মিয়াহ আপ্নে কন আমি ক্যান ধর্ম নিয়ে উপহাস করব না , আরে আপনার ধর্মই এক বিশাল বড় কৌতুক , মানবতার জন্য এক ভয়ানক উপহাস । দেশের ইমানদার সরকার আজ ১০০ জন কে জেলে দেবে কাল ১০০০০০ জন ধর্ম নিয়ে উপহাস করবে। আপনি কত জনের কল্লা কাটবেন ? এই দেশ টাকে ভালোবাসি বলেই আজ ধর্ম মুক্ত এক বাংলাদেশ চাই , এতে আপনার অনুভুতি ভেঙ্গে চুরে খান খান হয়ে গেলেও আমার কিছুই করার নেই ।



সরকারের প্রতি আবেদন থাকবে দেশ প্রেমিক গুলোকে হয়রানি করবেন না । আমার কথা বলার অধিকার আমাকে ফিরিয়ে দিন ।







জয় বাংলা, জয় প্রজন্ম, বাংলাস্তান মুর্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৪

মোঃ আতিকুর রহমান (আকাশ) বলেছেন: ভাই বি্শ্বের অনেক দেশেই সব গাড়ি রাস্তার ডানদিকে চলে। তো আপনি বাংলাদেশ থেকে সেসব দেশে গিয়ে যদি বলেন সবাই উল্টোপথে যাচ্ছে কেন, তাহলে কি হবে? আমাদের দেশের মানুষের যে বৈশিষ্ট জাতিগত ভাবে উত্পত্তি হয়েছে তাকে আমরা কি করে সহসাই বদলে দিতে পারবো বলেন। তবে এ দেশের মানুষকে সবচেয়ে ভালোভাবে ব্যবহার করতে পেরেছে দেশের রাজনৈতিক দলগুলো ।এদশের মানুষের টাকায় নেতা হয়, এদেশের মানুষকে হত্যা করে আবার তারাই এসব নেতাদের জন্য জান বিলিয়ে দেয়। রাজনৈতিক দলগুলোর কি মজা তাই না? এজন্যই রাজনৈতিক দল গুলো এমন আইন করে যাতে করে তারা হাজার শোষণ, জুলুম করুক জনগণ কোন মুক্তির পথ না পায়।

২| ০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩২

রোকসানা লেইস বলেছেন: উল্টো পথে হাঁটছে অন্ধকার গহবরে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.