![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ভাই আজ জেলে , সত্যি কথা বলার সৎ সাহস বুকে নিয়ে তারা আজ রিমান্ডে, এই দেশে ঘুষ খোর, দুর্নীতি বাজ রাজনীতি বিদ , খুনি সন্ত্রাসী খুল্লাম খুল্লা ঘুরে বেড়াবে আর দেশ প্রেমিক সত্যি কথা বলা যুবকেরা জেল খাটবে , এই তো আজ আমাদের নিয়তি , চোর বাটপার রাজাকারেরা আজ ধর্মের হেফাজত করবে , আর আমরা চোখ বন্ধ করে আমার দেশ মায়ের ধর্ষিত কান্না শুনবো , আজ যদি আমি এই দেশ মায়ের কান্না থামাতে অস্ত্র তুলে নেই হাতে তবেই কি তুমি শান্ত হবে লীগ ? আমরা নতুন প্রজন্ম গোলাপ হাতে নিয়ে কি বোর্ড কি অস্ত্র বানিয়ে লিখে যাই সত্য আর সুন্দরের পক্ষে , আমরা শুয়োরের সাথে বসবাসের ফতোয়া অস্বীকার করে মাথা তুলে দাড়িয়ে থাকি । এই কি আমাদের অপরাধ ? আর কত সহ্য করব ? বুকের ভিতর প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে , ৩০ লক্ষ শহিদের রক্তের ঋণ আমাকে ঘুমুতে দেয় না , ০২ লক্ষ নির্যাতিত মায়ের কান্না আমাকে ঘুমুতে দেয় না, আর দেশের শত্রু রাজাকার শুয়োর গুলো এখনো বাংলার বাতাসে নিঃশ্বাস নেয় , এখনও ওরা আমাদের মুখের ওপর দাত কেলিয়ে হাসে , আর নির্বোধ সরকার ওদের ফাঁসির মুলা ঝুলিয়ে আমাদের সামনে ভোটের হিশাব করে? কিছু জানোয়ার কে খুশি করতে আমাদের প্রজন্মের মুক্তিযোদ্ধা দের জেলে ভরে । আর কত সহ্য করতে হবে আমাদের? আমরা তো একটা ন্যায্য দাবি তুলে ছিলাম , কিন্তু সরকার নিশ্চিত আমাদের প্রজন্ম যোদ্ধাদের দেখে ভয় পাইছে , ওরা জানে এই প্রজন্ম অনেক কিছু করে ফেলতে পারে তাই আমাদের যোদ্ধাদের মুখ বন্ধ করে কিছু ছাগল ঢাকা শহরে এনে আমাদের ভয় দেখাতে চায় , ৭১ এ আমরা যোদ্ধা ছিলাম ২ লাখ আর শত্রু ছিল ১০ লাখের বেশি , আমরা কিন্তু হারিনি , দ্বিতীয় মুক্তিযুদ্ধে ও আমরা হারব না , তোমাদের অস্ত্র থাকতে পারে , কোটি কোটি কালো টাকা থাকতে পারে , তোমাদের লাখ লাখ ব্রেন ওয়াশ ছাগু থাকতে পারে , কিন্তু আমাদের বুকে আছে ৭১ , আমাদের রক্তে আছে ৭১ , আর আছে দেশের জন্য মায়ের জন্য ভালবাসা , সাবধান হে রক্ত খেকো রাজনীতি বিদ , তোমাদের পতন খুব বেশি দেরি নেই , বুড়ো দের আমরা যেমন সম্মান করতে পারি তেমনি ঘাড় ত্যাড়া বুড়ো গুলো কে লেঞ্জা ধইরা বঙ্গ সাগরে চুবাতে ও পারি । মাননীয় সরকার আমাদের প্রজন্ম যোদ্ধা শুভ, বিপ্লব , রাসেল , আসিফ কে অবিলম্বে মুক্তি দিয়ে নিঃশর্ত ক্ষমা প্রাথনা করুন , মাফ হয়ত পেতেও পারেন । কিন্তু তা না করলে আপনাদের ও আমরা শ্ত্রু বলেই চিনব । আর জানেন তো শুয়োরের সাথে সহবাস আমরা করি না ।
জয় বাংলা, জয় প্রজন্ম , বাংলাস্তান মুর্দাবাদ , বাংলাদেশ জিন্দাবাদ
০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৯
মামুন হিমু বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ , তবে সরকারি জুজু কে ভয় পেয়ে লাভ নাই
২| ০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
মিটন আলম বলেছেন: এ সামাদের কথা খাঁটি।
৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: কুলাঙ্গার শুয়োরগুলো জনপদে থাকার যোগ্য না, খোয়াড়েই থাকুক
০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৯
মামুন হিমু বলেছেন: হুম্মম
৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
সত্য কথা বলি বলেছেন: যুদ্ধ করলেন আমর বাবা চাচারা।আর উনারা এমন একজন দেশপ্রেমিক বনে যাচ্ছেন ষে আমাদের এখন স্হানাভাব দেখা দিয়েছে বাংলায়। কেননা আমরা যে দ্বীনদারী ভালবাসি।
০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩০
মামুন হিমু বলেছেন: আপনার বাপ চাচাই যুদ্ধ করছে ? তারপর ও তো সেই রক্তের সাথে বেইমানি করেন আপনারা
৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০০
অপ্রকািশত বলেছেন: ভাই আপনার দেশপ্রেমিক ভাইয়েরা তো অন্যের ধর্মানুভূতিতে আঘাত দেওয়ার অধিকার কে দিয়েছে?
০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩১
মামুন হিমু বলেছেন: অনুভুতির সংজ্ঞা কি ?
৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৯
পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: গত রমজান মাসে 'হ্যাপি মাহে রমজান, ক্ষুধা ও খাদ্য বিলাস' শিরোনামে আমি একটি গদ্য রচনা করেছিলাম। সেখানে সমাজের কত শতাংশ মানুষ শুয়োরের সঙ্গে বসবাস করে সে বর্ণনা রয়েছে। মজার ব্যাপার হলো শুয়োর যে কারা মানুষ তাই এখনো চেনা শেখেনি।
Click This Link
০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩২
মামুন হিমু বলেছেন: পড়লাম কৌশিক দা সত্যি কথা লিখেছেন
৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৯
সরকার৮৪ বলেছেন: যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: কুলাঙ্গার শুয়োরগুলো জনপদে থাকার যোগ্য না, খোয়াড়েই থাকুক
৮| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩০
জিয়ান আহমেদ বলেছেন: এদের জন্যই রাজাকারদের বিচার বাধাগ্রস্থ হচ্ছে, এদের অশ্লীল লেখার জন্যই ব্লগার মানেই খারাপ ভাবা হচ্ছে। অনেকে বিশ্বাসই করতে চাচ্ছে না যে এরা এত খারাপ কথা কিভাবে লিখল। এদের কঠিন শাস্তি দাবি করছি।
০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৩
মামুন হিমু বলেছেন: মাথাই ঘিলুর পরিমান বাড়াইতে হবে , বেশি বেশি কমপ্লান খাও বাবু
৯| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪২
আমরা তোমাদের ভুলব না বলেছেন: অপ্রকািশত বলেছেন: ভাই আপনার দেশপ্রেমিক ভাইয়েরা তো অন্যের ধর্মানুভূতিতে আঘাত দেওয়ার অধিকার কে দিয়েছে?
০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩১
লেখক বলেছেন: অনুভুতির সংজ্ঞা কি ?
একদা মামুন হিমুর মা উঠানে ধান রোদে দেবার জন্য উপুড় হয়ে গোবর লেপিতেছিল, এমতাবস্থায় তাহার পিতা সেখানে আসিয়া ভীষন যৌন উত্তেজনা অনুভব করিল।
ফলশ্রুতিতে, ঐ উপুড় অবস্থায় ই তাহার পিতা, তাহার মাতার ওপর আদিম লীলা খেলায় নিমত্ত হইল, যাহার সার্থক ফল স্বরূপ ৯মাস ১০ দিন পর ধরিত্রীর বুকে মামুন হিমুর আবির্ভাব ঘটিল।
০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৮
মামুন হিমু বলেছেন: আহা কল্পনা শক্তি ভাল কিন্তু ওই যে বললাম কাঁঠাল পাতাই কি আর সব ভাইতামিন থাকে ? বাবু বেশি বেশি করে কমপ্লান খাও
১০| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫০
আমরা তোমাদের ভুলব না বলেছেন: হুমম, এটাই অনুভুতি,,,
বুঝাতে পারলাম
১১| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৪
জাহিদ১১মে বলেছেন: ৪টা শুয়োরের ছবি দিয়ে ভাল করেছেন। আরও ৮০জন শুয়োরের ছবি দেখার অপেক্ষায় থাকলাম।
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
এ সামাদ বলেছেন: আপনিও প্রস্তুত হন সরকারকে হুমকি দেয়ার কারণে।
কেননা দেশের অবস্থা খুব একটা ভালো যাইতেছে না।
যাকে তাকে গ্রেফতার কোনও ব্যাপারই না।