![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোনদিন কি ভেবেছিলাম এই ২০১৩ তে এসেও আমাকে আমার কথা বলার স্বাধীনতার জন্য লিখতে হবে ? ১৯৭১ এর মত সত্যি কথা বলা যুবকদের , দেশ কে ভালবেসে সমাজের মহৎ পরিবর্তন চাওয়া যুবকদের নাস্তিক আখ্যা দিয়ে কারাগারে অন্তরিন করা হবে ? এই কি আমার সেই সম্প্রীতির বাংলা ?
সমাজে নানা মানুষের নানা মত থাকতেই পারে ? একজন ধার্মিকের যেমন ঈশ্বরে বিশ্বাস করার অধিকার আছে একজন নিধারমিকের ও অধিকার আছে বিশ্বাস না করার , আর একজন যদি তাঁর সেই নাস্তিকতা যুক্তিপূর্ণ ভাবে ব্লগে লিখে রাখে তাতে সরকারের অনুভুতি কেন ক্ষুণ্ণ হবে , হ্যাঁ একজন মুসলিম যদি মনে করে লেখা টা তাঁর ধর্মের জন্য ক্ষতিকর তবে সামাজিক ভাবে সে ওই লেখা টাকে বর্জন করতে পারে , কেউ তো আর তাকে জোর করে পড়তে বলছে না ।
আমি বাক্তিগত ভাবে মনে করি একটা রাষ্ট্র যখন একটা নির্দিষ্ট ধর্মের পৃষ্ঠপোষক হয়ে যাই , সেই দেশ ধ্বংসের কিন্তু দেরি হয় না। একটা রাষ্ট্রের নাগরিকেরা বিভিন্ন মতবাদে বিশ্বাসী হতেই পারে রাষ্ট্রের কাজ হচ্ছে সকলের মতবাদ কে সম্মান করে নাগরিকের মত প্রকাশের পথ উন্মুক্ত রাখা। কিন্তু আমাদের রাষ্ট্র যন্ত্র শাসকের ভোট গননার যন্ত্র হিসেবেই বেশি বাবহ্রিত হচ্ছে । আমি মনে করি বর্তমানে আওয়ামীলীগ সরকার নির্বাচনের কথা মাথাই রেখে কিছু সিদ্ধান্ত নিচ্ছে যা নিশ্চিত ভাবে ভুল, কিন্তু আওয়ামীলীগের নীতিনির্ধারকেরা তা হয়ত সঠিক সময়ে বুঝতে পারছেন না।
যারা ব্লগে ধর্ম অবমাননা করেছেন বলে অভিযোগ করা হচ্ছে , ৪ জন কে রিমান্ডে নেয়া হয়েছে , কিন্তু সরকার এখনও আমাদের পরিষ্কার করে বলেনি ধর্ম অবমাননার সংজ্ঞা টা কি ? আমি একটা মতের পক্ষে থেকে ভিন্ন কোন মতবাদ কে যদি যুক্তি দিয়ে ভুল বলি তবে সেই ভিন্ন মতবাদ সমর্থন কারীদের ও অধিকার আছে আমার মতের বিরুদ্ধে যুক্তি তুলে ধরে আমার সাথে বিতর্ক করার । কিন্তু তা না করে রাস্তায় নেমে আমার ফাসি দাবি করা , আমাকে ধরে সন্ত্রাসীর মত ফটো সেশন করা , এটা কি আমার নাগরিক অধিকার লঙ্ঘন নয় ? এখন আমি আমার অধিকার রক্ষার জন্য কার কাছে যাব মাননীয় সরকার ? আমাকে কে নিরাপত্তা দেবে ? তাহলে কি আমার অধিকার রক্ষার জন্য আমাকেও রাস্তার সন্ত্রাসী হতে হবে?
গত ০৬ এপ্রিল হেফাজতে ইসলাম (জামাত) নামক একটা দল ব্যাপক শো ডাউন করেছে , ওদেরকে ধন্যবাদ ওরা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলো , কিছু মানুষ কে দিনের পর দিন আমরা কতটা অবহেলা আর করুনার চোখে দেখেছি , ওদের একটু মানসম্মত শিক্ষার কথা আমরা কেউ ভাবিনি । আজ ওরা আধুনিক যুগের অনেক সুযোগ সুবিধা বঞ্চিত , আজ ওরা ব্লগ দিয়ে ইন্টারনেট চলানোর কথা বললে আমরা হাসি ওদের নিয়ে কৌতুক করি , কিন্তু ওদের জ্ঞান বিজ্ঞানের রাজপথে তুলে আনার কথা আমরা কেউ ভাবি না , তাইতো ওরা ব্লগার মানে জানে নাস্তিক , ওদের কে খুব সহজেই বিভ্রান্ত করে ধর্ম বাণিজ্যের হাতিয়ার বানাচ্ছে কিছু ভণ্ড উন্মাদ আর রাজাকার , যারা সমাজে আল্লামা, মৌলানা টাইটেল ধারি । আমাদের সরকার ও ওঁদেরকে ভোটের হাতিয়ার হিসেবেই দেখছে । আসুন আজ আমরা আবার ভাবতে বসি এই সমাজ কে উন্নতি করতে হলে দেশের এই বিশাল জনগোষ্ঠী কে এড়িয়ে যাওয়ার কোন উপায় নেই ।
মাননীয় সরকার সবিনয়ে বলতে চাই আমাদের কণ্ঠ চেপে ধরবেন না , আমার ভাই শুভ , বিপ্লব , রাসেল , আসিফ কে নিঃশর্ত মুক্তি দিয়ে ক্ষমা প্রাথথনা করুন , ক্ষমা হইত পেতেও পারেন । তা না হলে আপনাদের ও শত্রু হিসেবে চিনে রাখলাম ।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু্,জয় প্রজন্ম্,বিপ্লব দীর্ঘজীবী হোক
২| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৩
আমরা তোমাদের ভুলব না বলেছেন: হনু রে, তোর তো ল্যান্জায় ঘা আগের থেকে ই,
এভাবে চিল্লাইতে থাকলে তো গলায় ও ঘা হবে,,,,
তোর বাপ রা কেমনে ছাড়া পাবে বল,
হা চি না মার কাছে যা,,,দেখ কোনো উপায়ে তারে সন্তুষ্ট করতে পারিস কি না?????????????????
৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৬
আহলান বলেছেন: সার্বিক ভাবে আমরা খুবই নাজুক পরিস্তিতিতে আছি। ম্যানহোলে থাকা আবর্জনা বাইরে টেনে এনে পরিবেশ দুষিত করছি ....। পাগল যদি রাস্তায় নাঙ্গু হয়ে হেটে বেড়ায়, তবে কিছু বলার নেই .... তখন আমরা বলব না যে নগ্নতা একটি শিল্প। কিন্তু ম্যডনা যদি নাঙ্গু হয়ে পোজ দেয়, অনেকের কাছে সেটা শিল্প হয়ে যায় ..... সেই রকম নাস্তিক ব্লগার (একচুয়ালী ইসলাম বিদ্বেষী, নট নাস্তিক) রা ইসলামকে নিয়ে যা খুশি লিখবে, আর সেটাকে শিল্প বা বাক স্বাধীনতা বলে মেনে নিতে হবে .... এটা সবার পক্ষে সম্ভব হয় না।
৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৩
না`সামাজ ইনসান বলেছেন: নাস্তিকদের দিন শেষ এখন আর আগের মত ব্লগে চিল্লাচিলি করে লাভ নেই ।
তোমরা দশজন আর আমরা একহাজার জন ।
৫| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৫
ধুলোময়বৃষ্টি বলেছেন: ভাই টেনশন কইরেন না - আপনের প্রানপ্রিয় আসিফ ভাইয়েদের নিরাপত্তার জন্য ই সরকার গ্রেপ্তার করে হাজতে রাখসে, জামাই আদরেই থাকার কথা - হাওয়া এখন গরম তো তাই ওদের গ্রেপ্তার করে হাওয়া ঠান্ডা করার চেষ্টা - কয়দিন পরে ছেড়ে দিবে - সব ভোটের পলিটিক্স
৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৬
আহলান বলেছেন: ১০০ ভাগ সহমত @ধুলো ..... সেই সাথে এটাও বলি যে হুজুরদের ভোটগুলো নিজেদের ব্যলটে ভরার চিন্তাতেই এই (সূক্ষ!)ব্যবস্থা ....
৭| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১১
মমিত_লিতু বলেছেন: কথা বলার সাধীনতা মানে কি মুসলিম হয়েও নবী রসূল মহান আল্লাহ তআলা নিয়ে কটুক্তি??
অন্যদের খুব বেশি চিনি না কিন্তু আসিফ রে চিনি বা ব্লগের বিভিন্ন পোস্ট পরেছি বলেই বলছি ওরে ধরছে, খুব খুশি হইছি।
৮| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২১
ধুলোময়বৃষ্টি বলেছেন: তোমরা যেমন হুজুর মানেই যেন রাজাকার তেমনি ওরাও ওরকম ই ভাববে যে ব্লগার মানেই নাস্তিক
দাড়ি টুপি দেখলেই তোমাদের জ্বলে না?
হুজুর মানেই দ্বিতীয় শ্রেনীর নাগরিক না?
বাক স্বাধীনতা আর ইসলামকে নিয়ে যা খুশি তাই লিখা এক নয় - এইটা তুমি জেনে ও না জানার ভান করেছো
পাগলা কুকুর ঘেউ ঘেউ করে যদি বলে যে আমার বাক স্বাধীনতা আছে ঘেউ ঘেউ করার , তোমার প্রবলেম হইলে তুমিও ঘেউ ঘেউ করে আমার সাথে যুক্তি তর্ক দেখাও - তখন আপনি কি ঘেউ ঘেউ করতে যাবেন তার সাথে নাকি লাঠি নিয়ে তার ঘেউ ঘেউ ছুটাতে যাবেন ?
আপনার বোন্ বা মাকে নিয়ে কেউ যদি আজে বাজে কথা বলে -আপনি ও কি তার বোন্ বা মাকে নিয়ে কথা বলবেন নাকি তার কথা বলা বন্ধের ব্যবস্থা করবেন ?
যাই হোক আপানদের চোখ অন্ধ হয়ে গেছে - বলে লাভ নাই
ওষুধ এখন একটাই - আপনেই বলেন তো আপনাদের এই রোগের ওষুধ কি হইতে পারে?
৯| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৮
জাহিদ১১মে বলেছেন: ধুলোময়বৃষ্টি বলেছেন: তোমরা যেমন হুজুর মানেই যেন রাজাকার তেমনি ওরাও ওরকম ই ভাববে যে ব্লগার মানেই নাস্তিক [/sb
দারুনভাবে সহমত। অবশেষে লেখক কে বলছি, সময় থাকতে পিওর হউন, সাপোর্ট দেবে জনগণ।
১০| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৩
নুরুল_হুদা বলেছেন: বাক স্বাধীনতা আছে। কিন্তু দয়া করে আমার ধর্ম নিয়ে কোনো বাজে মন্তব্য করবেন না।
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৯
জাহিদ১১মে বলেছেন: স্বঘোষিত ইসলাম বিরোধী নাস্তিকদের পক্ষে সাফাই গাইলেন। বোঝা যাই আপনিও ভাই সেই দলের। এদের মুক্তি দেওয়ার তো প্রশ্নই আসেনা বরং ৮৪জন সবাইরে গ্রেপ্তার করার জোর আবেদন জানাচ্ছি। আপনার নামটা আছে কিনা চেক করে নেন আগে। ধর্ম অবমাননা কারী সকল ব্লগারের উপযুক্ত বিচার হউক।ব্লগ হউক ধর্ম অবমাননা কারী মুক্ত।