![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশ বহুদিন থেকে ঘুম থেকে উঠে গালে হাত দিয়ে বসি ...খনিকক্ষন নিজের সাথে কথা বলি তারপর অন্যকাজ । সেদিন রানী সাহেবা মারা গেলেন ইংল্যান্ডের রানী সাহেবান ,ফেসবুকে কেহ মাতম করিলেন কেহবা মাতম করিবার বিরুদ্ধে মাতম করিলেন আমি দ্বিতীয় দলে ছিলাম । কমনওয়েলথ ভুক্ত দেশ গুলো যেহেতু রানী সাহেবান কে স্বীকার করিয়াই লৈয়াছেন তাই তিনদিনের অর্ধনমিত জাতীয় পতাকার শোক আমরা পালন করিয়া লইলাম । ব্রিটেনের রাজতন্ত্র যদিও এখন ঢাল তলোয়ার হীন নিধিরাম সর্দার তবুও তাঁহাদের প্রভাব আমাদের মত কালা গোত্রীয় বাদামী বর্ণের আদমের পক্ষে অস্বীকার করিয়া লওয়া সম্ভব নহে ।
খানিকটা গুরুচন্ডালি করিতেছি বোধহয় । যাকগে যা কহিতেছিলাম ...
ইস্ট ইন্ডিয়া কোম্পানী যদি বাণিজ্য উপলক্ষ্যে এই ভূভারতে প্রবেশ না করিত ,এবং জোর করিয়া ইংরেজী শিক্ষা আমাদের না গেলাইতো তবে সভ্যতার দৌড়ে আমরা ঠিক কোন শিক্ষা লইয়া আদিম বর্বর অবস্থা হইতে অধুনা কথিত নগর সভ্যতায় প্রবেশ করিতাম ? ইংরেজ আসিবার পূর্বেই এতদ অঞ্চলে ইসলাম আসিয়া গিয়াছিল ...অপরদিকে মহাভারত এর মত কাব্য কথা সেই মধ্য যুগেও যেমনে মুড়ি মুড়কির মত বাংলায় অনুবাদ হইতেছিল তাঁহাতে মনে হয় আমরা খানিকটা আধ্যাতিক মননে গড়িয়া উঠিতাম বৈকি ।
মাঝখানে দুইশো বছর ইংরেজ ঢুকিয়া আমাদের জোর করিয়া ইংরেজী শিখাইতে গিয়া সব ভজঘট করিয়া ফেলিয়াছে । আমরা অতীত কাল হইতেই বেশ বিনয়ী জাতি আছিলাম বোধহয় । যেসব শাসকেরা আমাদের উপর আসিয়া পড়িয়াছে আমরা তাঁহাদের ই নিজেদের আপন করিয়া লইয়া তাঁহাদের ভাষা সংস্কৃতি অবলীলায় আপন করিয়া লইয়াছি ।
অধুনা আমরা সক্রেটিস কে যতটা চিনি তাঁর চেয়েও কম চিনি গৌতম বুদ্ধ কে । আমাদের চিন্তার উপরে ইউরোপীয় প্রভাব এমনই বিস্তার করিয়াছে যে লালনের দর্শন বুঝিবার মত সাধারণ মন আমাদের আর অবশিষ্ট নেই ।
আমি মূর্খ মানুষ খুব বেশী পড়াশোনা করিবার সময় এবং ঐকান্তিক ধৈর্য্য না থাকার দরুন আপনাদের সমীপে এই লেখা খানা রাখিয়া গেলাম ।
ফরাসী ,ইংরেজ ডাকাত দল না আসিলে এই উপমহাদেশে সভ্যতার স্বরূপ ঠিক কি রকম হইতে পারিত ?
©somewhere in net ltd.