নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আছি কোনরকমে এই শহরে

আমার কমেন্টস ব্যান করে দিছে তাই নিজের পোস্ট ছাড়া কাউকে কমেন্টস দিতে পারছিনা

টেকি মামুন

এদিক সেদিকে ঘুরতেই মজা লাগে .....................:)

টেকি মামুন › বিস্তারিত পোস্টঃ

নিজস্ব Kalpurush ANSI ফন্ট এবং MS Word Bangla spell checker সহ রিলিজ পেলো Avro Keyboard 5.0.8 (Public Beta 4)

২৩ শে অক্টোবর, ২০১০ রাত ১০:৫৪

কাগুর দিন মনে হয় একেবারে শেষ হতে চলছে । অন্তত অভ্রর নতুন বেটা ভার্সন সেরকমই ইংগিত দিচ্ছে ।



কাগুর সবচেয়ে বড় সম্বল আসকি সাপোর্ট এখন অভ্রতেই পাওয়া যাচ্ছে যে কেউ ইচ্ছা করলে আসকি অথবা ইউনিকোডে অভ্র দিয়ে লিখতে পারে



অভ্রর নতুন ভার্সনে আরও কিছু সুসংবাদ দেওয়া হয়েছে এতদিন আসকিতে বাংলা লিখতে কাগুর সুতুনিএমজি ফন্টটি ব্যবহার করতে হতো কিন্তু অভ্র তাদের নতুন ভার্সনে Kalpurush ANSI ফন্ট নামে নতুন একটি নিজস্ব ফন্ট নিয়ে এসেছে মানে কাগুর দিন সম্পূর্নভাবে শেষ



এছাড়াও নতুন ভার্সনে MS Word Bangla spell checker যুক্ত করা হয়েছে মানে আপনার লেখা বাঙলা বানান চেক করে আপনাকে ঠিক করে দিবে ।



আশা করি নতুন পরিবর্তন সবার কাছে ভালো লাগবে ।



এখান থেকে নতুন ভার্সনটি ডাউনলোড করে নিন

মন্তব্য ২৭ টি রেটিং +১৩/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১০ রাত ১০:৫৮

নিষিক্ত বলেছেন: কাগুর কি হবে..... :(( :(( :(( :(( :((

২৪ শে অক্টোবর, ২০১০ রাত ১২:২৪

টেকি মামুন বলেছেন: কি হবে আর ;)

২| ২৩ শে অক্টোবর, ২০১০ রাত ১১:০৩

ত্রিভুজ বলেছেন: ANSI ফন্ট এনেছে এটা একটা ভাল দিক। ওপেন সোর্স করে দিয়েছে, এটা আরো বড় খবর। কিন্তু ম্যাক ভার্সন বের করে নাই এখনো..

২৪ শে অক্টোবর, ২০১০ রাত ১২:২৫

টেকি মামুন বলেছেন: ম্যাকতো হাতে গোনা কয়েকজন ব্যবহার করে সেইজন্য হয়তো এখনো আনে নাই

৩| ২৩ শে অক্টোবর, ২০১০ রাত ১১:০৫

kisuna বলেছেন: নিষিক্ত বলেছেন: কাগুর কি হবে..... :(( :(( :(( :(( :((

ওয়েল ডান অভ্র টিম। আচ্ছা, এখন কালপুরুষ'দা আবার রাগ করবেন না তো?

২৪ শে অক্টোবর, ২০১০ রাত ১২:২৭

টেকি মামুন বলেছেন: আরে না এটা অভ্রর নিজস্ব ফন্ট

৪| ২৩ শে অক্টোবর, ২০১০ রাত ১১:০৯

কষ্ট শিকারি বলেছেন: আসকি সাপোর্ট জিনিস টা কি?

২৪ শে অক্টোবর, ২০১০ রাত ১২:২৮

টেকি মামুন বলেছেন: ইউনিকোড দিয়ে ফটোশপের মতো সফটওয়্যারে সরাসরি লেখা যায়না কিন্তু আসকি দিয়ে ফটোশপে লেখা যায় ।

৫| ২৩ শে অক্টোবর, ২০১০ রাত ১১:২০

পলাশ আহমেদ বলেছেন: জটিল।

২৪ শে অক্টোবর, ২০১০ রাত ১২:২৮

টেকি মামুন বলেছেন: ;)

৬| ২৩ শে অক্টোবর, ২০১০ রাত ১১:২৬

আবু জাফর সাদিক বলেছেন: অভ্র দারুন সফটওয়্যার, কিন্তু ফন্ট অপশন কম।

২৪ শে অক্টোবর, ২০১০ রাত ১২:২৯

টেকি মামুন বলেছেন: কেন ভাই ইউনিকোডের অনেক ফন্টইতো ব্যবহার করা যায় ।

৭| ২৩ শে অক্টোবর, ২০১০ রাত ১১:৪০

ফ্রি ফর ফান বলেছেন: ভালো but Ovro diye to r Bejoyer moto shundor likha hoyna atai valo lage na .. onak kisu show kore nah

২৪ শে অক্টোবর, ২০১০ রাত ১২:২২

টেকি মামুন বলেছেন: কি সমস্যা সবইতো ঠিক আছে ।

৮| ২৩ শে অক্টোবর, ২০১০ রাত ১১:৪৩

দু-পেয়ে গাধ বলেছেন: ভালো খবর দিলেন, পিলাচ।

আচ্ছা, কাগু কি জিনিস?

২৪ শে অক্টোবর, ২০১০ রাত ১২:৩০

টেকি মামুন বলেছেন: কাগুরে জিগান

৯| ২৩ শে অক্টোবর, ২০১০ রাত ১১:৫৪

রবিনহুড বলেছেন: কাগু এখন বিজয়ের টয়লেট ভার্ষন ছেড়েছে...

এটা নাকি টয়লেট প্রেমীদের জন্য ভীষন ভীষন আকর্ষনীয়... :P

২৪ শে অক্টোবর, ২০১০ রাত ১২:৩১

টেকি মামুন বলেছেন: এই রাইতে হাসাইলেন

১০| ২৪ শে অক্টোবর, ২০১০ রাত ১২:৫১

মুভি পাগল বলেছেন:
কাগুর জন্য কষ্ট হচ্ছে। কিন্তু ওনাকে সবাই কাগু ডাকে কেন?

ভদ্রলোকের ব্যবসা কি তাহলে সত্যই মেহেদী ভাই মেরে দিল??

ওরে ওরে, কে কোথায় আছিস, কাগুরে একটু ধর। নাইলে কাগু শেষ :(

১১| ২৪ শে অক্টোবর, ২০১০ রাত ১:০২

দু-পেয়ে গাধ বলেছেন: রবিনহুড বলেছেন: কাগু এখন বিজয়ের টয়লেট ভার্ষন ছেড়েছে...

এটা নাকি টয়লেট প্রেমীদের জন্য ভীষন ভীষন আকর্ষনীয়... :P
***********************************

দারুণ দিয়েছেন তো? কিন্তু আপ্নের ছবিটা দেখে যেন টয়লেট এর গন্ধ ওঠে?

১২| ২৪ শে অক্টোবর, ২০১০ রাত ১:১৬

জেবাল বলেছেন: haha বিজয় এখন সাইবেরিয়া ঘুরতে যাবে

১৩| ২৪ শে অক্টোবর, ২০১০ রাত ১:১৮

আসক্ত_আমি বলেছেন: ভাইজান আমার একখানা কতা জিগাইবার আছিল, কার কাছে জানি হুনছিলাম কাগু নাকি তার বিজয়ের শুরুটা তার কোনো স্টুডেন্টের ইদ্ভাবন চুরি করে করেছিলেন! কতাডা কতখানি সইত্য? B:-/
বহুত কৃতজ্ঞ হইয়া গেলাম অভ্র'র কাছে, আবার। অভ্রই প্রথম আমায় সহজ ও সাবলীল ভাবে বাংলা লেখা শিখাইছে, এম এস ওয়ার্ড থেকে শুরু করে আইটি'র প্রয়োজনীয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। তাই তুচ্ছ ধন্যবাদ দিয়ে ছোট করার সাহস হইতেছে না, তার চেয়ে সারা জীবন কৃতজ্ঞ থাকি এই ভালো।

১৪| ২৪ শে অক্টোবর, ২০১০ সকাল ৯:৫৫

শিবলী বলেছেন: অতি ভালা খবর।

কাগু তুমার দিন শ্যাষ, বাঘের ল্যন্জায় পাড়া দিছিলা -এইবার দিন গুন

২৪ শে অক্টোবর, ২০১০ সকাল ১০:৩৭

টেকি মামুন বলেছেন: হুহুহুহহ হিহিহিহহিহি ;)

১৫| ২৪ শে অক্টোবর, ২০১০ রাত ৯:৩৭

কাজিম কামাল বলেছেন: honorable bro watch out my comment at
Army related post you commented

২৫ শে অক্টোবর, ২০১০ রাত ১২:৪১

টেকি মামুন বলেছেন: Click This Link এইটাতে জবাব আছে

১৬| ২৪ শে অক্টোবর, ২০১০ রাত ১১:৫৮

নীরবতা নীল বলেছেন:

ডাউনলোড হয়না কেন?
লিংক নাই কেন?

২৫ শে অক্টোবর, ২০১০ রাত ১২:৪০

টেকি মামুন বলেছেন: কি বলেন সবইতো ঠিক আছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.