নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কোন সীমান্ত নেই,নেই কোন সীমারেখা......

মামুন হতভাগা

আমার সোনার বাংলা... আমি তোমায় ভালবাসি।

মামুন হতভাগা › বিস্তারিত পোস্টঃ

হান্নান শাহ: আপনাকে ঘৃণা জানাই ঠিক ততটুকু যতটুকু ঘৃণা করি যুদ্ধাপরাধীদের X( X( X(

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৬

আমার মাঝে মাঝে মনে হয় চিড়িয়াখানার বন্য পশুগুলান বনে ছেড়ে দিয়ে সেখানে কিছু নীতিহীন রাজনীতিবিদ রাখলে চিড়িয়াখানার আয় বাড়বে বহুগুন।

আমাদের তরুণ প্রজন্মকে অনেকেই নাক সিটকিয়ে তাকাতো তাদের ভিতর দেশপ্রেম নাই একথা মনে করে।কিন্তু সমস্ত হিসাব পাল্টে গেছে শাহবাগ জাগরণের পর।নতুন প্রজন্মের জাগরনে জেগে উঠেছে সারা দেশ,এখন হয়ে গেছে গণমানুষের দাবী "কথা হল একটাই,রাজাকারের ফাসি চাই"।

ব্লগ-ফেসবুকের আন্দোলন সারা দেশের মাঝে দাবানলের মত ছড়িয়ে গেছে শুধুমাত্র নতুন প্রজন্মের জন্য।আমি নিজেও আমার এলাকায় আন্দোলন শুরু করেছি।

খুব আশা করেছিলাম সমস্ত দ্বিধা কাটিয়ে বি.এন.পি গণমানুষের পক্ষে বিশেষ করে নতুন প্রজন্মের এই দাবীর সাথে একাত্নতা প্রকাশ করে সামিল হবে আন্দোলনের এই জনস্রোতে।কিন্তু বি.এন.পি তো এগিয়ে গেলইনা বরং শাহাবাগের দ্রোহের আগুনকে নিয়ে তাদের নেতারা শুরু করেছেন নানা নোংরা তৎপরতা।বি.এন.পি. নেতা হান্নান শাহ বলেছেন শাহবাগে আন্দোলন সরকারের সাজানো নাটক : হান্নান শাহ আর বি। এন পি এর আরও কিছু পেইড সাংবাদিক বলেছেন kvnev‡Mi wei“‡× mvsevw`K‡`i GKvsk



আমি একই সাথে হান্নান শাহ এবং কুলাঙ্গার সাংবাদিকদের বলব,আমি আপনাদের প্রতি ঠিক ততটা ঘৃণা প্রকাশ করছি যতটা ঘৃণা করি যুদ্ধাপরাধীদের।

শেষে এটুকু বলব,যারাই আজ যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান করছেন তাদের নতুন প্রজন্ম ঠিকই ঘৃণার আস্তাকুরে পাঠাবে এটা সুনিশ্চিত।

মন্তব্য ৩০ টি রেটিং +০/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৯

আখিলিস বলেছেন: হাম্বা শাহ, গু আজমের বিষ্ঠা খেয়ে অভ্যাস তো । গু আজমতো ৯ মাস ধরে হাসপাতালে - বিষ্ঠার অভাবে হাম্বা শাহর গেছে মাথা খারাপ হইয়া । একবার সাহস থাকলে শাহাবাগে এসে দেখে যা এখানে কারা আছে । কুলাংগার শুয়োর কোথাকার !

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১২

মামুন হতভাগা বলেছেন: ধন্যবাদ

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৯

দায়িত্ববান নাগরিক বলেছেন: হান্নান শাহ বলদ কিসিমের দুপায়ি জন্তু।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৮

মামুন হতভাগা বলেছেন: কিছু কিছু রাজনীতিবিদ এমন কুৎসিত চেহারা প্রদর্শন করে তাতে পুরা রাজনীতির সংজ্ঞাই বদলে যায়। ধিক এমন মানসিকতার

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৬

হাসান মাহবুব বলেছেন: ঘৃণা জানাই।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২১

মামুন হতভাগা বলেছেন: হামা ভাই,খুব অবাক হয়ে যাই প্রবীণ রাজনীতিবিদদের এমন আচরণে।তারা বুঝতে চায়না জনমত উপেক্ষা করে কোনদিন রাজনীতিতে টিকে থাকা যায়না।দ্রুত তাদের মানসিকতার পরিবর্তন হবে এই কামনা থাকল।

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮

হাসান কালবৈশাখী বলেছেন:
সুধু মির্জা ফকরুল আস্পষ্টভাবে সুভকামনা জানিয়েছে সাহাবাগের তরুনদের। মৌদুদ, হান্নান, এম কে, এমাজুদ্দিন। এরা সবাই সাজানো নাটক বলেছে।
শুধু তাই না, বিম্পির হাইকমান্ড খুবই বিভ্রান্তিতে নিমজ্জিত।
জামায়াতকে নিয়ে বিএনপি এই মুহূর্তে কোনো কর্মসূচি পালনের ঝুঁকি নেয়নি বলে একাধিক দলীয় সূত্র নিশ্চিত করেছে। এর পরিপ্রেক্ষিতে নয়াপল্টনে শনিবার বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশ স্থগিত করা হয়েছে। যদিও শুক্রবার রাতে আনুষ্ঠানিকভাবে দলের নেতারা দাবি করেছেন, সমাবেশের ব্যাপারে পুলিশের কথিত অনুমতি না পাওয়ায় অযুহাত দেয়া হয়েছে।

ছাত্রদলও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের শনিবারের ঘোষিত বিক্ষভ কর্মসূচি স্থগিত করেছে।
গত রাতে ছাত্রদলে সাংগঠনিক সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহবাগের ছাত্র-জনতার কর্মসূচি যাতে ব্যাহত না হয়, তা বিবেচনায় ছাত্রদল পূর্ব ঘোষিত কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১১

মামুন হতভাগা বলেছেন: আমি মনে করি যদি বি,এন,পি জামায়াত কে ত্যাগ না করে তবে নতুন প্রজন্মের কাছে তাদের অবস্থান নষ্ট হয়ে যাবে।

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩০

এস বাসার বলেছেন: হান্নান শাহ, মওদুদের মতো শুয়োরের বাচ্চাদের জন্যই কাদের মোল্লা,নিজামী গংরা এখনো এই বাংলায় "ভি" সাইন দেখিয়ে হাসিমুখে পোজ দেয়।

কিন্তু সেই দিনটা খুব দূরে নয় যেদিন কাদের মোল্লার মতো হান্নান-মওদুদীরাও বাংলায় ঠাঁয় পাবে না।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১১

মামুন হতভাগা বলেছেন: সহমত রইল

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬

রিমন০০৭ বলেছেন: গে হান্নান---শুয়োরমুখো হান্নান--আযমের গে পার্টনার-- পার্টনার ধরা খাইছে দেইখা মাথা খারাপ হইয়া গ্যাছে

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৬

মামুন হতভাগা বলেছেন: :| :|

৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩২

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: শুধু হান্নান শাহ না, পুরো বি এন পি একটা নির্বোধ , নির্লজ্জদের সংগঠনে পরিনত হইছে । তাদের কাছে জামাতীদের স্বার্থই এখন মুখ্য বিষয় । এরা জাতীয়তাবাদী সমর্থকদেরও দূরে ঠেলে দিচ্ছে

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৭

মামুন হতভাগা বলেছেন: আশা করছি খুব দ্রুত বি,এন,পি তাদের অবস্থান পরিবর্তন করবে

৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৬

টয় বয় বলেছেন: -

মুখ সামলাইয়া কথা কইছ ছাত্রলীগের গুন্ডারা|

হান্নান শাহ বীর মুক্তি যোদ্বা, তোদের মত চেতনা ব্যাবসায়ী না|

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২১

মামুন হতভাগা বলেছেন: ধন্যবাদ,এই প্রথম কেউ ছাত্রলীগের গুন্ডা কইল। :-< :-< |-) |-)
না জেনেই মন্তব্য করা ছাগু সম্প্রদায়ের জন্মগত বদ অভ্যাস।

৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৪

নিয়েল ( হিমু ) বলেছেন: এই ছাত্র লিগার পুলাপন মুখ সামলায়া কথা কৈছ X( X(
জানিশনা ৭বীর শ্রেষ্ট না হয়ে ৮ হলেই এই পোষ্টের যোদ্ধার নাম আসত ? X(


আবালটারে মনে করায়া দিতে চাই হুমায়ূন আজাদের বিখ্যাত বানী
"একবারের রাজাকার চির কালের রাজাকার কিন্তু একবারের মুক্তিযোদ্ধা চির কালের মুক্তিযোদ্ধা না"রে

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২২

মামুন হতভাগা বলেছেন: নো কমেন্টস

১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫০

টয় বয় বলেছেন: ওরে নিয়েল বলদা:

ভন্ড আজাদ যুদ্বের সময় কই পলাইছিল?? ঐ কুত্তার বাচ্চায় যুদ্বের সময় কি করছে?? ওর মত মদ খোর, যুদ্বের সময় পালিয়ে যাওয়া হিজরার কোন অধিকার নাই মুক্তিযোদ্বা নিয়া কথা বলার|

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৪

মামুন হতভাগা বলেছেন: আমার ব্লগে আর কখনও আসলে ঝাড়ুর বাড়ি দিয়ে বাইর করব,প্রমিজ

১১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৪

নিয়েল ( হিমু ) বলেছেন: আরে আমার যে কি এক্সাইটিং লাগতাছে না জোশ ছাগলটায় আমার নাম নিছে খিগজ খিগজ

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৬

মামুন হতভাগা বলেছেন: =p~ =p~ =p~

১২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪০

যাযাবর৮১ বলেছেন:






গণদাবি একটাই

আবার জেগেছে তারুণ্যের প্রজন্ম
দ্বিধা ভেদ ভুলে জাগরণের জন্ম,
কবে কে দেখেছে এই বাংলার বাঘ
শাবাশ জনতা ঐ জেগেছে শাহবাগ।

আলোকিত প্রাণ প্রজন্ম চত্বরে
বিকশিত গান খুঁজছে সত্তারে,
আর নয় ভুল, মুক্তির স্লোগান
ধূম্র ধূসরে ফাগুনের জয়গান।

ঘৃণায় আক্রোশে জানায় যে ধিক্কারে
গণদাবি আজ প্রদৃপ্ত হুঙ্কারে,
জেগেছে জনতা, বিচার এবার চাই
ফাঁসি, ফাঁসি, ফাঁসি, গণদাবি একটাই।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৭

মামুন হতভাগা বলেছেন: ধন্যবাদ।ফাঁসি, ফাঁসি, ফাঁসি, গণদাবি একটাই

১৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮

যাযাবর৮১ বলেছেন:





কলঙ্ক মুক্তি চাই (গীতি কবিতা)

বসন্ত আজ যে আবার এসেছে
আগুন ঝরা উত্তাল বানে
ধূসর জীবনের পাতায় পাতায়
রক্ত রাগে দ্রোহের গানে।

জাগরণ জেগেছে নব প্রজন্ম
প্রদৃপ্ত প্রজন্ম চত্বর
আবার জনতা খুঁজে পেয়েছে পথ
চাইছি আবার একাত্তর।

হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৮

মামুন হতভাগা বলেছেন: ফাঁসি, ফাঁসি, ফাঁসি, গণদাবি একটাই

১৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪২

টয় বয় বলেছেন:
-

কুত্তালীগার, আমরে ব্লক কর নয়তো এইটা পাবলিক ব্লগ, তুই আওয়ামী চোরের দলের লোক হইয়া বীর মুক্তিযোদ্বারে গালি দিবি আর আমরা চুপ কইরা থাকমু??

আর হান্নান শাহ যখন যুদ্ব করছে তখন তোর বাপ-চাচারা কার বাল ফালাইছিল, সেইটা জানা সবাইরে|

আর ছাগু কইলি কেন?? কুত্তালীগের কাছে সবাই ছাগু, তাই না??

বেজন্মা কোথাকার, এক জনের জন্মের হইলে প্রমান দে আমি ছাগু, নয়তো বাসায় গিয়া কনফার্ম হ কে তোর জন্ম দাতা|


১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮

মামুন হতভাগা বলেছেন: রিপোর্টেড

১৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৬

টয় বয় বলেছেন:
-

বাকশালীদের শেষ সম্বল "রিপোর্টেড" !! টুটি চেপে ধরা, কথা বলতে না দেয়া!!!!!!!


দেশ প্রেমিকরা ডাক পাঠাল, সব সাথীদের খবর দে....
সারা বাংলা ঘেরাও কইরা সেতু চোরদের কবর দে.......


দেশ প্রেমিকরা ডাক পাঠাল, সব সাথীদের খবর দে....
সারা বাংলা ঘেরাও কইরা ব্যাংক চোরদের কবর দে.......


দেশ প্রেমিকরা ডাক পাঠাল, সব সাথীদের খবর দে....
সারা বাংলা ঘেরাও কইরা বাকশালীদের কবর দে.......

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৮

মামুন হতভাগা বলেছেন: যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে বিজি আছি,পরে আইস্য জাতীয়তাবাদী জামায়াত দল :-< :-< |-) |-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.