![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বুকের গভীরে খুব খুব তীব্র ব্যাথা অনুভব করছি গতকাল শাহাবাগের মহাসমাবেশের পর থেকে।৫২ পাইনি,৬৯ পাইনি,৭১ পাইনি,৯০পেয়েছি কিন্তু মিছিলে যাবার বয়স ছিল না।সক্রিয় রাজনীতি করছি কিন্তু কখনও দলের কারো অন্যায় কাজ বা সিদ্ধান্তের সাথে সমঝোতা করিনি।একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে গর্ব করেছি,সব সময় প্রস্তুত থেকেছি দেশের জন্য নতুন কোন যুদ্ধে শামিল হতে।
রাজনীতি করেছি,পাশাপাশি পড়াশুনাও করেছি নিয়ম মেনে।বাণিজ্য শাখার ছাত্র হবার সুবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় নরদান ইউনিভার্সিটি থেকে এম,বি,এ শেষ করেছি।
নানা রাজনৈতিক ঘটনার জন্য গত প্রায় আড়াই বছর পড়ে আছি গ্রামে।রাজনীতির অপসংস্কৃতিকে বিদায় জানিয়ে নতুন প্রজন্মকে সাথে নিয়ে রাজনীতির নতুন ধারা সৃষ্টির স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছি।
শাহাবাগ আন্দোলনে একাত্নতা ঘোষণা করে পাইকগাছা কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু করেছিলাম গণ জাগরণের মঞ্চ।নতুন প্রজন্মের ছাত্র ও তরুণদের নিয়ে অবস্থান কর্মসূচী শুরু করেছিলাম।সাথে পেয়েছিলাম বাংলার সোনার মানুষ মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার চেতনার গণমানুষকে।শাহাবাগ যেভাবে কর্মসূচী দেওয়া হচ্ছিল পালন করে যাচ্ছিলাম।
খুব খুশী হয়ে ছিলাম এই আন্দোলনে দুইটা কারণে।প্রথম হল আন্দোলন শুরু করেছিল ব্লগাররা।দ্বিতীয় বিষয় ছিল সমস্ত ধারণা ভুল প্রমান করে রাস্তায় নেমে এসেছিল লাখো তরুণ-তরুণী।সারা দেশ হয়ে গিয়েছিল শাহাবাগ।কিন্তু সমস্ত কিছু এখন ধূসর লাগছে।
আন্দোলনের নেতাদের কাছে কিছু প্রশ্নের উত্তর চাই।আমাদের দেশের রাজনৈতিক নেতাদের জবাবদিহিতা না থাকায় তারা সাধারণ মানুষের কোন মতামতকে গুরুত্ব দেয়না।আশা করব শাহাবাগের আন্দোলনের নেতারা জবাব দিয়ে জবাবদিহির নতুন পথ দেখাবে।আমার প্রশ্ন হল :
# ২১ শে ফেব্রুয়ারির মহা সমাবেশে শুধু ব্লগাররা বক্তব্য না দিয়ে ছাত্র নেতাদের বক্তব্য দেওয়ার বিষয়টা কাদের সিদ্ধান্তে নেওয়া হয়েছিল?
# শাহাবাগ আন্দোলনের নেতাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি,আমরা সাধারণ মানুষেরা যারা সারা দেশে আন্দোলন শুরু করেছি তাদের মতামত না নিয়ে গতকাল সবাইকে বাড়ি ফিরে যাবার কথা কেন বলা হল?মতামতের জন্য ফেসবুক বা ব্লগ কি ব্যবহার করা যেত না?
# আমরা সাধারণ মানুষেরা চেয়েছি যতদিন জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ এবং যুদ্ধাপরাধীদের ফাঁসি না হওয়া পর্যন্ত রাস্তায় থাকব।তাহলে কেন আপনারা আমাদের ইচ্ছার কোন মুল্য দিলেন না?
#যে কয়দিন আমরা সারাদেশ শাহাবাগ করে রেখেছিলাম,ততদিন জামায়াতের সহিংসতা প্রায় বন্ধ ছিল।আজকে যে সারা দেশে সহিংসতা চলছে তার দায় কে নেবে?
# গতকাল নেওয়া সিদ্ধান্ত কি টাকার বিনিময়ে হয়েছে নাকি সরকারি চাপ বা উগ্রপন্থী কোন সংগঠনের ভয়ে নেওয়া হয়েছিল?
পরিশেষে আবারও বলব,দয়া করে ব্লগের নেতার প্রশ্নের উত্তর দিয়ে জবাবদিহিতার নতুন দিগন্ত উন্মোচন করবেন।
জয় বাংলা...
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৮
মামুন হতভাগা বলেছেন: কেন পুন মারা খাইছ তা জানোনা?? আজিব
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৫
ইউসুফ আলী রিংকূ বলেছেন: ভয় না টাকা?কিসে বেইমানী করা হল ৩০ লক্ষ শহীদের রক্ত আর কোটি তরুণ প্রজন্মের চেতনার সাথে?ব্লগার নেতারা উত্তর দিবেন নাকি আপনারাও সেট হয়ে গেছেন ?
আমার ও জানতে ইছাকরছে????????????????????????
???????????????????????????????????
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৮
মামুন হতভাগা বলেছেন: শুয়রের বাচচারা জামাতের কাছ থেকে কত খাইছে সেইডা কয় না ক্যান?
আমার মা-বোনের সাথে যারা ধর্ষণের মত জঘন্য কাজ করেছে ৭১ সালে,তাদের আজ সহিংসতার সুযোগ করে দেওয়ায় গণমঞ্চের নংপুংসক ব্লগিয় নেতাদের বিচিতে ইট ঝুলায় শাহাবাগে দাড় করাতে হবে।
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩
বাকরুদ্ধ আমি বলেছেন: Lomba Baba
৮ লাখ টাকার লটারী
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৫
মামুন হতভাগা বলেছেন: মাত্র ৮ লাখ !!!শুয়রের বাচ্চারা জামাতের কাছ থেকে কয় কোটি নিছে সেইটা জানতে হবে।
আওয়ামী লীগ আর বিএনপিরা যেমন আল্টিমেটাম দেয় কুত্তার বাচ্চারা ঠিক তেমন আল্টিমেটাম দিছে।কুত্তার বাচ্চারা মনে হয় মন্ত্রী হবার স্বপ্ন দেখতেছে।
জামায়াত-শিবিরের আগে মুক্তিযদ্ধের চেতনাকে পুজি করে ব্যবসা করা বেইমান ব্লগিয় নেতাদের দেখা মাত্র নাঙ্গা করে পিটাতে হবে।
ইমরান গং এর মুখে মুতে দিলাম,মুতে দিলাম,মুতে দিলাম।
৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭
ভিটামিন সি বলেছেন: কেনে রে ভাই; গতকাইল্লা দেহেন নাই ইমরানের সাথে আংগো মমিশিংয়ের গরভ কাইল্লা ডিপজল নাজমুল মঞ্চে ছিল। বোঝেন না কিছু আন্দোলন কোন দিকে গড়ায়া পইড়া গেছে।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০
মামুন হতভাগা বলেছেন: কালকে কেন নীতিহীন ছাত্র নেতাদের বক্তব্য দিতে কেডা অনুমতি দিছে তা জানতে মন চায়।
ইমরান গং রা কই এখন?
কুত্তার বাচ্চারা কি জামাতের টাকায় মৌজ করতাছে?
নাকি ৭১ এর ঘাতকদের আজকের দিনে সহিংসতার সুযোগ দিয়ে তাদের সাথে সহবাসে ব্যাস্ত??
৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০
মদন বলেছেন: কাইল্লা ডিপজল নাজমুল কে? @ ভিটামিন সি
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২
মামুন হতভাগা বলেছেন: ডিপজল নাজমুল হইল আওয়ামী লীগের মুখে চুনকালি মেখে দেওয়া হাল জামানার ছাত্র লীগের সাধারণ সম্পাদক।
৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩২
মামুন হতভাগা বলেছেন: মাদারচুদ ইমরান এখন ৭১ টিভিতে কইল,এখন আমরা কি করব বুঝতেছিনা।
মাদারচুদ বলে এখন কি করবে বুঝতাছেনা,কুত্তার বাচ্চার বিচিতে ইট ঝুলায়লে বুঝবে কি করতে হবে।
৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আমার একই প্রশ্ন। ওরা কি আন্দোলনের কারণটা ভুলে গেছে নাকি ভুঁতে আছড় করেছে?
৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩০
দূর্যোধন বলেছেন: জনতার আন্দোলনে দালালদের স্থান নেই ।
৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৭
সেয়ানা বলেছেন: সময় এখনও ফুরিয়ে যায় নি!আমাদেরকে এখনি সতর্ক হতে হবে।
১০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৩
বাংলার হাসান বলেছেন: দালাল নেতারা কখনো জাতির মুক্তির কান্ডারী হতে পারেনা প্রজন্ম চত্বর তার জ্বলন্ত উদাহরন।
সেদিন সর্ব কনিষ্ট ব্লগার আশকারীকে মজা করে বললাম ইমরানতো অনেক বড় লিডার তার ।আটোগ্রাফ রেখে দাও আশকারী জাদুঘরের গেটের সামনে ইমরানের কাছে গেল তখন এই মহান নেতা যেই ভাব নিয়ে আশকারীকে দূরে সরিয়ে দিলো তখন খুব ইচ্ছে করছিলো জিজ্ঞাস করতে বাইচোদ তুই আশকারীর মত একটা ব্লগ লিখে দেখা ।
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৫
গধযনঁন বলেছেন: এই ব্লগটি(Good4nothingfellowblog ) স্থগিত অথবা বাতিল করা হয়েছে,
কেন জানতে পারি???