নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কোন সীমান্ত নেই,নেই কোন সীমারেখা......

মামুন হতভাগা

আমার সোনার বাংলা... আমি তোমায় ভালবাসি।

মামুন হতভাগা › বিস্তারিত পোস্টঃ

ইমরান গং দের বিচিতে,ইট ঝুলাও একসাথে X(( X(( X(( X((

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৭

জামাতকে আজ সহিংসতার সুযোগ ও সংবাদ কর্মীদের উপর হামলা চালানোর সুযোগ করে দেওয়ায়--



ইমরান গং দের বিচিতে,ইট ঝুলাও একসাথেX((X((X((X((



জয় বাংলা

মন্তব্য ৪৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪২

মো: তৌহিদ বলেছেন: ভাই ওদের গালাগলি দিয়ে লাভ নাই। আমরা আমাদের আন্দলন চালিয়ে যাব।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫১

মামুন হতভাগা বলেছেন: আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করা এবং তরুণ প্রজন্মের দেশপ্রেম নিয়ে খেলা করা ইমরান গং দের মত নেতাদের মুখে মুতে দিব।
জয় বাংলা।

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪২

অভি৯১৭৫ বলেছেন: শাহাবগ ছাড়াটা হচ্ছে সব চেয়ে বড় ভূল!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৪

মামুন হতভাগা বলেছেন: ব্যবসা করতে আইছিল ইমরান গং,জামতি টাকা ইমরান গংদের পকেটে আসতেই ঘোষণা দিল,শাহাবাগ থেকে বিদায়।কুত্তার বাচ্চারা রাজনৈতিক নেতাদের মত আল্টিমেটাম দেয়,আল্টিমেটাম ইমরান গংদের পুটু দিয়ে ঢুকাতে হবে।
জয় বাংলা।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫

মেহেদী সুমন বলেছেন: শাহবাগে আবার ডাক এসেছে । চলে আসেন । এই দেশ কোন জংগিবাদের নয় ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৮

মামুন হতভাগা বলেছেন: আমরা আন্দোলনে আছি,থাকব।সন্ধ্যায় মোমবাতি প্রজ্জলন করে নতুন করে শপথ নিব শহীদ মিনারে।
জয় বাংলা।

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৬

চেয়ারম্যান সাহেব বলেছেন: যান, আগামী শুক্রবার শাহবাগে গিয়ে আবার কনডম উড়ান।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০০

মামুন হতভাগা বলেছেন: ভাই,খুলনার শিববাড়ি গণমঞ্চের কাছে মারামারি হচ্ছে।কালকের ভুল সিদ্ধান্তের পরিণতি।

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫০

মো: তৌহিদ বলেছেন: @চেয়ারম্যান সাহেব , একটু পরিস্কার করে বলুন আসলে কি বলতে চান।

৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫০

চেয়ারম্যান০০৭ বলেছেন: ইমরান মিয়ার মাথায় কি আছে সেইটা খোদা মালুম।
কন্ডম ওড়ানো,শাহবাগ ছেড়ে দেয়া, ৩-১০ টা আন্দোলন করা এইসব ফাজলামির কারনেই আন্দোলন স্তিমিত হৌছে আর ছাগুরা আজকে রাস্টায় নামার সাহস পাইছে।কৈ এদ্দিন তো ওরা শাহবাগ আসার সাহস করে নাই।আজ যেই শাহবাগ খালি হলো ওরা দল বেধেঁ রওনা দিলো।আন্দোলন করলে সেটা করার মতোন করতে হবে।এইটা ছি কুতকুত খেলা না।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৫

মামুন হতভাগা বলেছেন: সহমত

৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৪

মুহাই বলেছেন: আরে ভাই সরকার কার বালটা ছিড়ে ।জামাতিদের শায়েস্তা করতে প্রয়োজনে আর্মি নামাক ।কিন্তু আম্লীগের মতিগতি আমার ভাল লাগছে না ।কিসে তাদের বাঁধা দিচ্ছে বুঝিনা ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৭

মামুন হতভাগা বলেছেন: আওয়ামী লীগ জামায়াত নিয়ে যদি কোন চুদুর বুদুর করে ঘোষণা দিয়ে আওয়ামী লীগ ত্যাগ করব

৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০০

চেয়ারম্যান সাহেব বলেছেন: ঐসব অহিংস কর্মসূচী দিয়ে রাজনৈতিকভাবে জামায়াতকে মোকাবেলা করা সম্ভব নয়, তাই বললাম, কনডম উড়িয়ে কিছু হবে না।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫

মামুন হতভাগা বলেছেন: জাস্ট শুট করতে হবে সহিংসতা সৃষ্টি কারীদের দেখলে

৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৬

হাবিব০৪২০০২ বলেছেন: রাজাকারের ফাঁসির দাবির নামে কৌতুক শুরু করছে, আরে ব্যাটা আলটিমেটাম দে, সব পশুরুপী মানুষগুলার বিচার চাইয়া সময় বাঁইধা দে। তা না করে ফাজলামী - বেলুন উৎসব.... তাহলে চেয়ার খেলাও যোগ করা যেতে পারে! সাথে শুধু জাগরনের গান বাজালেই হয়ে যাবে রাজাকারের ফাঁসির দাবিতে স্বাধীনতার চেতনায় চেয়ার খেলা!
এখন অবস্হা এমন হচ্ছে নানা স্লোগানের ভীড়ে মূল স্লোগানই চাপা পড়ে গেছে।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৯

মামুন হতভাগা বলেছেন: টাকা ইনকামের মতলবে ছিল কুত্তার বাচ্চারা।

১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭

ফারহান ফারদিন বলেছেন: িচিহিন দের বিচিতে ইট ঝুলাবেন ক্যামতে ?

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৯

মামুন হতভাগা বলেছেন: চিন্তার বিষয়

১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯

জিয়া চৌধুরী বলেছেন:

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩১

মামুন হতভাগা বলেছেন: গেট ওয়েল সুন

১২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৫

মিজান আফতাব বলেছেন: অভি৯১৭৫ বলেছেন: শাহাবগ ছাড়াটা হচ্ছে সব চেয়ে বড় ভূল!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩২

মামুন হতভাগা বলেছেন: ১০০ ভাগ সহমত

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩২

মামুন হতভাগা বলেছেন: ১০০ ভাগ সহমত

১৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৮

লিন্‌কিন পার্ক বলেছেন:
মাঠ ছাড়াটা কি ঠিক ছিল ?? :(

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪০

মামুন হতভাগা বলেছেন: লিন্‌কিন পার্ক,মাঠ ছাড়ার সিদ্ধান্ত আত্নঘাতি হয়েছে।আজ জামাতিরা প্রচুর জাগরণ মঞ্চ ভাংচুর করেছে,জাগরণ মঞ্চের ব্যানার,জাতীয় পতাকা পুড়িয়েছে।জানতে হবে এসবের জন্য কত লেনদেন হয়েছে? আমরা তো আন্দোলনে থাকতে চেয়েছি,এতদিন শাহাবাগের সিদ্ধান্তে কর্মসূচী পালন করেছি।তার মানে ইমরান গং যদি আমাদের তাদের ইশারায় চলা পুতুল মনে করে থাকে তবে তা ভুল।
যার যার স্থান থেকে আবারও আন্দোলন শুরু করব,কোন নংপুংসক নেতা ঠাপানোর টাইম নাই

১৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫

েজরী মামুন বলেছেন: গোপন আতাত হইছে বলে মনে হচ্ছে....

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪২

মামুন হতভাগা বলেছেন: ১০০ ভাগ

১৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩১

চেয়ারম্যান সাহেব বলেছেন: ১১ নাম্বার মন্তব্যের জিয়া চৌধুরী মানসিকভাবে অসুস্হ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৩

মামুন হতভাগা বলেছেন: সঠিক

১৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৬

প্রচুর বলেছেন: ইমরান গং দের বিচিতে,ইট ঝুলাও একসাথে

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

মামুন হতভাগা বলেছেন: গণ ঠাপানি খেয়ে আবার শুরু করছে

১৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

অপূর্ণ রায়হান বলেছেন: ইমরান গঙরা কে কতো টাকা খাইছে , সেইটা জাতিকে জানানো হোক ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০১

মামুন হতভাগা বলেছেন: সহমত

১৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

ডাঃ মারুফ বলেছেন: সরকার করে কি আর সরকারের বাহানী বা করে কি ? মাথায় ডুকেনা সরকার করছে কি ?
ফাসিও দেয়না , কিছু করেনা কেণ ?

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০২

মামুন হতভাগা বলেছেন: ম খার মাথা আউলায় গেছে,ঐটারে বাদ দেওয়া উচিত

১৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৬

রাফিউল আলম ইমন বলেছেন: :( :(

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২২

মামুন হতভাগা বলেছেন: :( :(

২০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৫

শিপু ভাই বলেছেন:
অদূরদর্শিতা , অনভিজ্ঞতা , সমন্বয়হীনতা ও মেধাহীনতাই এই আন্দোলনকে এরকম ফলহীন করেদিয়েছে। কিন্তু না। আন্দোলন চলছে চলবে। এটা কারো বাবার ঘরের আন্দোলন না। এটা সাধারন জণমানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন।




@জিয়া ভাইঃ সেম সাইড হয়ে যাচ্ছে। একটু খিয়াল কইরা!!! ;)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৩

মামুন হতভাগা বলেছেন: জয় বাংলা

২১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৬

আমি মুখতার বলেছেন: আস্তে আস্তে বিরক্ত বোধ করতেসি। আর কিছু বলার নাই! X((

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৪

মামুন হতভাগা বলেছেন: জয় আমাদের হবেই

২২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৩

পথ-হারা এক পথিক বলেছেন: অভি৯১৭৫ বলেছেন: শাহাবাগ ছাড়াটা হচ্ছে সব চেয়ে বড় ভূল! X( X( X( X( X(

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৮

মামুন হতভাগা বলেছেন: আবার সারা দেশ শাহাবাগ হবে,এই প্রত্যাশা থাকল।তবে ক্ষতি হইল একটাই কিছু দিন পিছিয়ে গেলাম।যদি শাহাবাগ না ছাড়তাম তবে নতুন করে এত ঝামেলা হত না

২৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৫

বইয়ের পোকা বলেছেন: @জিয়া চৌধুরী : ভাই আপনে খুউব ইয়ে হয়ে গেছেন, না বুইজা শুইন্যা খালি ছাগু ট্যাগ মারার মধ্যে আছেন।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৮

মামুন হতভাগা বলেছেন: ............

২৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৮

সাউন্ডবক্স বলেছেন: ইমরান ভাই আমার জা মনে হয় সরকারের এর প্রেসারে পইরা এইটা করছে। আমি পারসনালি জা মনে করি তা বললাম।

কারন আওামিলিগের ব্যপারে আশা করি আপনাদের কিছু বলতে হবে না। খুবই সুক্ষ রাজনীতি, যদিও অনেকটা গায়ের জোরেই করে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২০

মামুন হতভাগা বলেছেন: আমার মনে হয়না সরকারের প্রেশারে কিছু হয়েছে,তবে যদি সরকারের প্রেশারে হয়ে থাকে তবে সরকার রে আগে দুইটা ঝাড়ুর বাড়ি মারতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.