নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কোন সীমান্ত নেই,নেই কোন সীমারেখা......

মামুন হতভাগা

আমার সোনার বাংলা... আমি তোমায় ভালবাসি।

মামুন হতভাগা › বিস্তারিত পোস্টঃ

আওয়ামী লীগ আর বিএনপি'র ৪টা আন্ডারওয়্যার পড়া বুদ্ধিজীবীদের বলছি :-/ :-/ :-/

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৫







আওয়ামী লীগ আর বিএনপিতে কিছু বিচি পাকা বুদ্ধিজীবী আছে,এই বুদ্ধিজীবীদের বিচি পেকে এমন অবস্থা হইছে যে ১টা আন্ডারওয়্যার পড়লে প্যান্ট বা পাজামা পড়তে পারেন না।তাই পাকা বিচির ভার ঠিক রাখতে ৪টা আন্ডারওয়্যার পড়তে হয়।সেই বিচি পাকা বুদ্ধিজীবীদের বলছি-----





যখন শহীদ মিনার ভাংচুর হল,তখন থেকে কি আমাদের স্বাধীনতা বলে কি আর কিছু থাকল?১৯৫২ থেকে আজ পর্যন্ত দেশের জন্য জীবন উৎসর্গ করা মানুষদের রক্ত কি বৃথা গেল না?







যখন সমাজের দর্পণ সাংবাদিক ভাইদের উপর আঘাত করা হল,বিষয়টা কি আমরা সেই তালেবান শাসনের আফগানি চিত্র হিসেবে দেখব না?





যখন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপর হামলা হল,তখন থেকে কি আমরা আদিম বর্বর সমাজের অংশ না?







যখন কোটি তরুণ প্রজন্মের দেশপ্রেমের অমর প্রতিবাদের গণজাগরণ মঞ্চ ভাংচুর হল,সেটা কি তরুণ প্রজন্মের মুখে চটোপঘাত নয়?



এত কিছুর পরও আমরা দেখে চলেছি প্রধান দুইটি দলের নোংরা রাজনীতির একে অন্যের উপর কাদা ছড়াছড়ি।আর তাই আওয়ামী লীগ আর বিএনপি'র ৪টা আন্ডারওয়্যার পড়া বুদ্ধিজীবীদের বলছি,সময় থাকতে নিজেদের অবস্থান স্পষ্ট করুন।তরুণ প্রজন্মের দেশপ্রেম নিয়ে কেউ খেলেন না,সব শালাদের পোঁদে বাঁশ দিয়ে কিন্তু শাহাবাগে ঝোলানোর ব্যবস্থা করা হবে।

জয় বাংলা

মন্তব্য ২৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৫

চন্দনকন্যা বলেছেন: ভালো লিখছেন।
কিন্তু "এত কিছুর পরও আমরা দেখে চলেছি প্রধান দুইটি দলের নোংরা রাজনীতির একে অন্যের উপর কাদা ছড়াছড়ি।আর তাই
আওয়ামী লীগ আর বিএনপি'র ৪টা আন্ডারওয়্যার পড়া বুদ্ধিজীবীদের বলছি,সময় থাকতে নিজেদের অবস্থান স্পষ্ট করুন।তরুণ প্রজন্মের দেশপ্রেম নিয়ে কেউ খেলেন না,সব শালাদের পোঁদে বাঁশ দিয়ে কিন্তু শাহাবাগে ঝোলানোর ব্যবস্থা করা হবে।" -----এই লাইনটা ফাটাফাটি লিখছেন। বলে রাখছি তাই হবে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১০

মামুন হতভাগা বলেছেন: জয় বাংলা

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪২

হাঁড় = ঘাঁড় বলেছেন: মেজাজ খুব খারাপ, সব কিছু তছনছ করতে মন চায়।এখনও মুক্ত রয়েছে শহীদ মিনার ভাংচুর করা পাকি বীর্যের নাজায়েজ শুয়োরের দল ;

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৪

মামুন হতভাগা বলেছেন: যারা শহীদ মিনার ভাংচুর করে,৩০ লক্ষ শহীদের রক্তে কেনা জাতীয় পতাকা পুরিয়ে ফেলে তাদের এ দেশে থাকার কোন অধিকার নাই

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৭

শিপু ভাই বলেছেন:
জয় বাংলা!!!

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৭

মামুন হতভাগা বলেছেন: জয় বাংলা

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০৬

সিফাতুল্লাহ বলেছেন: শাহাবাগ আন্দোলন এতটাই বেগবান হয়েছে যে এখন লীগ-ও ভয় পাচ্ছে। আমাদের নেতাদের ধারণা "এমন আন্দোলন তো বিনা পয়সায় করা সম্ভব না, নিশ্চয়ই পেছনে কারু হাত আছে"। বিএনপি শুরু থেকেই বলছে "এটা লীগের চাল"। লীগের ভয় হচ্ছে "এটা বাম দের ট্রিক"। তাই এখন সরকারের কর্মকাণ্ডেও কিছু উল্টা-পাল্টা দেখা যাচ্ছে।

[আন্ডারওয়্যার ছাড়া কাঁচা বিচি-ওয়ালা এই বুদ্ধিজীবীর বিশ্লেষণ]

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৯

মামুন হতভাগা বলেছেন: জয় বাংলা

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৮

কালা মনের ধলা মানুষ বলেছেন: কঠীণ কইসেন।

++++++++++++++++

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২১

মামুন হতভাগা বলেছেন: কেমন আছেন ভাই?
জামাত-শিবিরের সাথে যারাই হাত মেলাবে তাদেরই বর্জন করা উচিত

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪২

মাহির কাবির বলেছেন: lav nai...
shahbagh more gese oi din j din satroleuge er sovapoti monche dariye vason diyesilo

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩০

মামুন হতভাগা বলেছেন: ঠিক বোলেছেন

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩২

শাহীন ভূইঁয়া বলেছেন: Amio duita pori kintu buddijibi na .......ami age ja bhabi porer din buddijibira ai bole

৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪০

আমি তুমি আমরা বলেছেন: ভাল বলেছেন। ফিনিশিংটা চমত্‍কার হয়েছে।

৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৯

শাহীন ভূইঁয়া বলেছেন: আমিও দুইট পরি তবে আমি বুদ্ধিজীবি নই কর্মজীবি । আমি আগের দিন যা ভাবি পরের দিন দেখি ওই বুদ্ধিজীবিরা বলে ............ভাই যারা কোন পেশায় জড়িত না থেকে রাজনীতি করে ওদের কথা ওরকমই হয় । ওরা শ্যাম কুল দুই রাখে , যখন যাকে প্রয়োজন হয় তাকে চুমু দেয় আবার দরকার না হলে পাছায় লাথি মারতে দ্বিধা করে না ।

১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

রুদ্র মানব বলেছেন: চমৎকার বলেছেন :)

১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০০

জাওয়াদ তাহমিদ বলেছেন: মনে হইতেছে এইবার কিছু একটা হবে।

১২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

রাতুল_শাহ বলেছেন: মামুন ভাই অনেক সুন্দর কথা বলেছেন।

জয় বাংলা

১৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৬

শান্তা273 বলেছেন: জয় বাংলা।

১৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪

Palol বলেছেন: জয় বাংলা

১৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭

সত্যচারী বলেছেন: মামুন ভাই, রাজনিতীর একটা অংশ হয়েও আপনি সব সময় সঠিক কথাটা বলতে চেষ্টা করেন, এজন্য আপনারে সহস্র সালাম।

১৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৩

কালা মনের ধলা মানুষ বলেছেন: আলহামদুলিল্লাহ, ভালো আছি। আশা করি, আপনিও ভাল আছেন।

১৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৮

ইকবাল১৫০২ বলেছেন: আওয়ামী লীগ ও বিএনপির অবস্থান প্রথম থেকেই পরিস্কার ছিল। আপনি বা বুঝতে পারেননি বা চাননি এটা তাদের বৃথ্যতা।
জাতীয় পতাকা ও শহীদ মিনারের উপর আঘাত এসেছে এ বৃর্থ্যতা অনেকখানি আওয়ামী লীগের এবং যারা বিএনপির অবস্থান বুঝতে পারেননি তাদের।
বুদ্ধিজীবী বলে কাউকে গালি দেয়া বন্ধ করা উচিত। আপনি আপনার অবস্থান থেকে লিখছেন আমি আমার অবস্থান থেকে লিখছি, তাহলে অন্যকে বুদ্ধিজীবী বলে গালি দেয়া কেন?

১৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৯

মোফিয বলেছেন: যারা শহীদ মিনার ভাংচুর করে,৩০ লক্ষ শহীদের রক্তে কেনা জাতীয় পতাকা পুরিয়ে ফেলে তাদের এ দেশে থাকার কোন অধিকার নাই - মনের আগুন সর্বচ্চ শিখায় জ্বালিয়ে শয়তানদের ধ্বংস করতে হবে, একটি পাতাও যেন না থাক

১৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩

বাংলার এয়ানা বলেছেন: Click This Link

২০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৯

চলতে ফিরতে দেখা বলেছেন: কোন মিছিলে পুলিশের উপর হামলা করা হয়নি!‍ পুলিশই মিছিলের পিছন থেকে গুলি চালায়। তখনই বাধে সংঘর্ষ। এটা আমার মনে হয় পুলিশের পরিকল্পিত পরিকল্পনা। যেমনটি দেখলাম মতিঝিলে পুলিশ নিজেই গাড়ি পুড়ানোর জন্য ম্যাচ ও পেট্রল দিচ্ছে কিছু যুবকের হাতে। তাতে কি বুঝা যায়?
-বরাবরই পুলিশ পিছন থেকে লাঠি চার্জ, গুলিসহ অন্যান্য অস্ত্র প্রয়োগ শুরু করে দেয়। তাহলে সরকারী কাজে বাধা দিল কে? বিশ্বাস না নয়-গত ২৫/০২/২০১৩ তারিখের বিভিন্ন মিডিয়ার ছবিগুলি দেখুন। এখন পর্যন্ত কোন পুলিশ গুলি বিদ্ধ হলো না তবে কি করে বলেন, ওরা পুলিশের দিকে গুলি ছোড়েছে। কোন প্রশ্নের সমাধান আজও হলো না।
- শহীদ মিনার ভাঙ্গেনী। ওরা ভেঙ্গেছে নাস্তিকদের বানানো গণজাগরণ নামক মঞ্চ আর তাই আপনারা অন্য নামে চালিয়ে দিচ্ছেন বা চেষ্টা করছেন। আমার বক্তব্য নয় মিডিয়ার বক্তব্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.