নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কোন সীমান্ত নেই,নেই কোন সীমারেখা......

মামুন হতভাগা

আমার সোনার বাংলা... আমি তোমায় ভালবাসি।

মামুন হতভাগা › বিস্তারিত পোস্টঃ

যদি এই বিষয় গুলান স্বচ্ছতার সাথে মেনে চলা হইত তবে আজকের পরিস্থিতি সৃষ্টি হইত না X(( X((

০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১১







নিচের কথা গুলান সামুর ব্লগ ব্যবহারের শর্তাবলী হিসেবে লেখা আছে,আমি জাস্ট কপি-পেস্ট করছি





৩. যেসকল কারণে আমরা পোস্ট কিংবা ছবি মুছে দিতে পারি:



৩ক. যে কোন ধরণের পোস্ট যা দেশের প্রচলিত আইন ভঙ্গ করে বা দেশের ক্ষতি করতে পারে এমন কোন তথ্য প্রদান করে। দেশের আইনের সাথে পোস্ট কিংবা ছবির কন্টেন্ট সঙ্গতিপূর্ণ না হলে।



৩খ. যদি পোস্ট কিংবা ছবিতে ব্যক্তি আক্রমণ, হয়রানিমূলক, কুৎসা রটনামূলক, অশ্লীলতা, কুরুচিপূর্ণ, আপত্তিকর, গালিগালাজ এবং পর্ণগ্রাফি সম্বলিত বক্তব্য কিংবা বিষয় থাকে।



৩গ. যদি কোন পোস্ট কিংবা ছবিতে অন্য কারো ব্যক্তিস্বার্থ ক্ষুন্নকারী কিংবা একান্ত ব্যক্তিগত তথ্য থাকে।



৩ঘ. যেকোন ধরণের কল্পিত বা মিথ্যা পোস্ট বিশৃঙ্খলা তৈরীর উদ্দেশ্যে খবরের আকারে প্রকাশ করা হলে ।



৩ঙ. অন্য কোন সাইটের কিংবা ব্লগের আপত্তিকর কন্টেন্ট দেখার লিংক সম্বলিত পোস্ট।



৩চ. যদি কোন পোস্টে কোন ব্যক্তি বা গ্রুপের ছবি অনুমতি ব্যতিরেকে ব্যবহৃত হয় এবং সে বিষয়ক তথ্য আমাদের কাছে আসে, আমরা ছবি সরিয়ে দিবো বিষয়টির স্থায়ী কোন সমাধান না হওয়া পর্যন্ত।



৩ছ. যদি কোন পোস্টে সন্নিবেশিত তথ্য কিংবা বিষয় অথবা নির্দেশনা সমাজ এবং ব্লগ কমিউনিটির জন্য হুমকি স্বরূপ হয়।



৩জ. যদি কোন পোস্টে এমন কোড, ভাইরাস, কোন বিশেষ নির্দেশনা কিংবা প্রোগ্রাম থাকে যা সামহোয়্যার ইন ব্লগের কার্যক্রমের প্রতি হুমকীস্বরূপ কাজ করবে।



৩ঝ. যদি কোন পোস্টে প্রকাশিত রেফারেন্স এবং কপিরাইট সম্বলিত তথ্য অনুমতি ছাড়া দেয়া হয়।



৩ঞ. বাংলাদেশ অথবা যে কোন স্বীকৃত জাতি বা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস, ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে, বিরুদ্ধাচারণ করে, অসম্মান করে অথবা সত্যের অপলাপ বা অর্থহীন পোস্ট মুছে ফেলা হতে পারে এবং ব্লগারের ব্লগিং সুবিধা সাময়িক অথবা স্থায়ীভাবে স্থগিত কিংবা বাতিল করা হতে পারে ।

৪. যেসকল কারণে আমরা কোন ব্লগারকে কিংবা কোন ব্লগ সাময়িকভাবে অথবা চিরতরে বন্ধ করে দিতে পারি :



৪ক. যদি তাদের নিক অশ্লীল, কুরুচিপূর্ণ, আপত্তিকর হয়।



৪খ. যদি তাদের ইমেইল এড্রেস অশ্লীল, কুরুচিপূর্ণ, আপত্তিকর হয়।



৪গ. যদি তারা ৩ক. ৩খ. ৩গ. ৩ঙ. ৩ছ. ৩জ. ‘এর নীতিমালাগুলো বারবার ভঙ্গ করতে থাকেন।



৪ঘ. যদি কোনো ব্লগারের প্রথম পোস্ট ব্যক্তি আক্রমনাত্মক হয় কিংবা আমরা বুঝতে পারি যে নিক-টি কেবল ব্লগ সম্প্রীতি নষ্ট করবার জন্যই তৈরী করা হয়েছে।



৪ঙ. যদি কোন ব্লগার ছবি কিংবা লেখার মাধ্যমে অন্য কোন ব্লগার হিসেবে নিজেকে দাবী করেন বা উপস্থাপন করেন । আমরা যদিও এক ব্যক্তির একাধিক নিক রেজিষ্ট্রেশন সাপোর্ট করি ; কারণ অনেক লেখকই ছদ্ম নামে লেখালেখি পছন্দ করেন । কিন্ত কোন ব্লগার যদি তার লেখার মাধ্যমে সুস্পষ্ট ভাবে প্রমাণ করেন যে তার একাধিক নিক রয়েছে এবং তা ব্লগের পরিবেশকে অশান্ত করে তাহলে তাকে আমরা বিবেচনার মাধ্যমে ব্যান করতেও পারি ।



৪চ. যদি কোন ব্লগার অন্য একজন ব্লগারের ব্লগে ব্যক্তি আক্রমণ, অপমানজনক, অশ্লীল, কুরুচিপূর্ণ, আপত্তিকর, গালি সম্বলিত মন্তব্য করেন।



৪ছ. যদি কোন ব্লগার অন্য কাউকে হেয় করবার উদ্দেশ্য নিয়ে কোন নিক রেজিস্টার করে।



৪জ. যদি আমরা কোন ব্লগারের ব্যাপারে সুনির্দিষ্ট প্রমাণ পাই যে, সে ব্লগের পরিবেশ বিনষ্ট করতে একাধিক নিক ব্যবহার করে, ব্লগের পরিবেশ রক্ষা করতে তার নিয়মিত নিকটিসহ সবগুলো ব্যান করা হবে।



এখন কথা হল শুধু ধর্ম অবমাননাকারিদের নয়, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী লেখা,ব্যক্তি আক্রমণ,জাতীয় নেতা/নেত্রীদের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে চরিত্র হনন,বিশেষ করে ছাগু শ্রেণীর চান্দে সাইদির বিয়া টাইপ মিথ্যা কথা ছড়ানো নিক গুলান বাতিল করা হোক।

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: 8-| #:-S 8-|

হতভাগা দের কথা শুনা হয় না - :-P :-P :-P

০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

মামুন হতভাগা বলেছেন: আম ব্লগাররা বরাবরই হতভাগা, কেউ তাদের কথা শোনে না।কিন্তু যখন মাইঙ্ক্যার চিপায় পড়ে, তখন হতভাগাদের কথা মনে পড়ে B-)) B-))

২| ০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

মাক্স বলেছেন: হায় আফসুস হায় আফসুস।

০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

মামুন হতভাগা বলেছেন: :| :|

৩| ০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

কমোরেড বলেছেন: প্লাস।
ব্লগ কর্তারা অনেক আইন বানায় কিন্তু নিজেরাই মানে না।

০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

মামুন হতভাগা বলেছেন: সকল ঝামেলার মুলে মডারেশন প্যানেল,তাদের অযোগ্যতা ও দেখেও না দেখা বা না শোনার ভানটাই গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।মডারেশনের অস্বচ্ছতা নিয়েও তো কম পানি ঘোলা হয়নি।যাইহোক ধর্ম অবমাননাকারীদের ধরা হইছে,এখন ছাগু নামক প্রাণী যারা এ দেশের স্বাধীনতায় বিশ্বাস করেনা তাদেরও ধরতে হবে।

৪| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:১২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আফসোস! :(

০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫২

মামুন হতভাগা বলেছেন: :|

৫| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৫

আহমাদ জাদীদ বলেছেন: হিটের আশায় এই ধারাগুলো মানায় সময় হয়নাই মনে হয় .।.।

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৭

মামুন হতভাগা বলেছেন: ভাইরে,গ্রাম্য কথা,পাপে ছাড়ে না বাপেরে।

৬| ০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪১

আমিনুর রহমান বলেছেন: এখন কথা হল শুধু ধর্ম অবমাননাকারিদের নয়, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী লেখা,ব্যক্তি আক্রমণ,জাতীয় নেতা/নেত্রীদের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে চরিত্র হনন,বিশেষ করে ছাগু শ্রেণীর চান্দে সাইদির বিয়া টাইপ মিথ্যা কথা ছড়ানো নিক গুলান বাতিল করা হোক।


সহমত। কর্তৃপক্ষকে বলছি আগে করেননি কেন এখন করেন আমরা আগের ভুল-ভ্রান্তিগুলোতে আর তর্কে যাবো না।

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৮

মামুন হতভাগা বলেছেন: ধন্যবাদ আপনাকে

৭| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৮

একজন নিশাচর বলেছেন: মামুন ভাই,

এই শর্তসমূহ শুধু কাগজে কলমে আছে, বাস্তবে এর প্রয়োগ নাই। যথাযথ প্রয়োগ থাকলে সমস্যা এতটা ভয়াবহ রুপ নিতে পারত না। :(

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫২

মামুন হতভাগা বলেছেন: দেরীতে হইলেও বুঝতে পারাটাই আসল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.