নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কোন সীমান্ত নেই,নেই কোন সীমারেখা......

মামুন হতভাগা

আমার সোনার বাংলা... আমি তোমায় ভালবাসি।

মামুন হতভাগা › বিস্তারিত পোস্টঃ

লোকালয় থেকে জাতীয় সংসদ ঃ চলমান ঘটনাপঞ্জি ২ :)

০৩ রা জুন, ২০১৩ রাত ২:১৬







গত ৩১শে মে শুক্রবার আমার ক্ষুদ্র জীবনের সবথেকে আনন্দের দিন হিসেবে বিবেচিত হবে।ঐদিন জুম্মার নামাজের পর মসজিদের সবাইকে এবং নামাজ পড়ে আমার এলাকার অধিকাংশ মুরুব্বী এবং তরুণ প্রজন্মকে বাড়ী বাড়ী যেয়ে দাওয়াত দিয়েছিলাম আমার মনোনয়ন চাওয়ার বিষয়ে তাদের মতামত জানাবার জন্য।খুব খুব ভয়ে ছিলাম আসলে কি ঘটবে,দাওয়াত দেওয়া মানুষেরা আসবে কিনা বা আসলেও তারা আমার মনোনয়ন চাওয়া সমর্থন করবে কিনা ইত্যাদি নিয়ে ঐ সময় খুব বিচলিত ছিলাম।কিন্তু আসরের নামাজ পড়ে এসে অনুষ্ঠানস্থলে পৌঁছে আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম।এলাকার কোন মুরুব্বী বা তরুণ কেউ সেখানে আসতে বাকি নেই।সবার ধারনার চেয়েও অসংখ্য মানুষেরা তাদের মতামত দিতে এসেছিল এবং দলমত নির্বিশেষে সবাই আমাকে মনোনয়ন চাইতে বললেন দলের কাছে এবং মনোনয়ন পেলে দলমত নির্বিশেষে আমার হয়ে কাজ করবেন বলে কথা দিলেন।আমি আমার এলাকার মানুষের কাছে আজীবনের জন্য চিরঋণী হয়ে গেলাম,জানি তাদের এই ঋণ শোধ করার সামর্থ্য আমার নেই।শুধু এটুকু তাদের বলতে পেরেছিলাম মনোনয়ন পাই আর না পাই তাদের কাছ থেকে কখনও বিচ্ছিন্ন হবনা।তাদের সুখে-দুঃখে আজীবন পাশে থাকব।সেই অনুষ্ঠান শেষে তাৎক্ষনিক মিলাদের মাধ্যমে আমার প্রথম নির্বাচনী প্রচার অফিস উদ্ভোধন করা হয়।নিচে কিছু ছবি দিলাম অনুষ্ঠানের











































"তারুণ্যই শক্তি,তারুণ্যেই মুক্তি"



মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৩ রাত ২:৩২

বোকামন বলেছেন:





সুখে-দুঃখে সবসময় আজীবন পাশে থাকবেন। এই আশাই করি।
আল্লাহ আপনার সহায় হোন।
আস সালামু আলাইকুম

০৭ ই জুন, ২০১৩ রাত ৮:৪৬

মামুন হতভাগা বলেছেন: ধন্যবাদ আপনাকে

২| ০৩ রা জুন, ২০১৩ রাত ২:৫৩

কাজী মামুনহোসেন বলেছেন: ভাল লাগল :)

আপনার ছবি কোনটা ?

০৭ ই জুন, ২০১৩ রাত ৯:০৪

মামুন হতভাগা বলেছেন:
/:) /:) /:) /:)

৩| ০৩ রা জুন, ২০১৩ রাত ১০:০৬

হাসান মাহবুব বলেছেন: এগিয়ে যান!

০৭ ই জুন, ২০১৩ রাত ৯:০৫

মামুন হতভাগা বলেছেন: ধন্যবাদ হামা ভাই,চালিয়ে যাচ্ছি :)

৪| ০৮ ই জুন, ২০১৩ রাত ১:০৩

কাকপাখী বলেছেন: মামুন ভাই আগাইয়া যান ।খুলনার মানুষ সাথে আছি ।

০৯ ই জুন, ২০১৩ রাত ১২:১৮

মামুন হতভাগা বলেছেন: কেন জানি খুলনার মানুষ,কথাটি মনে এক ধরণের প্রশান্তি ঘটায়। :)
দোয়া করবেন।

৫| ০৮ ই জুন, ২০১৩ রাত ২:০৫

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: চালাইয়া যান

০৯ ই জুন, ২০১৩ রাত ১২:১৯

মামুন হতভাগা বলেছেন: ধন্যবাদ,চেষ্টা করছি অবিরাম :)

৬| ০৮ ই জুন, ২০১৩ রাত ২:০৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: শুভকামনা রইল। :)

০৯ ই জুন, ২০১৩ রাত ১২:২০

মামুন হতভাগা বলেছেন: ধন্যবাদ কাল্পনিক_ভালোবাসা :)

৭| ০৮ ই জুন, ২০১৩ রাত ২:৩৭

শিপু ভাই বলেছেন:
"তারুণ্যই শক্তি,তারুণ্যেই মুক্তি"

ভোট চাই ভোটারের - দোয়া চাই সকলের!!!


উড়ছে পাখি দিচ্ছে ডাক- মামুন ভাই নমিনেশন পাক!!!

০৯ ই জুন, ২০১৩ রাত ১২:২৮

মামুন হতভাগা বলেছেন: শিপু ভাই,আপনি তো আমার এখান থেকে বেড়িয়ে গেছেন,তখনকার অবস্থা আর বর্তমান অবস্থা কেমন জানি অনেক পার্থক্যের মাঝ দিয়ে যাচ্ছে।ক্ষমতার স্বাদ নিয়ে রাতারাতি পরিবর্তিত মানুষ সহ অধিকাংশ ক্ষমতার বলয়ের মানুষগুলা উঠে পড়ে লেগেছে আমার বিরুদ্ধে।কিন্তু সাধারণ মানুষেরা যেভাবে আমাকে কাছে টেনে নিচ্ছে সেটা এক বিস্ময়। দোয়া কইরেন যেন সাধারণ মানুষের কাছে নিজের অবস্থান ঠিক রাখতে পারি।
২/১ দিনের মাঝে দেখা হইলেও হতে পারে।

৮| ০৮ ই জুন, ২০১৩ রাত ২:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: শিপু ভাই বলেছেন:
"তারুণ্যই শক্তি,তারুণ্যেই মুক্তি"

ভোট চাই ভোটারের - দোয়া চাই সকলের!!!


উড়ছে পাখি দিচ্ছে ডাক- মামুন ভাই নমিনেশন পাক!!!

০৯ ই জুন, ২০১৩ রাত ১২:৩০

মামুন হতভাগা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে,আল্লাহ্‌ যেন আপ্নার সকল চাওয়া পূর্ণ করে। ভাল থাকবেন :)

৯| ০৮ ই জুন, ২০১৩ রাত ৩:৪৪

দায়িত্ববান নাগরিক বলেছেন: বাহ ! অনেক ভালো লাগলো !

অনেক অনেক শুভকামনা !

০৯ ই জুন, ২০১৩ রাত ১২:৩১

মামুন হতভাগা বলেছেন: আপনাদের দোয়া আর ভালবাসার মূল্য যেন দিতে পারি সেই কামনা থাকবে সব সময়। ধন্যবাদ :)

১০| ০৮ ই জুন, ২০১৩ সকাল ৮:৫০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: শুভকামনা রইল

০৯ ই জুন, ২০১৩ রাত ১২:৩২

মামুন হতভাগা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.