নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কোন সীমান্ত নেই,নেই কোন সীমারেখা......

মামুন হতভাগা

আমার সোনার বাংলা... আমি তোমায় ভালবাসি।

মামুন হতভাগা › বিস্তারিত পোস্টঃ

রাজনীতির নতুন অধ্যায় : ধারাবাহিকতা বজায় থাকবে আশা রাখি :) :) :)

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৮





















আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের রাজনীতির এক নতুন অধ্যায় রচনা করলেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ফোন করে কথা বলে।বহু বছর যাবত এদেশের অধিকাংশ মানুষের চাওয়া ছিল যেকোনো সংকটে প্রধান রাজনৈতিক দলগুলি একসাথে বসে আলোচনা করে যেন সংকটের সমাধান করে।কিন্তু সবসময় দেখা যেত প্রধান দুই রাজনৈতিক দলের দুই নেত্রীর মাঝে একটি অদৃশ্য দেয়াল তাদের এক টেবিলে বসা বা কথা বলায় বাধা দিত।কিন্তু আজ সকালে হটাত টেলিভিশনে দেখলাম আওয়ামীলীগ প্রধান শেখ হাসিনা বিএনপি প্রধান খালেদা জিয়াকে ফোন দিয়েছেন কথা বলবেন বলে কিন্তু তাদের কথা বলা হয়নি বিএনপি নেত্রীকে ফোনে না পাওয়ায়।আর এই ঘটনায় খুব খুব খুশি হয়েছিলাম,কারণ আমি মনে প্রানে বাংলাদেশের রাজনীতির পরিবর্তন চাই।ক্ষমতায় যেই থাকুকনা কেন বিরোধী দলের সাথে আলোচনা করা যাবেনা-এই মানসিকতা যেন সব রাজনৈতিক দল পরিহার করে সেটাই কামনা করে থাকি।তাই ফোনে প্রথমবার তাদের কথা না হওয়ায় আমি আশা করছিলাম হয়ত বিএনপি নেত্রী আওয়ামী লীগ নেত্রীকে ফোন দিবেন।আমাকে অনেকেই বলতেছিল খালেদা জিয়া ফোন না দিলে শেখ হাসিনা আর ফোন দিবেন না।আমার কথা ছিল খালেদা জিয়া ফোন না দিলেও শেখ হাসিনা আবারও ফোন দিবেন।অবশেষে শেখ হাসিনাই ফোন দিলেন খালেদা জিয়াকে,দাওয়াত দিলেন গণভবনে,আলোচনা হবে এবং একসাথে খাওয়া-দাওয়া করবেন।সাথে হরতাল প্রত্যাহারের আহবানও ছিল।

ঐ ফোন করাটা যে আমাদের দেশের রাজনীতিতে নতুন একটা আলোর দেখা দিল তাতে কোন সন্দেহ নাই।এখন দেখতে হবে বিএনপি কি করে।তবে শেখ হাসিনা আজ যে কাজটি করলেন তা বাংলাদেশের সাধারন মানুষের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

আশা করব খালেদা জিয়া যদি দাওয়াত গ্রহন নাও করেন তবুও ভবিষ্যতে যেন আলোচনার পথ খোলা থাকে।

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
লাইক।

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:০৪

মামুন হতভাগা বলেছেন: ধন্যবাদ

২| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫১

লেখোয়াড় বলেছেন:
হা হা হা ....................

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:০৫

মামুন হতভাগা বলেছেন: হা হা হা ....................

৩| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৪

রাজ্জাক রাজ বলেছেন: হাম্বালীগ জাত হবে না।

Typed with Panini Keypad

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:০৮

মামুন হতভাগা বলেছেন: ব্যাথা যায় নাই?

৪| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৮

ইউনুস খান বলেছেন: আপনে বড় আশাবাদী মানুষ। ভালো লাগলো।

কিন্তু কোন অধ্যায়েরই সূচনা হয়নি। গত কিছুদিনের রাজনৈতিক অবস্থা, আওয়ামীলীগের নেতা-নেত্রীদের বক্তব্য অনুযায়ী আমার কাছে মনে হয়েছে এ টেলিফোন শেখ হাসিনার রাজনৈতিক স্ট্যান্ডবাজি ছাড়া কিছুই না।

বিএনপিকে সংলাপের মূলা ঝুলিয়ে হরতাল, অবরোধ, আন্দোলন, সংগ্রাম থেকে দূরে রাখার কৌশলেই এগোচ্ছে আওয়ামীলীগ।

শুরু থেকেই বিএনপির দাবি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবাধয়ক সরকারের অধিনে নির্বাচন। কিন্তু আওয়ামীলীগ আদালতের সংশোধিত সংবিধানের দোহাই দিয়ে নির্বাচিত সরকারের অধিনে নির্বাচন চায়।
[সংবিধানের দোহাই কিন্তু আদালতের রায়ে যে বলা হয়েছে আরো দুইটি নির্বাচন তত্ত্বাবাধয়ক সরকারের অধিনে করা যায় সেটা আমলে না নেওয়া]

সেহেতু সংলাপ নিয়ে সরকার আন্তরিক থাকলে সেটা অনেক আগেই করে জনগণকে দুশ্চিন্তা থেকে দূরে রাখতো। বিরোধীদলের এক-একটা ডেডলাইন বা প্রোগ্রামের উপর ভিত্তি করে মূলা ঝুলানো কৌশলে এগোতোনা।

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:১৫

মামুন হতভাগা বলেছেন: ধন্যবাদ।দেখা যাক কি হয় কিন্তু যেখানে দেখা হলেও কথা হতনা সেখানে এই ফোনে কথা বলা নতুন কিছু না?বড়ই অবাক হবার ইমো হবে।

৫| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৮

এম ই জাভেদ বলেছেন: শেখ হাসিনার এ রকম শিষ্টাচারের দৃষ্টান্ত ভবিষ্যৎ রাজনীতিতে মাইল ফলক হিসাবে থাকবে। তবে খালেদা জিয়া তাঁর প্রতি সম্মান জানিয়ে অজুহাত খাড়া না করে হরতাল প্রত্যাহার করলে সেটা হত জাতির জন্য মঙ্গল জনক।

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩১

মামুন হতভাগা বলেছেন: দেখাযাক কি হয়

৬| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:০৪

পরিবেশ বন্ধু বলেছেন: ভাল ভাবনা উভয় নেত্রীর জন্য জনতার এক্য এবং ভবিষ্যৎ
দেশের শান্তি ,
দূর হোক বৈষম্য আর মিথ্যা অযাচিত ভ্রান্তি ।।

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৩

মামুন হতভাগা বলেছেন: ধন্যবাদ

৭| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:০৪

সেজুতি_শিপু বলেছেন:
আশাবাদী হতে ইচ্ছে করে ।
আমরা ক্রমশ আশাবাদী হতে ভুলে যাচ্ছি ।....
........................................................
চারদিকে যা দেখি সবই তো স্ট্যান্ডবাজি ।
রাজনৈতিক স্ট্যান্ডবাজি-ও যদি পজেটিভ হয়- মন্দ কি?

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪১

মামুন হতভাগা বলেছেন: আশাবাদী হওয়া মনে হয় আইনত দণ্ডনীয় নয়,তাই না?থিঙ্ক পজেটিভ, বি পজিটিভ,ডু পজিটিভ-অনেকদিন যাবত ঐ তিন থিউরি রপ্ত করার চেষ্টা করতেছি।হয়ত কোন একদিন পুরাপুরি রপ্ত করতে পারব। :)

৮| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:০৭

সাদা পাখি বলেছেন: লাভ নাই ... :( :( :(

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৬

মামুন হতভাগা বলেছেন: হয়ত বা হয়তনা।সময় সব হিসাব মিলিয়ে দিবে।তবে এই ফোন করাটা আমি রাজনৈতিক সংস্কৃতিতে কিছুটা হলেও পরিবর্তনের ছোঁয়া দিবে এটা বিশ্বাস করি।

৯| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:১২

ইউনুস খান বলেছেন: সাধারণ মানুষ হিসাবে আমরা আশাবাদী হতেই পারি।

কিন্তু বিএনপি যদি আশাবাদী হয় তাহলে বিএনপির কপালে খারাপি আছে। একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আন্দোলনের কোন বিকল্পই আমি দেখছিনা [আমার ব্যক্তিগত মতামত, ভবিষ্যতে এ মন্তব্যটি হয়তো আবার রাজনৈতিক দূরদর্শিতা/অজ্ঞতার প্রমাণ হিসাবে থেকে যাবে]। আওয়ামীলীগ যে কোন মূল্যে আরো কয়েকবছরের জন্য ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে।

@সেজুতি_শিপু

১০| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২১

ইউনুস খান বলেছেন: কথা বলাটা নতুন কিছু কিন্তু সেটা কোন অধ্যায়ের সূচনা করবেনা

@মামুন হতভাগা

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২৬

মামুন হতভাগা বলেছেন: মনের ভিতর নেগেটিভ চিন্তা নিয়ে যদি পিছিয়ে যাওয়া হয় তবে নতুন অধ্যায়ের সূচনা কি করে সম্ভব হবে

১১| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৪

নূর আদনান বলেছেন: :| :| :|

রাজনীতি বড়ই কঠিন জিনিস..........

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৪

মামুন হতভাগা বলেছেন: :-* :-*

১২| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৬

ডাঃ নাসির বলেছেন: খালেদা জিয়া যদি মনে করে আ' লীগ ভয় পেয়েছে তাহলে ভুল করবে।

১৩| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:২৫

হাসান মাহবুব বলেছেন: শেখ হাসিনাকে অভিবাদন এমন উদ্যোগের জন্যে।

১৪| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৫৪

দি সুফি বলেছেন: হা, দুইজন এফ-এন-এফ করে নিয়ে অল্প খরচে বেশি কথা বলতে পারেন B-)) B-)) ;) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.