নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কোন সীমান্ত নেই,নেই কোন সীমারেখা......

মামুন হতভাগা

আমার সোনার বাংলা... আমি তোমায় ভালবাসি।

মামুন হতভাগা › বিস্তারিত পোস্টঃ

রাজনৈতিক এমন ভয়াবহ ক্যাচালের মাঝেও প্রেমে পড়ছি কিনা বুঝতেছিনা :-*:-*

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০১









সব কিছু বাদ দিয়ে রাজনীতি করি,স্বপ্ন দেখি পরিবর্তনের। ভালই চলছিল সব কিন্তু সংসদ নির্বাচন এর তপশীল ঘোষণার পর থেকে শুরু হইল ক্যাচাল।বিএনপি নির্বাচনে যাবেনা,জামায়াত নির্বাচনে যেতে পারবেনা।শুধুই জটিলতা।এর মাঝে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন বিক্রির ঘোষণা দিল।ঢাকা যেতে হবে দলীয় মনোনয়ন কিনতে তাই হাতে কয়েকদিন সময় নিয়ে চলে আসলাম খুলনায়।বেশ একটা আড্ডা দিয়ে কাটাচ্ছিলাম দিন খুলনায়।এক বিকালে দেখা বান্ধবী মুক্তার সাথে,মুক্তা মেয়ে হয়েও ছোট বেলা থেকেই ছেলেদের থেকে বেশি ডানপিটে।যাইহোক সে বলল,তোকে খুব দরকার,কাল বিকালে কোন কাজ রাখবিনা।

বললাম কি দরকার,উত্তর দিল তোর বিয়ের জন্য একটা পাত্রী পাইছি।শুনে কাঁদব না হাসব বুঝতে পারতেছিলাম না।

বললাম তোর কি মাথা পুরাই গেছে?সারা দুনিয়ায় এমন কোন মেয়ের অভিভাবক আছেরে যে এমন ভাদাম্যা রাজনীতি করা ছেলেরে মেয়ে বিয়ে দিবে?তুই অন্য মানুষ খোঁজ।সাথে মজা করে বললাম , বিয়ে তো আমার দ্বারা হবেনা তবে তুই যদি জোরাজুরি করিস তবে যদি তারে দেখে পছন্দ হয় তবে প্রেম করতে পারি।

মুক্তার উত্তর,মেয়ে আমার ছোট চাচার মেয়ে,বিয়ে করলে করবি কিন্তু নো প্রেম।আর লাবণ্যরে দ্যাখ,তারপর সিদ্ধান্ত নিস।

আমি বুঝলাম তার নাম লাবন্য।আমি মুক্তারে কইলাম, আমিতো অমিত না, হইতেও পারবনারে।তারপরও শুধু নামটার জন্য তারে দেখতে যাব।

ঠিক হইল পরের দিন বিকালে রূপসী রূপসা নদীর তীরে মানে রূপসা ব্রিজে দেখা হবে।মুক্তা বারবার করে বলল,তুই সত্যই আসবি তো,তোর তো তালের ঠিক নাই।বেশ কিছু বছর তোর কাছে মেয়ে মানেই তো ভয়ানক কিছু।

উওরে বললাম,এতবার শেষের কবিতা পড়ছি কিন্তু লাবণ্য নাম আসলেই কারও হয়,শুনি নাইরে।যত বাধা আসুক আগামী কাল আসবই।

এই কথা শুনে ও আরও কনফিউশনে পড়ল যে আমি আসলে আসব কিনা।

যাইহোক পরের দিন সকাল থেকে কমপক্ষে ২০ বার মুক্তার ফোন,তুই আসলেই আসবি তো।

বললাম, আসব।

গেলাম, দেখা হইল।ঘণ্টা খানেক আড্ডা হল।আসার সময় মুক্তা লাবণ্যের মুঠো ফোনের নাম্বারটা তার সম্মতিতে আমাকে দিল।

তারপরের দিন রাতে আসলাম ঢাকায়,দলীয় মনোনয়ন পত্র কিনলাম কিন্তু জমা দিলাম না।কারন আওয়ামী লীগের অন্যতম একজন ক্ষমতাশালী নীতিনির্ধারক নির্বাচন নিয়ে যে ভবিষ্যৎ বাণী করল যে মনোনয়ন চাওয়া থেকে বিরত থাকলাম।তার মানে পুরাপুরি বেকার হয়ে গেলাম।

একরাতে মুক্তার ফোন পাইলাম,কিরে তোরে একটা নাম্বার দিলাম।তারেও কিছু কইলিনা,আমারে কিছুই কইলিনা,এইটা কেমন হইল।

বললাম,আসলেই কেমন হইল,ঠিক আছে কাল কথা বলব।

মুক্তা কইল,কাল না আজ বল লাবন্য আমাদের বাসায় আসছে।

বললাম,দে ফোন, কথা কই।

এর পর থেকে কথা শুরু হইল।প্রথম প্রথম দিনে একবার -দুইবার আর ইদানিং সময় অসময়ে।

বুঝতাছিনা প্রেমে পড়ছি কিনা।যদি প্রেমে পড়েই থাকি আর শেষ পর্যন্ত তা বিয়েতে গড়ায় তবে অবশ্যই দুই নেত্রীরে বিয়েতে দাওয়াত দিব কারন তারা দুইজন ক্যাচাল না করলে বেকার হয়ে যেতে পারতাম না আর তাতে দেখা হইলেও কথা হইত না লাবণ্যের সাথে।

তবে এই মুহূর্তে দুই নেত্রীর পায়ে ধরি,আমাদের শান্তিতে বাঁচতে দিন,কাজ করার সুযোগ দিন না হলে এমন বেকার ছেলেদের কাছে কি কেউ মেয়ে বিয়ে দিবে?হাজারও বেকার ছেলে আপনাদের শুভ বুদ্ধির জন্য অপেক্ষা করতেছে,প্লিজ লাগে এবার খ্যান্ত দেন নেত্রীদ্বয়।

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৬

পাঠক১৯৭১ বলেছেন: সাধারণ লেখা

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৬

মামুন হতভাগা বলেছেন: সাধারন মানুষ, লেখা তো সাধারণ তো হইবেই :#) :#)

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৬

বেঈমান আমি. বলেছেন: শান্তিটা নস্ট করছে কে?হাসিনা তো খালেদারে ফোন করে আলোচনার জন্যে দাওয়াত দিলো।

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১১

মামুন হতভাগা বলেছেন: খুব অবাক লাগে যে বিএনপি নামক দলটা কি করে জামায়াতে ইসলামীর ভিতর বিলীন হয়ে গেল।শেখ হাসিনা ফোন দিলেও জামায়াতের ইশারা ছাড়া খালেদা জিয়া কি আলোচনায় যেতে পারে ? আজব কারবার দেখাইল বিএনপি

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৩

দূষ্ট বালক বলেছেন: ইশ আপনার আসলেই চান কপাল। এত রাজনৈতিক ক্যাচালের মধ্যেও প্রেমিকা জুইটা গেছে

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৩

মামুন হতভাগা বলেছেন: দোয়া কইরেন যেন সব ঠিক থাকে

৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৭

তন্ময় ফেরদৌস বলেছেন: বেস্ট অফ লাক মামুন ভাই, আর মিস্কইরেন না। বয়স হইসে তো..

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৪

মামুন হতভাগা বলেছেন: ধন্যবাদ তন্ময় ভাই।আসলেই বয়স হইছে মনে হয় :#>

৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৮

কালীদাস বলেছেন: সাবাস!! আগায়া যান!!

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৬

মামুন হতভাগা বলেছেন: ধন্যবাদ আপ্নারে :D

৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৯

সায়েম মুন বলেছেন: ক্যচালের কচকচানি শেষ হইলে বিয়াটা সাইরেন। পরিশেষে ইনাদেরকে একটা ধন্যবাদ দিয়েন। তা নাহলেতো অমিত হতে পারতেন না। #:-S

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৮

মামুন হতভাগা বলেছেন: অমিত হইতে কইলেন ? :-& :-&
তাইলে তো কেতকীরে খুঁজতে হবে /:) /:)

৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৬

অদ্ভুত_আমি বলেছেন: আপনার জন্য শুভকামনা :)

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৯

মামুন হতভাগা বলেছেন: ধন্যবাদ :)

৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৭

হাসান মাহবুব বলেছেন: বেস্ট অফ লাক।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪২

মামুন হতভাগা বলেছেন: হামা ভাই, ভাল আছেণ নিশ্চই? ধন্যবাদ

৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫২

অদ্ভুত স্বপ্ন বলেছেন: অভিনন্দন এবং শুভ কামনা। :)

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৭

মামুন হতভাগা বলেছেন: অনেক ধন্যবাদ :)

১০| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমিও পড়সি :-B

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৯

মামুন হতভাগা বলেছেন: ক্যারি অন :P :P

১১| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৬

আমি নিন্দুক বলেছেন: উরি বাবা.......

আমিও একটু প্রেম করবার চাই ;)

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৯

মামুন হতভাগা বলেছেন: উকে

১২| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

আমিনুর রহমান বলেছেন:




স্টুডেন্ট লাইফে খুলনার লাবন্য নামের এক মেয়ের সাথে বেশ ভালো বন্ধুত্ব ছিলো, সে আবার না তো :P ;)

আপনাদের জন্য শুভ কামনা রইল।

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৫

মামুন হতভাগা বলেছেন: দুঃখিত,সে খুলনায় খুব বেশী দিন হয় নাই বাস করতেছে, আর যদি সে হয়ও সমস্যা কি? এখন তো সে আমার B-)) B-))
অনেক ধন্যবাদ :)

১৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৮

গুগলরকস বলেছেন: BNP was a political party...but now it has wrapped it's *** in JAMAT :P buy your own cloths :P

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৬

মামুন হতভাগা বলেছেন: এভাবে বলতে নাই :-0 :-0
ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.