নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কোন সীমান্ত নেই,নেই কোন সীমারেখা......

মামুন হতভাগা

আমার সোনার বাংলা... আমি তোমায় ভালবাসি।

মামুন হতভাগা › বিস্তারিত পোস্টঃ

খুব ছোট্ট সাধারণ প্রশ্ন, জাতীয়তাবাদী ব্লগীয় বীরেরা আজ সারাদিন কি করছেন? :| :|

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১২

















ব্লগে আজ রাজনীতি নিয়ে লেখার অভাব নাই,কত্ত কত্ত লেখা।সারাদিনের নানা ঘটনায় নানা রকম লেখা।বিশেষ করে জাতীয়তাবাদী দল ও তাদের আঁচল তলে মুখ ঢেকে রাখা জামাত-শিবিরের সমর্থকরা ঝাঁপায় পড়েছে নানা ঘটনা নিয়ে।এই সব লেখা দেখে একটা কথা খুব খুব করে জানতে ইচ্ছা করছে,আজ সারাদিন এই সব লেখকরা কি করেছে?

জাতীয়তাবাদী জামায়াত ই ইসলামের মহান নেত্রী বেগম খালেদা জিয়া "মার্চ ফর ডেমোক্রেসি " নামক যে কর্মসূচির ঘোষণা দিল,সেই ঘোষণার আলোকে ম্যাডামের অনুগত যোদ্ধারা আজ সারাদিন যা দেখাইল তা এক ইতিহাস হয়ে থাকবে।আমাদের ব্লগের যে সকল জাতীয়তাবাদী জামায়াত সমর্থকরা মায়া কান্নায় ব্লগিয় পাতা চক্ষের পানিতে ভিজিয়ে ফেলছে তারাও কি ----

তাদের আর সব সাথীদের মত বিচি কাটা খাসির মত ইন্দুরের গর্তে লুকিয়ে ছিল? নাকি

শাড়ি-চুড়ি পড়ে যার যার রান্না ঘরের দায়িত্ব নিয়েছিল? নাকি

টিভির সামনে বসে দীর্ঘদিন বড় হয়ে যাওয়া *াল ফালাচ্ছিল?

মন্তব্যের ঘরে জানি লাফায় পড়ে জাতীয়তাবাদী জামাতিরা বলবে,প্রশাসন সারা ঢাকা ঘিরে রেখেছে,কাউরে রাস্তায় দাড়াতে দেয় নাই,সারা দেশ অবরুদ্ধ করে রাখা হইছে ইত্যাদি ইত্যাদি। তাদের বলব-

রাজনীতি হিজরাদের জন্য না,রাজনীতি করবা আবার নিজের পিঠ বাচাতে রাস্তায় নামবানা চান্দু তা তো হবেনা।

আর ব্লগিয় জাতীয়তাবাদী জামাতিদের বলব,ঘরে বসে টিভি দেখে কি-বোর্ড চাপলেই ম্যাডাম ঘর হতে বের হতে পারবেনা বা জামাতি আব্বাদের বাঁচানো যাবেনা।সাহস থাকলে রাস্তায় নামেন।মনে রাখতে হবে,রাজনীতি বাচ্চা বা বীচি ছাড়া খাসীদের জন্য নহে।

মন্তব্য ৩০ টি রেটিং +০/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ত আপনে কেডা ভাই লাফাচ্ছেন এত!!!!!!!!!!

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৬

মামুন হতভাগা বলেছেন: আর যাই হই হিজরা জাতীয়তাবাদী জামাতী নই কিংবা কি-বোর্ডে চাপ দিয়ে দেশ উদ্ধারের ভণ্ডামি করা মানুষ নই

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি ব্লগ দিয়ে ইন্টার্নেট চালিয়েছি :-B

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৯

মামুন হতভাগা বলেছেন: ২০১৩ সালের সেরা ব্লগারের খেতাব নিশ্চিত B-)

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৮

জেরিফ বলেছেন: সবাই পর্যবেক্ষন করতেছে :(

|-) |-) |-) |-) |-) |-)

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৫

মামুন হতভাগা বলেছেন: ভণ্ডামির একটা সীমা থাকা উচিত,যোগ্যতা নাই রাস্তায় নামার,ব্লগে এক এক জন বীর বাহাদুর বা বুদ্ধিজীবী।ঐ গুলানরে জুতানো উচিত।

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৪

ফাহীম দেওয়ান বলেছেন: কিবোর্ড আর ফটোসপ দিয়া BAL এর বাল ফেলাইতে সবাই পারে, তয় পিঠে দুইডা পিডা খাওয়ার ভয়ে ঘরে বইসাই "ডেমোক্রাসি ফর মার্চ" ঘটাইতেছে।

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪২

মামুন হতভাগা বলেছেন: সত্যই যদি কোন নীতি বা আদর্শ বুকে ধারণ করি তবে মরতেও ভঁয় পাব কেন?মরা তো দূরে থাক যার যার পিঠ বাচাইতে খালেদা জিয়ারে শতাব্দীর সেরা জোকার বানায় ছাড়ল আজ জাতীয়তাবাদী জামাতিরা।নেত্রী ঘোষণা একটা দিছে আর তার সমর্থকরা হাওয়া।কি আজিব দল,তার থেকেও আজিব সে দলের নেত্রী আর তার থেকেও আজিব হটাত খাসী হয়ে যাওয়া সে দলের নেতা-কর্মী।

৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৯

বেঈমান আমি. বলেছেন: সব গুলা ছাগল।আগে ছিলো জামাতি ছাগু এখন হয়ছে বিএনপি করা বলদ ছাগু ;)

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫২

মামুন হতভাগা বলেছেন: আরে ভাই,আজ খালেদা জিয়ারে বাড়ী থেকে বের হতে দেওয়া হয় নাই বলে সরকাররে খালেদা জিয়ার ধন্যবাদ দেওয়া উচিত কারন নয়া পল্টনে খালেদা জিয়া যেয়ে কোন সমর্থক ছাড়া ফাকা রাস্তায় বক্তৃতা দিলে বিষয়টা কি মেনে নেওয়া তার জন্য ভাল হইত?

৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪০

ঘাষফুল বলেছেন: হমমমম....ঠিক কইছেন..'রাজনীতি বাচ্চা বা বীচি ছাড়া খাসীদের জন্য নহে।"
**** মত রাজনীতি **** বা *** সহ খাসীদের জন্য নহে।

জায়গা মত শব্দ বসিয়ে নেন......আপনার শব্দ ভাণ্ডার বেশ ভাল মনে হচ্ছে...
..বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন....।

অবশেষে কি-বোর্ডে চাপ দিয়েই দিলেন.... কি দরকার ছিল...

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৩

মামুন হতভাগা বলেছেন:
ব্লগার পরিসংখ্যান

পোস্ট করেছেন: ০টি
মন্তব্য করেছেন: ১৮০টি
মন্তব্য পেয়েছেন: ০টি
ব্লগ লিখেছেন: ২ বছর ৪ মাস
ব্লগটি মোট ৬৯৯ বার দেখা হয়েছে

নিজের পরিচয় দিতে আসতেই হইল ? তবে ভুল জায়গায় আসা হইল না ? আমি রাস্তায়ও ছিলাম,ব্লগেও আছি। তুমার মত হিজরা নই চান্দু।

৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৪

একজন বাংলার ছেলে বলেছেন: বাল ফালাইছে তো ? আপনের এত জলে ক্যা!!!

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৬

মামুন হতভাগা বলেছেন: :| :|

৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: যেন মহান নেতা বনে যাবেন। হয়তো একদিন মরে আস্তাকুড়ে নিক্ষেম হবেন । তবে মরার আগে একবার মানুষ হয়ে মরবেন যেন। আমার ও সবান প্রতি স্ব-শ্রদ্ধ আর দীর্ঘজীবন কামনা করা ছাড়া কিছুই করার নেই। আপনার লিখারর জাঝ আমার নাকে লেগেছে প্রবাস থেকে। যদি আমার সাথে দাদারা থাকত , যদি আমার এক দল পেটুয়া বাহিনী থাকত তাইলে দেখতেন কি করি। ব্লগে কত শিংওয়ালা পশুদের দেখেছি ২ লাইন লিখলে মনে করে লিখক আবার কোথাও একটা নিতির বাক্য ছুড়ে মনে করে মহান সেই নেতা শেখ সাহেব হয়ে গেছেন।আরে বাচাঁ রাখলে দেখবেন কি ঘটটে যাচ্ছে কি পাচ্ছেন বিনীময়ে । বাজারে যখন বেচাকেনাত হবেই।
রাগ করবেন না অসংগতি কিছু হলে মাফ করবেন।

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৫৬

মামুন হতভাগা বলেছেন: মহান নেতা হবার সাধ নাই তবে স্বপ্ন দেখি পরিবর্তনের।আপ্নার বোধ হয় কথাও ভুল হচ্ছে,রাজনীতি করি কিন্তু অন্ধ দলবাজি শিখতে পারিনি।এখনও সাদাকে সাদা আর কালোকে কালো বলার যোগ্যতা রাখি বলেই রাজনীতি করি।যতদিন এরকম বলতে পারব রাজনীতি করব,তাতে আস্তাকুড়ে পড়ব বা অমানুষ বা মানুষ হয়ে মরব সেটা নিয়ে ভাবিনা।
আমার কিন্তু কোন দাদারা বা পেটোয়া বাহিনী নাই,শিং ও নাই,লেখকও নই ।
বঙ্গবন্ধু কে টানলেন,কিচ্ছুনা আমি যে একটা স্বাধীন দেশ পেয়েছি,একটা ভাষা পেয়েছি বা একটি লাল-সবুজের পতাকা পেয়েছি-এর জন্যই মানুষটাকে আজীবন স্মরণ করে যাব কৃতজ্ঞচিত্তে।
কি পাব,কি পাবনা- এই হিসাব করিনা যে।সব কিছুতেই চাওয়া-পাওয়ার হিসাব মেলানো কি ঠিক?
রাগ করি নাই,ভাল থাকবেন। :)

৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:১২

ঘাষফুল বলেছেন: জয় হো...মহাপুরুষের....... :P

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:০০

মামুন হতভাগা বলেছেন: :-0 :-0 :-0

১০| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:০৫

bappyalmamun বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি ব্লগ দিয়ে ইন্টার্নেট চালিয়েছি :-

ভাল লাগলো

আপনার লেখাও সুন্দর..........

৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৮

মামুন হতভাগা বলেছেন: ধন্যবাদ

১১| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৩৭

মুহসিন বলেছেন: যুদ্ধ কি এখন ব্লগেও শুরু হয়ে গেলো? ভাই আমাদের আরেকটু শান্তিতে থাকতে দিন।

দুইদলের ক্ষমতা নিয়ে কাড়াকাড়িতে সাধারণ মানুষের প্রাণ যায়, ভাবলাম ব্লগে অন্ততঃ একটু শান্তি পাবো!

৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৮

মামুন হতভাগা বলেছেন: বুঝলাম

১২| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৫৫

বিশ্বাস করি 1971-এ বলেছেন: মামুন সাহেব মনে হয় সারাদিন যন্ত্র দেখিয়েছেন আর ঘি দিয়ে মাখিয়েছেন! মাখান আরো ঘি মাখান! না কলে সেঞ্চুরী কিভাবে হবে রে হতভাগা!

৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৭

মামুন হতভাগা বলেছেন: মনে হয় প্রথম আসলেন আমার ব্লগে,ধন্যবাদ।
জামাতি জাতীয়তাবাদী দেখলেই মনে হয় তার জন্ম ইতিহাস জানা দরকার,বাসায় যেয়ে মুরুব্বিদের একটু জিজ্ঞাসা কইরেন,পাকিরা কি আপ্নার জন্ম দেবার সময় যন্ত্রে ঘি মাখাইছিল? নাকি অন্যকিছু।প্লিজ, প্লিজ জেনে অবশ্যই জানাবেন। অপেক্ষায় থাকলাম :#) :#)

১৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৫

মামুন রশিদ বলেছেন: আমি ভাবলাম, তারা বসে বসে কি কি করতে পারে তার একটা ফিরিস্তি দিবেন :P

৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৯

মামুন হতভাগা বলেছেন: ছি , ছি, তা কি লেখার যোগ্য ;)

১৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৪

রুপালী সিংহ বলেছেন: ইয়াহ ব্রো, মালিবাগ বসে আছি। মার্চে যোগ দেয়ার জন্য আসছি। কোন যানবাহন নাই, মোবাইল দিয়ে ব্লগ দেখছি। আমার চারজন এলাকার ছেলে ট্রেন থেকে গ্রেফতার হয়েছে। আমি হই নাই, অন্য বগিতে থাকায়।
আমি বিচি ছাড়া খাসি না।
Got your answer bro?

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৪

মামুন হতভাগা বলেছেন: ধন্যবাদ আপনাকে,কষ্ট করে কর্মসূচিতে যোগ দেবার জন্য আসার জন্য।আমি আপনাদের মত সিংহ মনের মানুষদের কিছু বলি নাই।বলেছি গর্তে বসে কি-বোর্ড চেপে দেশ বদলে দেবার প্রত্যয়ে দলের চামচামি দেখানো বুদ্ধুজিবী টাইপ লজ্জাহীন মানুষদের।
আশা করি সুস্থ দেহে নিজ গৃহে ফিরবেন। :)

১৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৫

HHH বলেছেন: সারাদিন বসে বসে টিভিতে পাগলা কুত্তাদের আস্ফালন দেখলাম

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১০

মামুন হতভাগা বলেছেন: :চালায় যান,দেশ বদলাবেই :#)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.