নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন তালুকদার

মামুন তালুকদার › বিস্তারিত পোস্টঃ

সানি লিওনের সফর ঠেকাবে "হেফাজতে ইসলাম"

২৪ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৯

সানি লিওনের সফর ঠেকাবে
"হেফাজতে ইসলাম"

বলিউডের নায়িকা সানি লিওনের
বাংলাদেশ সফর ঠেকাতে হুমকি দিয়েছে
হেফাজতে ইসলাম। নারায়ণগঞ্জ শহরের
ডিআইটি জামে মসজিদে গতকাল শুক্রবার
জুমার নামাজের খুতবার আগে বয়ানে খতিব
এ ঘোষণা দেন। খতিব মাওলানা আবদুল
আউয়াল জেলা হেফাজতে ইসলামের
আমিরও।

খতিব বয়ানে বলেন, 'বাংলার জমিনে
কোনো নর্তকীর বেহায়াপনা করতে
দেওয়া হবে না। তৌহিদী জনতাকে
উপেক্ষা করা হলে প্রয়োজনে যে
বিমানবন্দর দিয়ে সানি লিওনকে আনা
হবে, সেই বিমানবন্দরেও আক্রমণ করা হবে।'
তাঁর এ আহ্বানে তাৎক্ষণিকভাবে মসজিদে
উপস্থিত কয়েক হাজার মুসল্লি সমর্থন
জানিয়ে দুই হাত তোলে। তিনি আরো
বলেন, 'উপার্যিত টাকা এভাবে নর্তকীর
পায়ে ঠেলে দেওয়া যাবে না।'

উল্লেখ্য, আগামী সেপ্টেম্বরে ঢাকা
আসছেন সানি লিওন। রাজধানীর বসুন্ধরার
কনভেনশন হলে চার ক্যাটাগরির আসন
বিন্যাসের মাধ্যমে শোটি অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে গান গাইবেন জনপ্রিয় গায়ক
আতিফ আসলাম। মোট চার হাজার আসনের
এই শোর টিকিটের সর্বনিম্ন মূল্য রাখা
হয়েছে ১৫ হাজার টাকা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০২

মামুন তালুকদার বলেছেন: সব ঈমানদার এক হও,,,যারা নষ্টের ছড়াছড়ি করে তাদের বিরুদ্ধে রুখে দাড়াও।।

২| ২৪ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৮

ইমরান আশফাক বলেছেন: বলিউডের অভিনেত্রী মাত্রই দেহব্যবসায়ী, এক্ষেত্রে একা সানি লিয়নের বিরুদ্ধে এত আক্রোস কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.