নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন তালুকদার

মামুন তালুকদার › বিস্তারিত পোস্টঃ

"বুশের গালে জুতা" মেরেছিল যে সাংবাদিক"

২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৩

যিনি বুশের গালে দুইটি জুতো
মেরেছিলেন তিনি হলেন জায়দি।
জুতো মারার সময় বললেছিলেন,
একটি জুতো ইরাকি জনগণের পক্ষ থেকে
অপরটি ইরাকি শহীদদের পক্ষ থেকে।
,
সারা মুসলিম বিশ্বে আনন্দের ঝড় বয়ে
গেল। আরব থেকে কোটি কোটি টাকা
উপহার গেল।
একটাকাও গ্রহণ করেনি।
আরবের রাজপরিবারের মেয়েরা বিয়ের
প্রস্তাব দিল। তিনি সব প্রস্তাব
প্রত্যাখ্যান করে দিয়েছিলেন।
তিনি বলেছিলেন আমি বিনিময়ের জন্য এই
কাজ করিনি। আমি ঈমানের তাগিদে
করেছি।
,
এই বীর জেল থেকে মুক্তি পেলেন।
হাজার হাজার মানুষ ফুলের মালা নিয়ে
দাড়িয়ে আছে। তিনি বের হয়ে সব ফুলের
মালাকে উপেক্ষা করে সর্বপ্রথম মমতাময়ী
মাকে জড়িয়ে ধরলেন।
সেই বীরকে হাজার সালাম।
তুমি পৃথিবীর সব সাংবাদিককে চোখে
আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলে কিভাবে
অন্যায়ের প্রতিবাদ করতে হয়।
,
আর আমাদের বাংলাদেশে মুসলিম
সাংবাদিকের সামনে এক হিন্দু নেতা বলে,
মসজিদ মাদ্রাসা বন্ধ করে দিলে নাকি
দেশের অরাজকতা বন্ধ হয়ে যাবে।
কোন মুসলমানের বাচ্চার বুক কাপেনি।
কোন নবীর উম্মতেরা প্রতিবাদ করার সাহস
করেনি।
কোন আল্লাহর বান্দা বাঘের মত গর্জে
উঠে বলেনি মুখ বন্ধ কর নাস্তিকের বাচ্চা।
,
সেই বুকের পাঠা কারো নেই।
,
কারণ বেতন আর চাকরি বন্ধ হয়ে যাবে।
বাংলাদেশের সাংবাদিকদের জায়দির
থেকে শিক্ষা নেওয়া দরকার। ।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৮

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ।

২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪২

মামুন তালুকদার বলেছেন: আপনাকে ও,,,,

২| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: নৈতিকতা সাহস আর অন্যায়ের প্রতিবাদ কোন প্রাতিষ্ঠানিক ট্রেনিংয়ে হয় না। এটা আসে অন্তরের গভীররে আহবানে!

২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৭

মামুন তালুকদার বলেছেন: খুব ভাল কথা

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৯

রাশেদ রাহাত বলেছেন: জুতা মার......

২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৪

মামুন তালুকদার বলেছেন: যাকে মারবেন তার গালে যেন লাগে,,,অন্য কারো গালে যেন,,,,,

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৮

আজাদ মোল্লা বলেছেন: সাহসী মানুষ হয়ে একদিন বেচে থাকা ,
আর ভিরু কাপুরুষ হয়ে হাজার বছর বেচে থেকে কি লাভ ।
ধন্যবাদ আপনাকে ভাই ।

২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫২

মামুন তালুকদার বলেছেন: আপনরার মূল্যবান কথাগুলো বলার জন্য আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ,,,,

৫| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩০

প্রভাষ প্রদৌত বলেছেন: আর আমাদের বাংলাদেশে মুসলিম
সাংবাদিকের সামনে এক হিন্দু নেতা বলে,
মসজিদ মাদ্রাসা বন্ধ করে দিলে নাকি
দেশের অরাজকতা বন্ধ হয়ে যাবে।
কোন মুসলমানের বাচ্চার বুক কাপেনি।
কোন নবীর উম্মতেরা প্রতিবাদ করার সাহস
করেনি।" প্রমাণ কই ????????????

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.