নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার জীবনের চাইতেও আমার দেশ এবং দেশের সূর্যসন্তানদের দাম বেশি তাই \"হৃদয়ে একাত্তর\" এর প্রতিচ্ছবি।

Manirul Alam

Manirul Alam › বিস্তারিত পোস্টঃ

অনেক ভালোবাসি তোমায়...

১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৫৫

তোমার মন কি দিয়ে তৈরি তা জানিনা তবে আমারটা তোমার ভালোবাসায় তৈরি তাইতো তোমাকে স্বাধীনতা দিয়েছি পরিপূর্ন।
তুমি আমাকে আঘাত করলে ব্যাথা পাইনা কিন্তু তোমার উপর আঘাত পরলে আমি ব্যাথা পাই।
তুমি হতে পারো বাতাস বৃষ্টি গ্রহ নক্ষত্র তারা কিংবা উল্কা, তবে তোমাকে ভুলতে আমার জনম শেষ হয়ে যাবে তবুও তুমি রয়ে যাবে অন্তরে কিংবা স্মৃতিতে অথবা সেই হাতের লেখায়।
তোমাকে কতটুকু ভালোবাসি তা বুঝাতে না পারলেও তোমাকে কতটুকু বিশ্বাস করি তা বুঝিয়ে দিতে পারবো যেকোনো মুহুর্তে।
আমার কাছে চাইলেই পেতে পারো অনেক কিছু তবে মুল্য চাইনা তার জন্য কারন তোমাকেই তো মন প্রান দিয়ে আপন করে নিয়েছি এখন আপন মানুষের কাছ থেকে মুল্য নেওয়া মানায় বলো?
কাছে থাকলে তোমাকে যতোটা ভালোবাসতাম তারচেয়ে বেশি ভালোবাসি তুমি দুরে বলে কারন আমি যে তোমাকে অনেক অনেক বিশ্বাস করে ফেলেছি।
কত্ত বৃষ্টিতে ভিজেছি তবে পাইনি তোমার অনুভব কারন তুমি আমার স্পেশাল বৃষ্টি তাই তোমাকে নিয়েই বৃষ্টিতে ভেজার স্বপ্ন বুকে গেথে আছে, দিবে কি একটু সময় আমার জীবনটা সার্থক করতে??

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.