নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফ্রিল্যান্সার।। ইদানীং ইতিহাস-ঐতিহ্য নিয়ে জানতে ও পড়াশোনা করতে বেশ ভাল লাগছে।
সকালে ফেসবুকে কয়েকটা স্ট্যাটাস দিয়েছিলাম। তারপর থেকেই অন্তত ১৫-২০ জন আমাকে আনফ্রেন্ড করেছেন।
সেটা বড় ব্যাপার নয়। আপনার মনে চাইলে আপনিও আমাকে আনফ্রেন্ড করতে পারেন।
তবে একটি কথা বলে রাখি-
আমি বাংলাদেশের একজন নাগরিক। সচেতন নাকি অচেতন তা জানি না।
তবে এটুকু জানি, আমি বাংলাদেশের নোংরা রাজনীতিকে প্রবলভাবে ঘৃণা করি।
যে রাজনীতি লাশ-অশ্রু-যন্ত্রণা-ব্যবসায়ীদের লোকসান ছাড়া আর কিছুই দিতে পারে না।
আমি সেই রাজনীতিকে প্রচন্ড রকম ঘৃণা করি।
আমি তরুন প্রজন্মের একজন।
মুক্তিযুদ্ধ দেখিনি, মুক্তিযুদ্ধ করিনি।
পড়েছি বইয়ের পাতায়, শুনেছি গল্প।
স্বপ্ন দেখেছি মুক্তিযুদ্ধ নিয়ে।
মুক্তিযুদ্ধের মত পবিত্র একটা বিষয় নিয়ে ব্যবসা আমি সহ্য করতে পারি না।
রাজনৈতিক দলগুলো বর্তমানে এটাই করছে।
এ ওর দিকে কথার কাঁদা ছুড়ে মারছে।
এ বলে- আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ওরা না।
ও বলে- আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ওরা না।
আমার এই লেখাটি আপনার ভালো লাগবে না।
আমাকে গাল দিবেন।
দিন, আমি তাতেই খুশি।
তবু সত্য বলেছি আমি।
২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১:২৫
কামরুল ইসলাম মান্না বলেছেন: ধন্যবাদ
২| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪১
ইব্রাহিম মন্ডল বলেছেন: সত্য বললে গালতো খেতেই হবে। এর জন্য আফসুস করনের কিচ্ছু নাই। বরং গালি দিয়ে আপনাকে আপনার অভীষ্ট লক্ষ্যে পৌছতে সাহায্য করবে।
২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১:২৫
কামরুল ইসলাম মান্না বলেছেন: বরং গালি দিয়ে আপনাকে আপনার অভীষ্ট লক্ষ্যে পৌছতে সাহায্য করবে।
আমিও তাই মনে করি।
©somewhere in net ltd.
১| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
+++++++++++