নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফ্রিল্যান্সার।। ইদানীং ইতিহাস-ঐতিহ্য নিয়ে জানতে ও পড়াশোনা করতে বেশ ভাল লাগছে।
বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা মোটেই কম নয়। আর ফ্রিল্যান্সারও আছেন অগনিত। যাদের অধিকাংশই আবার ইন্টারনেট সেবা ব্যবহার করেন দেশের কোন একটি মোবাইল অপারেটর থেকে। কিন্তু জনসাধারনের হাতের নাগালে নেই ইন্টারনেট সেবা। ধাপে ধাপে ব্যান্ডউইথ এর দাম কমলেও কমেনি গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের মূল্য। আর এ কারনে ব্যবহারকারীরা দুষছেন মোবাইল অপারেটর কোম্পানী গুলোকেই।
।
।
।
।
।
।
।
অনলাইন ম্যাগাজিন বালুচরবিডি ডট কম এ সম্পর্কিত একটি ফিচার স্টোরি করা হয়েছে। এতে ব্লগার ও ফ্রিল্যান্সারদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে- বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীরা আছেন চরম ভোগান্তিতে। এর থেকে উত্তরণ ছাড়া পূরণ হবে না ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন।
ফিচার স্টোরিটি পাবেন এখানে- মূল্য ও গতি নিয়ে তোলপাড় ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে
১৮ ই মে, ২০১৩ সকাল ১১:৫৭
কামরুল ইসলাম মান্না বলেছেন: ধন্যবাদ।
২| ১৮ ই মে, ২০১৩ সকাল ৮:৩৪
বিপুল কুমার বিশ্বাস বলেছেন: এবার হবেই ................
রবির শ্লোগানকে কাজে লাগিয়ে রবিদের বাশ দিতে না পারলেও জনগনকে কিছুটা শান্তি দেওয়া হোক ।
১৮ ই মে, ২০১৩ সকাল ১১:৫৮
কামরুল ইসলাম মান্না বলেছেন: হুম। এবার হবেই ................
৩| ১৮ ই মে, ২০১৩ সকাল ১০:১৯
জাহাঙ্গীর জান বলেছেন: 1944 মডেলের নেতা আর নেত্রীদের থেকে সেটা আশা করাটা আমার মতে ভুল । দুই দলই মুদ্রার এপিট ও পিঠ মূলত ।মুখে বলে গণতন্ত্র কাজে দেখায় দল তন্ত্র ।
১৮ ই মে, ২০১৩ সকাল ১১:৫৮
কামরুল ইসলাম মান্না বলেছেন: আপনার মন্তব্যটা খুব একটা ক্লিয়ার না আমার কাছে।
৪| ১৯ শে মে, ২০১৩ সকাল ১০:৫২
ঊজ্জল বলেছেন: সরকার, মিডিয়া, সবার পকেট ভারি করে মোবাইল অপারেটররা, তাই তারা কিছু করবেনা, ব্লগের আইনজীবি ভাইদের কে বলছি আপনারা আদালতে একটা মামলা করতে পারেন এবং সেই সাথে ক্ষতি পূরণ মামলা ও করতে পারেন যে ২০০৭ সালে এক মেগাবিট ইন্টারনেট ব্যান্ডউইডথের দাম ছিল ৩৮ হাজার টাকা। সেই সময় মোবাইল ফোনের একটি ইন্টারনেট সেবার মাসিক খরচ ছিল ভ্যাটসহ ৩৪৫ টাকা। এখন ব্যান্ডউইডথের দাম মেগাবিট- প্রতি চার হাজার টাকা হলেও সেই প্যাকেজের দাম কিন্তু এখনো ৩৪৫ টাকাই আছে। গ্রাহক পর্যায়ে এক টাকা ও কমেনি । তাই গ্রাহকদের ক্ষতিপূরণ দেওয়ার মামলা করতে পারেন । ব্লগার , ফ্রিলান্সের সবাইকে এই বিষয়টি নিয়ে চিন্তা করার জোর দাবি জানাচ্ছি
২৭ শে জুন, ২০১৩ রাত ১০:৩৮
কামরুল ইসলাম মান্না বলেছেন: আপনার মন্তব্যের সাথে একমত।
©somewhere in net ltd.
১| ১৮ ই মে, ২০১৩ সকাল ৮:১০
মাসুদ চৌধুরী বলেছেন: আমি একজন ফ্রিল্যান্সার আপনার সাখে একমত।
টিপস এবং টিউটোরিয়াল
ইউএসএ ক্যাম্পিং
কানাডা ক্যাম্পিং
অনলাইন মহিলাদের জ্যাকেট স্টোর