নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কামরুল ইসলাম মান্না

কামরুল ইসলাম মান্না

ফ্রিল্যান্সার।। ইদানীং ইতিহাস-ঐতিহ্য নিয়ে জানতে ও পড়াশোনা করতে বেশ ভাল লাগছে।

কামরুল ইসলাম মান্না › বিস্তারিত পোস্টঃ

হরতালের পর আবার অবরোধ!

৩০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:০৬

টানা তিন দিনের হরতালে হাপিয়ে উঠেছি। তাই মনে হয় দুই একদিন রেস্ট দিচ্ছে। এরপর নাকি শুনছি আবার অবরোধ ডাকবে।



'নির্দলীয় নিরোপেক্ষ সরকারের দাবিতে টানা ৬০ ঘন্টা হরতাল কর্মসূচীর পর এবার টানা অবরোধ কর্মসূচি দেয়ার সিদ্ধান্ত হয়েছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে। তফসিল ঘোষণার দিন থেকেই এ কর্মসূচি দেয়া হবে বলে বৈঠক সূত্রে জানা গেছে।' (সূত্র - বিএনপি স্থায়ী কমিটির বৈঠক: এবার আসছে অবরোধ কর্মসূচী , স্বাধীন কন্ঠ )



আর ভাল লাগে না। এই বাংলাদেশে প্রতি পাঁচবছর পর পর সরকার পরিবর্তনের সময় হইলে এই আন্দোলন, লাশ, রক্ত, গুলি, বোমা, ককটেল আর ভাল লাগে না। বিএনপি, আওয়ামী লীগ বা জামায়াত-শিবির বলে কথা নয়, সব দলই একই কাজ করে। এর থেকে মুক্তি চাই...............।।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:১৭

সাদা মনের মানুষ বলেছেন: দেশ প্রেমিকরা একটু আধটু কষ্ট দিলে এটা ামাদের মেনে নেওয়াই উচিৎ ;)

৩০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:২৫

কামরুল ইসলাম মান্না বলেছেন: কথা একখান কইছেন আপনে............ :প

২| ৩০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৪

এন ইউ এমিল বলেছেন: আওয়ামী লীগ বা জামায়াত-শিবির বলে কথা নয়, সব দলই একই কাজ করে। এর থেকে মুক্তি চাই...............।।

এইরকম একটা কথা আমি গত কালকের একটা পোষ্টে কমেন্টস করে বোঝাতে চেয়েছিলাম,

কি হলো যানেন, আমাছে হাম্বা বলে টেগ দিল

কিছু আবাল আছে যারা প্রত্যেকটা মানুষকে একটা করে ট্যাগ দিবেই; নিরপেক্ষতা বলতে তাদের মধ্যে কিছুই নাই

৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৮

কামরুল ইসলাম মান্না বলেছেন: বাংলাদেশের সমস্যা কোথায় জানেন??
রাজনৈতিক দলের নয়.।.।।।
সমস্যা পাব্লিকের.।.।.।।।
একজন সাধারন পাব্লিককে আপনি নির্বাচনের আগে জিজ্ঞেস করবেন, 'ভাই কাকে ভোট দিবেন?'
উত্তর দিবে, 'এবার আর ওরে দিমু না'।
প্রশ্ন, 'কেন?'
উত্তর, 'সে আমাগো লাইগ্যা কিছুই করে নাই'।

এবার আর ওকে ভোট দিল না সাধারন পাব্লিক। ভোট দিল আরেকজনরে। সে পাস করল।

তার পরের বার কি হবে?
এবার আর ওরে ভোট দিমু না। ও আমাগো লাইগ্যা কিছুই করে নাই। আবার আগের জনরেই ভোট দিমু।

এভাবেই ভোটের চাকা ঘুরতে থাকে বাংলাদেশে। এই চাকা ঘোরাঘুরিটা দরকার, বাট ঠিক সময়ে ঠিক চাকাটা ঘোরে না। এ জন্যই যত প্রব্লেম।

এটা একান্তই আমার ব্যক্তিগত মত। মাথায় আসা আজগুবি চিন্তাভাবনাগুলোর মধ্যে একটি। কেউ মাইন্ড খাইলে নিজ দায়িত্বে খাইবেন।

৩| ৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৭

এন ইউ এমিল বলেছেন: এক্কেবারে হাচা কইছেন

৩১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৫

কামরুল ইসলাম মান্না বলেছেন: হাচা কথায় ভাত নাই..................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.